, সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে জোড়া খুনের মামলার রায়ে ২ ভাইয়ের মৃত্যুদণ্ড সিলেটে ফের বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ : ৪ জন শনাক্ত বাস চালক গ্রেপ্তারের প্রতিবাদে সিলেটের ৩ জেলায় বাস চলাচল বন্ধ জুলাই বৈষম্যহীন দেশ গড়ার চেতনা : খান মো. রেজা-উন-নবী ‘সিলেট নগরীকে পর্যায়ক্রমে ভিক্ষুক মুক্ত করা হবে’ সিলেটে পুলিশের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আফজল মিয়ার ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক সিলেট-চারখাই-শেওলা চারলেন প্রকল্প বাতিলের ষড়যন্ত্র মেনে নেয়া হবেনা : ড. মো: এনামুল হক চৌধুরী বিশ্বনাথে এসএসসি ও দাখিল কৃতি শিক্ষার্থীকে ছাত্র মজলিসের সংবর্ধনা তারেক রহমানকে নিয়ে নাদেলের কটুক্তির প্রতিবাদে সিলেট জুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড়
বিজ্ঞাপন :
সকল জেলায় সাংবাদিক নিয়োগ চলছে

৮ স্থাপনা ইজারায় সিসিকের আয় বেড়েছে ৬৭ লাখ টাকা

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মালিকানাধীন আটটি স্থাপনা ২০২৫-২৬ অর্থবছরের জন্য ইজারা দিয়ে ১ কোটি ৮৬ লাখ ২ হাজার ৫০০ টাকা রাজস্ব আদায় হয়েছে, যা চলতি অর্থবছরের তুলনায় ৬৭ লাখ ৭৩ হাজার ৪০০ টাকা বেশি।

সম্প্রতি দরপত্র আহ্বান করে যথাযথ প্রক্রিয়ায় এসব ইজারা সম্পন্ন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সিসিকের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরে সবচেয়ে বেশি আয় এসেছে দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে, যেখানে যানবাহন ও কাউন্টার থেকে টোল আদায়ের জন্য ১ কোটি ৪৩ লাখ ৫০ হাজার টাকায় ইজারা দেওয়া হয়েছে।

এছাড়াও উত্তর সুরমার কুমারগাঁও বাসটার্মিনাল ও সংশ্লিষ্ট পাবলিক টয়লেট ও দোকান কোঠা থেকে ১৬ লাখ ৮০ হাজার টাকা, কালীঘাট যাত্রী ছাউনি সংলগ্ন পাবলিক টয়লেট থেকে ১ লাখ ২৩ হাজার ৫০০ টাকা, কদমতলী মুক্তিযোদ্ধা চত্বর সংলগ্ন টয়লেট থেকে ৬ লাখ ২২ হাজার টাকা, চৌহাট্টা সিভিল সার্জন অফিস সংলগ্ন টয়লেট থেকে ১ লাখ ৭ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে।

একইসাথে কদমতলী বাসটার্মিনালের অভ্যন্তরের ৭টি পাবলিক টয়লেট এলাকা থেকে ১২ লাখ ২২ হাজার টাকা, সুরমা নদীপথে বহিরাগত জাহাজ ও বলগেট/নৌকা দ্বারা পণ্য পরিবহনে টোল থেকে ৬ লাখ ৫০ হাজার টাকা এবং উপশহরস্থ রোজভিউ হোটেল সংলগ্ন হলদি ছড়া ওয়াকওয়ে ইজারা দিয়ে ৫৯ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরে এই একই স্থাপনাগুলোর ইজারা বাবদ রাজস্ব আদায় হয়েছিল ১ কোটি ১৮ লাখ ২৯ হাজার ১০০ টাকা। যা চলতি অর্থবছরের তুলনায় ৬৭ লাখের চেয়েও কম।

সেসময় কদমতলী বাসটার্মিনাল থেকে পাওয়া গিয়েছিল ৯৭ লাখ ৫০ হাজার টাকা, কুমারগাঁও বাসটার্মিনাল ও সংশ্লিষ্ট স্থান থেকে ৭ লাখ ১১ হাজার টাকা, কালীঘাট টয়লেট থেকে ৮৬ হাজার টাকা, মুক্তিযোদ্ধা চত্বর টয়লেট থেকে ৩ লাখ ১৯ হাজার টাকা, চৌহাট্টা টয়লেট থেকে ৬২ হাজার ১০০ টাকা, কদমতলীর সাতটি টয়লেট এলাকা থেকে ৫ লাখ ২১ হাজার টাকা এবং নদীপথে পণ্য পরিবহনের টোল বাবদ আয় হয়েছিল ৩ লাখ ৮০ হাজার টাকা। ওই অর্থবছরে হলদি ছড়া ওয়াকওয়ে ইজারা দেওয়া হয়নি।

সিসিকের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, ২০২৫-২৬ অর্থবছরের জন্য দক্ষিণ সুরমা পারাইরচক কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল এবং ধোপাদিঘীর দক্ষিণপার ওসমানী শিশু উদ্যান সংলগ্ন পাবলিক টয়লেট ইজারা প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয়

সিলেটে জোড়া খুনের মামলার রায়ে ২ ভাইয়ের মৃত্যুদণ্ড

৮ স্থাপনা ইজারায় সিসিকের আয় বেড়েছে ৬৭ লাখ টাকা

প্রকাশের সময় : ০১:২০ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মালিকানাধীন আটটি স্থাপনা ২০২৫-২৬ অর্থবছরের জন্য ইজারা দিয়ে ১ কোটি ৮৬ লাখ ২ হাজার ৫০০ টাকা রাজস্ব আদায় হয়েছে, যা চলতি অর্থবছরের তুলনায় ৬৭ লাখ ৭৩ হাজার ৪০০ টাকা বেশি।

সম্প্রতি দরপত্র আহ্বান করে যথাযথ প্রক্রিয়ায় এসব ইজারা সম্পন্ন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সিসিকের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরে সবচেয়ে বেশি আয় এসেছে দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে, যেখানে যানবাহন ও কাউন্টার থেকে টোল আদায়ের জন্য ১ কোটি ৪৩ লাখ ৫০ হাজার টাকায় ইজারা দেওয়া হয়েছে।

এছাড়াও উত্তর সুরমার কুমারগাঁও বাসটার্মিনাল ও সংশ্লিষ্ট পাবলিক টয়লেট ও দোকান কোঠা থেকে ১৬ লাখ ৮০ হাজার টাকা, কালীঘাট যাত্রী ছাউনি সংলগ্ন পাবলিক টয়লেট থেকে ১ লাখ ২৩ হাজার ৫০০ টাকা, কদমতলী মুক্তিযোদ্ধা চত্বর সংলগ্ন টয়লেট থেকে ৬ লাখ ২২ হাজার টাকা, চৌহাট্টা সিভিল সার্জন অফিস সংলগ্ন টয়লেট থেকে ১ লাখ ৭ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে।

একইসাথে কদমতলী বাসটার্মিনালের অভ্যন্তরের ৭টি পাবলিক টয়লেট এলাকা থেকে ১২ লাখ ২২ হাজার টাকা, সুরমা নদীপথে বহিরাগত জাহাজ ও বলগেট/নৌকা দ্বারা পণ্য পরিবহনে টোল থেকে ৬ লাখ ৫০ হাজার টাকা এবং উপশহরস্থ রোজভিউ হোটেল সংলগ্ন হলদি ছড়া ওয়াকওয়ে ইজারা দিয়ে ৫৯ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরে এই একই স্থাপনাগুলোর ইজারা বাবদ রাজস্ব আদায় হয়েছিল ১ কোটি ১৮ লাখ ২৯ হাজার ১০০ টাকা। যা চলতি অর্থবছরের তুলনায় ৬৭ লাখের চেয়েও কম।

সেসময় কদমতলী বাসটার্মিনাল থেকে পাওয়া গিয়েছিল ৯৭ লাখ ৫০ হাজার টাকা, কুমারগাঁও বাসটার্মিনাল ও সংশ্লিষ্ট স্থান থেকে ৭ লাখ ১১ হাজার টাকা, কালীঘাট টয়লেট থেকে ৮৬ হাজার টাকা, মুক্তিযোদ্ধা চত্বর টয়লেট থেকে ৩ লাখ ১৯ হাজার টাকা, চৌহাট্টা টয়লেট থেকে ৬২ হাজার ১০০ টাকা, কদমতলীর সাতটি টয়লেট এলাকা থেকে ৫ লাখ ২১ হাজার টাকা এবং নদীপথে পণ্য পরিবহনের টোল বাবদ আয় হয়েছিল ৩ লাখ ৮০ হাজার টাকা। ওই অর্থবছরে হলদি ছড়া ওয়াকওয়ে ইজারা দেওয়া হয়নি।

সিসিকের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, ২০২৫-২৬ অর্থবছরের জন্য দক্ষিণ সুরমা পারাইরচক কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল এবং ধোপাদিঘীর দক্ষিণপার ওসমানী শিশু উদ্যান সংলগ্ন পাবলিক টয়লেট ইজারা প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।