সিলেটের কানাইঘাট উপজেলার ৮ বছরের প্রতিবন্ধী শিশুর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুর নাম জারিফ আহমদ। সে জৈন্তাপুরের নিজপাট ইউনিয়নের সারীঘাট চৈলাখেল গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
শুক্রবার (২১ মার্চ) বেলা ১১টার দিকে কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের নয়াগ্রাম ব্রিজের পাশে একটি ডোবা থেকে জারিফের গলিত লাশ উদ্ধার করে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা গেছে, জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের সারীঘাট চৈলাখেল এলাকার জালাল উদ্দিনের ছেলে সারীঘাট চৈলাখেল গ্রামের জামাল উদ্দিনের পুত্র দিনমজুর জাহাঙ্গীর আলম (২৩) গত ৮ মার্চে ছোট ভাই জারিফ আহমদ (৭) মানুষিক প্রতিবন্ধি-কে নিয়ে চিকিৎসা করার কথা বলে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজাখোঁজি করে চিকনাগুল এলাকা থেকে জাহাঙ্গীর-কে উদ্বার করা হলেও প্রতিবন্ধী জারিফ কে পাওয়া যায় নাই।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আউয়াল বলেন, লাশটি গলিত। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কি না- এ অবস্থায় বোঝা যাচ্ছে না। ময়না তদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
ওসি বলেন, এটি হত্যাকাণ্ড কি না, হলে এর কারণ ও অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ।