সিলেট বিভাগের চারটি জেলায় (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ) আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বন্যার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। পাশাপাশি শতর্কতাও জারি করেছে।
বৃহস্পতিবার সংস্থাটির বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এসব জেলার নদ-নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং অনেক স্থানে তা বিপদসীমা অতিক্রম করতে পারে।
সংস্থাটি জানিয়েছে, পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এর ফলে এসব এলাকার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে সুরমা, কুশিয়ারা, ও পিয়াইন নদীর পানি উল্লেখযোগ্য হারে বাড়ছে, যা সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকা ইতিমধ্যেই প্লাবিত করতে শুরু করেছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, সম্ভাব্য বন্যা মোকাবিলায় জেলা প্রশাসনগুলো সতর্কতা জারি করেছে এবং জনগণকে নদী তীরবর্তী এলাকা থেকে সরে নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানিয়েছে। আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে এবং জরুরি ত্রাণ সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
পানি উন্নয়ন বোর্ড সকলকে নিয়মিত আবহাওয়া ও নদ-নদীর পানি পর্যবেক্ষণের তথ্য অনুসরণ করার আহ্বান জানিয়েছে এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে।