৭ এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) সিলেটে অধিনায়ক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ৭ এপিবিএন, সিলেট এর অধিনায়ক কর্তৃক আয়োজিত অধিনায়ক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহন করেন নিলাদ্রী এফসি একাদশ বনাম সুরমা একাদশ। তীব্র প্রতিদ্বন্দিতামূলক ও জমজমাট পূর্ণ এ খেলা উপস্থিত দর্শক সানন্দে উপভোগ করেন।
নীলাদ্রী এফসি একাদশ (৩-২) গোলে সুরমা একাদশ কে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেন। খেলা শেষে অধিনায়ক এ আর এম আলিফ নিলাদ্রী এফসি একাদশের গোলরক্ষক অর্পণ চন্দ্র’কে ম্যান অফ দ্যা ম্যাচ সেরা পুরস্কার প্রদান করেন।
এ সময় উপস্হিতি ছিলেন, অত্র এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউএম) পলাশ রঞ্জন দে ও অতিরিক্ত পুলিশ সুপারের সহধর্মিনী, সহকারী পুলিশ সুপার (এ্যাডজুটেন্ট) মোঃ আছাবুর রহমানসহ অধিনায়কের আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং পুলিশ লাইনে উপস্থিত সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সগন। পরে অধিনায়ক ফাইনাল খেলায় অংশগ্রহণকারী চ্যাম্পিয়ন ও রানার আপ প্রত্যেক সদস্যদের’কে আন্তরিক অভিনন্দন জানান।