, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চট্টগ্রামে ছাত্রকে বলাৎকারের দায়ে মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড ডাক্তারী পেশা পৃথিবীর অন্যতম মহৎ ও মানবিক পেশা : ফখরুল ইসলাম মৌলভীবাজারে প্রেমিকার আপত্তিকর ছবি ফেসবুকে প্রকাশ করায় প্রেমিক গ্রেপ্তার রাষ্ট্র ও জনগণের যে কোন প্রয়োজনে পুলিশ পাশে থাকবে :  এসএমপি কমিশনার সিলেট-ঢাকা ৬ লাইন মহাসড়ক কাজের দ্রুত অগ্রগতির ব্যাপারে প্রশাসন অত্যন্ত আন্তরিক : ইউএনও ঊর্মি রায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস খাদে পড়ে আহত ৩০ ইলিয়াস আলীকে কারা গুম করেছিল, ‘বের করা হয়েছে’ : ট্রাইব্যুনালে প্রসিকিউটরের ঘোষণা সিলেটে ঘর থেকে তুলে নিয়ে প্রাণে মারার হুমকি দিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ আজ রোববার সিলেটে একঘন্টার জন্য বন্ধ থাকবে দোকানপাট, চলবে না যানবাহন উইমেন ফর উইমেন রাইটস’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সিলেটজুড়ে বন্যার শঙ্কা

সিলেট বিভাগের চারটি জেলায় (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ) আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বন্যার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। পাশাপাশি শতর্কতাও জারি করেছে।

বৃহস্পতিবার সংস্থাটির বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এসব জেলার নদ-নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং অনেক স্থানে তা বিপদসীমা অতিক্রম করতে পারে।

সংস্থাটি জানিয়েছে, পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এর ফলে এসব এলাকার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে সুরমা, কুশিয়ারা, ও পিয়াইন নদীর পানি উল্লেখযোগ্য হারে বাড়ছে, যা সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকা ইতিমধ্যেই প্লাবিত করতে শুরু করেছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, সম্ভাব্য বন্যা মোকাবিলায় জেলা প্রশাসনগুলো সতর্কতা জারি করেছে এবং জনগণকে নদী তীরবর্তী এলাকা থেকে সরে নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানিয়েছে। আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে এবং জরুরি ত্রাণ সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

পানি উন্নয়ন বোর্ড সকলকে নিয়মিত আবহাওয়া ও নদ-নদীর পানি পর্যবেক্ষণের তথ্য অনুসরণ করার আহ্বান জানিয়েছে এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে।

জনপ্রিয়

চট্টগ্রামে ছাত্রকে বলাৎকারের দায়ে মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সিলেটজুড়ে বন্যার শঙ্কা

প্রকাশের সময় : ০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

সিলেট বিভাগের চারটি জেলায় (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ) আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বন্যার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। পাশাপাশি শতর্কতাও জারি করেছে।

বৃহস্পতিবার সংস্থাটির বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এসব জেলার নদ-নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং অনেক স্থানে তা বিপদসীমা অতিক্রম করতে পারে।

সংস্থাটি জানিয়েছে, পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এর ফলে এসব এলাকার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে সুরমা, কুশিয়ারা, ও পিয়াইন নদীর পানি উল্লেখযোগ্য হারে বাড়ছে, যা সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকা ইতিমধ্যেই প্লাবিত করতে শুরু করেছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, সম্ভাব্য বন্যা মোকাবিলায় জেলা প্রশাসনগুলো সতর্কতা জারি করেছে এবং জনগণকে নদী তীরবর্তী এলাকা থেকে সরে নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানিয়েছে। আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে এবং জরুরি ত্রাণ সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

পানি উন্নয়ন বোর্ড সকলকে নিয়মিত আবহাওয়া ও নদ-নদীর পানি পর্যবেক্ষণের তথ্য অনুসরণ করার আহ্বান জানিয়েছে এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে।