, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে ঘর থেকে তুলে নিয়ে প্রাণে মারার হুমকি দিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ আজ রোববার সিলেটে একঘন্টার জন্য বন্ধ থাকবে দোকানপাট, চলবে না যানবাহন উইমেন ফর উইমেন রাইটস’র মতবিনিময় সভা অনুষ্ঠিত বিএনপি ক্ষমতায় গেলে কর্মহীন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এডভোকেট জেবুন নাহার সেলিম সিলেটে সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রির দাবিতে সভা অনুষ্ঠিত আট দফা দাবিতে ১ নভেম্বর থেকে সিলেটে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ সিলেটে অধ্যাপক ফজলুর রহমানের ‘ধর্মনিরপেক্ষ মুসলমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন সিলেটে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বিশেষ কল্যাণ সভায় হাইওয়ে পুলিশের সেবার মানোন্নয়ন প্রত্যয়ে অঙ্গীকার

হবিগঞ্জে পরকীয়ার জেরে হত্যা, ৪ আসামির মৃত্যুদণ্ড

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দিনমজুর ছাবু মিয়াকে খুনের ঘটনায় চার আসামিকে ফাঁসি ও ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৯ এপ্রিল) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এ কে এম কামাল উদ্দিন এই দণ্ডাদেশ দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- মাধবপুর উপজেলার বার চান্দুরা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এমরান মিয়া, মারাজ মিয়ার ছেলে সোলেমান, মৃত হরমুজ আলীর ছেলে জাহেদ মিয়া এবং মুরাদপুর গ্রামের মৌলা মিয়া ছেলে আবুল। তারা সকলেই আদালতে উপস্থিত ছিলেন। সাজা দেওয়ার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামি মারাজ মিয়ার মৃত্যু হওয়ায় অব্যাহতি পেয়েছেন।

আদালত সূত্র জানায়, মাধবপুরের বার চান্দুরা গ্রামের লাল মিয়ার ছেলে দিনমজুর ছাবু মিয়াকে ২০০৯ সালের ১৩ এপ্রিল পরকীয়ার জের ধরে আসামিরা খুন করেন। হত্যার পর গ্রামের একটি জঙ্গলে লাশ ফেলে রাখেন তারা। পরদিন নিহতের স্বজনরা লাশ খুজে পায়। এ ব্যাপারে ছাবু মিয়ার ভাই হাফিজ মিয়া ৩ জনকে আসামি করে একটি এজাহার দায়ের করেন। মাধবপুর থানার এসআই আলমগীর তদন্ত শেষে ওই বছরের ২১ মে ৫ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন। ১৩ জনের সাক্ষী শেষে বিজ্ঞ বিচারক বুধবার রায় প্রদান করেন।

রায় প্রদানকালে মামলার বাদী হাফিজ মিয়াসহ তার স্বজনরা উপস্থিত ছিলেন। হাফিজ মিয়া বলেন, ১৬ বছর অতি কষ্টে মামলা পরিচালনা করেছি। ছাবু মিয়া সহজ সরল ছিল। আদালতের রায়ে আমি সন্তুষ্ট।

অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সামছু মিয়া চৌধুরী বলেন, এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। এর মাধ্যমে সমাজে অপরাধীরা এ ধরনের অপরাধ করতে সাবধান হবেন। দ্রুত রায় বাস্তবায়নের দাবি জানাচ্ছি।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফারুক মহালদার উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।

জনপ্রিয়

হবিগঞ্জে পরকীয়ার জেরে হত্যা, ৪ আসামির মৃত্যুদণ্ড

প্রকাশের সময় : ০১:২১ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দিনমজুর ছাবু মিয়াকে খুনের ঘটনায় চার আসামিকে ফাঁসি ও ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৯ এপ্রিল) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এ কে এম কামাল উদ্দিন এই দণ্ডাদেশ দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- মাধবপুর উপজেলার বার চান্দুরা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এমরান মিয়া, মারাজ মিয়ার ছেলে সোলেমান, মৃত হরমুজ আলীর ছেলে জাহেদ মিয়া এবং মুরাদপুর গ্রামের মৌলা মিয়া ছেলে আবুল। তারা সকলেই আদালতে উপস্থিত ছিলেন। সাজা দেওয়ার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামি মারাজ মিয়ার মৃত্যু হওয়ায় অব্যাহতি পেয়েছেন।

আদালত সূত্র জানায়, মাধবপুরের বার চান্দুরা গ্রামের লাল মিয়ার ছেলে দিনমজুর ছাবু মিয়াকে ২০০৯ সালের ১৩ এপ্রিল পরকীয়ার জের ধরে আসামিরা খুন করেন। হত্যার পর গ্রামের একটি জঙ্গলে লাশ ফেলে রাখেন তারা। পরদিন নিহতের স্বজনরা লাশ খুজে পায়। এ ব্যাপারে ছাবু মিয়ার ভাই হাফিজ মিয়া ৩ জনকে আসামি করে একটি এজাহার দায়ের করেন। মাধবপুর থানার এসআই আলমগীর তদন্ত শেষে ওই বছরের ২১ মে ৫ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন। ১৩ জনের সাক্ষী শেষে বিজ্ঞ বিচারক বুধবার রায় প্রদান করেন।

রায় প্রদানকালে মামলার বাদী হাফিজ মিয়াসহ তার স্বজনরা উপস্থিত ছিলেন। হাফিজ মিয়া বলেন, ১৬ বছর অতি কষ্টে মামলা পরিচালনা করেছি। ছাবু মিয়া সহজ সরল ছিল। আদালতের রায়ে আমি সন্তুষ্ট।

অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সামছু মিয়া চৌধুরী বলেন, এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। এর মাধ্যমে সমাজে অপরাধীরা এ ধরনের অপরাধ করতে সাবধান হবেন। দ্রুত রায় বাস্তবায়নের দাবি জানাচ্ছি।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফারুক মহালদার উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।