, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন ডাক্তার জহির সিলেট জেলা যুবদল নেতাকে দেখতে হাসপাতালে এম এ মালিক জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ফ্যাসিবাদ নির্মূল হবে না: সিলেটে খেলাফত মজলিসের গণমিছিল বিশ্বনাথে অনাকাঙ্ক্ষিত ঘটনায় নেতাকর্মীদের ধৈর্য্য ধরার আহ্বান লুনার রক্তের ঋণ পরিশোধের জন্য জাতি পরবর্তী সরকারের জন্য অপেক্ষা করবেনা : এডভোকেট জুবায়ের সিলেটে কিশোর গ্যাং লিডার বুলেট মামুন ২ সহযোগীসহ গ্রেফতার যুদ্ধবিরতি কার্যকর : থেমেছে ইসরাইলি হামলা, দলে দলে ঘরে ফিরছেন গাজার মানুষ ঢাকা-সিলেট মহাসড়কে ১৮-২০ ঘণ্টায় ঢাকায় পৌঁছাতে হয় : সংবাদ সম্মেলনে আরিফুল হক  জনগণের সেবা সহজীকরণের উদ্দেশ্যে ‘জিনিয়া অ্যাপ’ চালু করা হয়েছে : আব্দুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম ঘুষি মেরে বিমানের মনিটর ভাঙলেন লন্ডন থেকে সিলেট ফেরা যাত্রী

১০ দফা দাবিতে ২৫ মে পেট্রোল পাম্প ও ট্যাংকলরী মালিকদের কর্মবিরতির ঘোষণা

বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স অ্যাসোসিয়েশনের সমন্বয়ে গঠিত “বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরী মালিক ঐক্য পরিষদ” আগামী ২৫ মে দেশব্যাপী প্রতীকী কর্মবিরতির ঘোষণা দিয়েছে।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানান, দীর্ঘদিন ধরে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে ১০ দফা দাবি জানালেও সেগুলো বাস্তবায়নের কোনো অগ্রগতি নেই। ফলে বাধ্য হয়ে তারা কর্মসূচির পথে হাঁটছেন।

সংবাদ সম্মেলনে সংগঠনের যুগ্ম আহবায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, “বিপিসির প্রস্তাবিত ফর্মুলা অনুযায়ী কমিশন বাড়ানোর কথা থাকলেও বাস্তবে কমিশন কমে গেছে। অথচ বিদ্যুৎ বিল, কর্মচারীর বেতন, ভাড়াসহ অন্যান্য ব্যয় বহুগুণে বেড়ে গেছে।”

তিনি আরও বলেন, “পেট্রোল, অকটেন ও ডিজেলে বর্তমানে প্রাপ্ত কমিশন বিপিসির প্রস্তাবিত হারের চেয়েও কম। অথচ এখান থেকেই আমাদের সকল খরচ চালাতে হচ্ছে।”

সংগঠনের অভিযোগ, একদিকে কমিশন বাড়ছে না, অন্যদিকে সড়ক ও জনপথ অধিদপ্তর ইজারা মাশুল বাড়িয়েছে। পেট্রোল পাম্প পরিচালনার জন্য অতিরিক্ত লাইসেন্সের চাপ, প্রশাসনিক হয়রানি ও ট্যাংকলরীর চলাচলে নানা বিধিনিষেধ ব্যবসাকে কঠিন করে তুলেছে।

গত ২৭ ফেব্রুয়ারি বিপিসি চেয়ারম্যানের আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হলেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি না হওয়ায় নতুন কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আগামী ২৫ মে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত জ্বালানি উত্তোলন, পরিবহন ও বিপণন কার্যক্রম বন্ধ থাকবে বলে ঘোষণা দেওয়া হয়, তবে হজযাত্রী ও আন্তর্জাতিক ফ্লাইটে ব্যবহৃত জ্বালানি এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল, মিজানুর রহমান রতন ও জুবায়ের আহমেদ চৌধুরী।

জনপ্রিয়

বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন ডাক্তার জহির

১০ দফা দাবিতে ২৫ মে পেট্রোল পাম্প ও ট্যাংকলরী মালিকদের কর্মবিরতির ঘোষণা

প্রকাশের সময় : ০১:১৭ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স অ্যাসোসিয়েশনের সমন্বয়ে গঠিত “বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরী মালিক ঐক্য পরিষদ” আগামী ২৫ মে দেশব্যাপী প্রতীকী কর্মবিরতির ঘোষণা দিয়েছে।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানান, দীর্ঘদিন ধরে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে ১০ দফা দাবি জানালেও সেগুলো বাস্তবায়নের কোনো অগ্রগতি নেই। ফলে বাধ্য হয়ে তারা কর্মসূচির পথে হাঁটছেন।

সংবাদ সম্মেলনে সংগঠনের যুগ্ম আহবায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, “বিপিসির প্রস্তাবিত ফর্মুলা অনুযায়ী কমিশন বাড়ানোর কথা থাকলেও বাস্তবে কমিশন কমে গেছে। অথচ বিদ্যুৎ বিল, কর্মচারীর বেতন, ভাড়াসহ অন্যান্য ব্যয় বহুগুণে বেড়ে গেছে।”

তিনি আরও বলেন, “পেট্রোল, অকটেন ও ডিজেলে বর্তমানে প্রাপ্ত কমিশন বিপিসির প্রস্তাবিত হারের চেয়েও কম। অথচ এখান থেকেই আমাদের সকল খরচ চালাতে হচ্ছে।”

সংগঠনের অভিযোগ, একদিকে কমিশন বাড়ছে না, অন্যদিকে সড়ক ও জনপথ অধিদপ্তর ইজারা মাশুল বাড়িয়েছে। পেট্রোল পাম্প পরিচালনার জন্য অতিরিক্ত লাইসেন্সের চাপ, প্রশাসনিক হয়রানি ও ট্যাংকলরীর চলাচলে নানা বিধিনিষেধ ব্যবসাকে কঠিন করে তুলেছে।

গত ২৭ ফেব্রুয়ারি বিপিসি চেয়ারম্যানের আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হলেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি না হওয়ায় নতুন কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আগামী ২৫ মে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত জ্বালানি উত্তোলন, পরিবহন ও বিপণন কার্যক্রম বন্ধ থাকবে বলে ঘোষণা দেওয়া হয়, তবে হজযাত্রী ও আন্তর্জাতিক ফ্লাইটে ব্যবহৃত জ্বালানি এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল, মিজানুর রহমান রতন ও জুবায়ের আহমেদ চৌধুরী।