, বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ১৪ বিশ্বনাথে নাগরিক সমাবেশ শুক্রবার, প্রধান অতিথি হুমায়ুন কবির নিয়োগে অনিয়ম সিকৃবির কর্মচারী অর্পনা কুমারী চাকরিচ্যুত সিলেটে অন্তঃস্বত্ত্বা প্রেমিকা, প্রেমিককে ধরতে পুলিশের শরণাপন্ন জুলাই গণভ্যূত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের গণমিছিল সিলেটে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগে বিক্ষোভ, আটক ৩ হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে বিশ্বনাথে বিএনপির বিজয় মিছিল ৩৬ জুলাইয়ে সিলেটে শহীদদের স্মরণে ৩৬টি বৃক্ষরোপণ ভারী বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, সিলেট-সুনামগঞ্জে বন্যার শঙ্কা বিমানবন্দরে সংবর্ধিত ফ্যাসিবাদবিরোধী সাংবাদিক এমদাদ চৌধুরী দীপু
বিজ্ঞাপন :
সকল জেলায় সাংবাদিক নিয়োগ চলছে

হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

‘পর্যাপ্ত মান নেই’- এমন অভিযোগ তুলে হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধ করার চক্রান্তের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক এক ঘন্টা অবরোধ করা হয়।

রোববার (১৬ মার্চ) দুপুর পৌনে ১২টা থেকে পরবর্তী এক ঘন্টা শায়েস্তাগঞ্জের নতুন ব্রীজ গোল চত্ত্বর এলাকায় মহাসড়ক অবরোধ করা হয়। সম্মিলিত নাগরিক সমাজ, হবিগঞ্জ- এর ব্যানারে ‘হবিগঞ্জবাসী জাগ্রত হোন, মেডিকেল কলেজ রক্ষা করুণ’ স্লোগান নিয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে কয়েক হাজার মানুষ অংশ নিয়েছেন।

এর আগে সকাল সাড়ে ১০টা থেকে মেডিকেল কলেজের শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা গোল চত্ত্বরে এসে জড়ো হতে থাকেন। পরে পৌনে ১২টায় মহাসড়ক অবরোধ করা হয়। লোকজন জড়ো হয়ে মহাসড়কে বিক্ষোভ করলে ঢাকা ও সিলেটের উভয় দিক থেকে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং কয়েক কিলোমিটার যানজটে যাত্রী ও পণ্যবাহী হাজারো গাড়ি আটকা পড়ে।

পরে হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. ফরিদুর রহমান হবিগঞ্জ মেডিকেল কলেজ রক্ষায় আন্তরিকভাবে কাজ করবেন জানিয়ে আন্দোলনকারীদের সাথে যোগাযোগ করলে বেলা পৌনে ১টায় অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

সম্মিলিত নাগরিক সমাজের সাথে একাত্মতা পোষণ করে বিএনপি, জামায়াতে ইসলামী, ছাত্রদল ও ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনে যোগ দিয়েছেন। এ সময় বক্তব্য দিয়েছে- নাগরিক সমাজ হবিগঞ্জের আহ্বায়ক অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ, সদস্য সচিব মোঃ সামছুল হুদা, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুখলিছুর রহমান, শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ ফরিদ আহমেদ অলি, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শোয়েব চৌধুরী প্রমুখ।

জনপ্রিয়

সিলেটে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ১৪

হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

প্রকাশের সময় : ১১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

‘পর্যাপ্ত মান নেই’- এমন অভিযোগ তুলে হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধ করার চক্রান্তের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক এক ঘন্টা অবরোধ করা হয়।

রোববার (১৬ মার্চ) দুপুর পৌনে ১২টা থেকে পরবর্তী এক ঘন্টা শায়েস্তাগঞ্জের নতুন ব্রীজ গোল চত্ত্বর এলাকায় মহাসড়ক অবরোধ করা হয়। সম্মিলিত নাগরিক সমাজ, হবিগঞ্জ- এর ব্যানারে ‘হবিগঞ্জবাসী জাগ্রত হোন, মেডিকেল কলেজ রক্ষা করুণ’ স্লোগান নিয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে কয়েক হাজার মানুষ অংশ নিয়েছেন।

এর আগে সকাল সাড়ে ১০টা থেকে মেডিকেল কলেজের শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা গোল চত্ত্বরে এসে জড়ো হতে থাকেন। পরে পৌনে ১২টায় মহাসড়ক অবরোধ করা হয়। লোকজন জড়ো হয়ে মহাসড়কে বিক্ষোভ করলে ঢাকা ও সিলেটের উভয় দিক থেকে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং কয়েক কিলোমিটার যানজটে যাত্রী ও পণ্যবাহী হাজারো গাড়ি আটকা পড়ে।

পরে হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. ফরিদুর রহমান হবিগঞ্জ মেডিকেল কলেজ রক্ষায় আন্তরিকভাবে কাজ করবেন জানিয়ে আন্দোলনকারীদের সাথে যোগাযোগ করলে বেলা পৌনে ১টায় অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

সম্মিলিত নাগরিক সমাজের সাথে একাত্মতা পোষণ করে বিএনপি, জামায়াতে ইসলামী, ছাত্রদল ও ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনে যোগ দিয়েছেন। এ সময় বক্তব্য দিয়েছে- নাগরিক সমাজ হবিগঞ্জের আহ্বায়ক অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ, সদস্য সচিব মোঃ সামছুল হুদা, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুখলিছুর রহমান, শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ ফরিদ আহমেদ অলি, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শোয়েব চৌধুরী প্রমুখ।