৭ এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) সিলেটে আন্ত ব্যাচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার বিকেলে ৭ এপিবিএন, সিলেট এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) এ আর এম আলিফ এর উদ্যোগে এপিবিএন লালাবাজার, সিলেটে আয়োজিত আন্ত ব্যাচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) এ আর এম আলিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরআরএফ,( রেন্জ রিজার্ভ ফোর্স) সিলেটের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) মোঃ হুমায়ুন কবির।
ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অত্র এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউএম) পলাশ রঞ্জন দে, সহকারী পুলিশ সুপার (এ্যাডজুটেন্ট) মোঃ আছাবুর রহমানসহ সকল পদমর্যাদার অফিসার ও ফোর্স।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আন্ত ব্যাচ খেলায় অংশগ্রহন করেন ২২ ব্যাচ পুলিশ সদস্য টিম বনাম ২৩ ব্যাচের পুলিশ সদস্য টিম। ২৩ ব্যাচের সদস্যরা ২২ ব্যাচ টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেন।
ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি চ্যাম্পিয়ন এবং রানার্স-আপ প্রত্যেক সদস্যের হাতে পুরস্কার তুলে দেন এবং আন্ত ব্যাচ খেলা অংশগ্রহণকারী প্রত্যেক সদস্যদেরকে ধন্যবাদ জানান।