, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ডাক্তারী পেশা পৃথিবীর অন্যতম মহৎ ও মানবিক পেশা : ফখরুল ইসলাম মৌলভীবাজারে প্রেমিকার আপত্তিকর ছবি ফেসবুকে প্রকাশ করায় প্রেমিক গ্রেপ্তার রাষ্ট্র ও জনগণের যে কোন প্রয়োজনে পুলিশ পাশে থাকবে :  এসএমপি কমিশনার সিলেট-ঢাকা ৬ লাইন মহাসড়ক কাজের দ্রুত অগ্রগতির ব্যাপারে প্রশাসন অত্যন্ত আন্তরিক : ইউএনও ঊর্মি রায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস খাদে পড়ে আহত ৩০ ইলিয়াস আলীকে কারা গুম করেছিল, ‘বের করা হয়েছে’ : ট্রাইব্যুনালে প্রসিকিউটরের ঘোষণা সিলেটে ঘর থেকে তুলে নিয়ে প্রাণে মারার হুমকি দিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ আজ রোববার সিলেটে একঘন্টার জন্য বন্ধ থাকবে দোকানপাট, চলবে না যানবাহন উইমেন ফর উইমেন রাইটস’র মতবিনিময় সভা অনুষ্ঠিত বিএনপি ক্ষমতায় গেলে কর্মহীন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এডভোকেট জেবুন নাহার সেলিম
থানায় আত্মসমর্পণ

স্ত্রীর সামনে মারধরের শিকার হওয়ায় মৌলভীবাজারে প্রতিবেশীকে খুন করলেন যুবক

মৌলভীবাজারের কুলাউড়ায় স্ত্রীর সামনে মারধরের শিকার হওয়ায় প্রতিশোধ নিতে ব্যাটারিচালিত অটোরিকশার চালক শাহীন আহমদকে (২৬) হত্যা করেন বলে স্বীকার করেছেন আসামি আবদুল হান্নান (৩৫)। মঙ্গলবার (১০ জুন) বিকেলে বড়লেখা থানায় গিয়ে আত্মসমর্পণের পর পুলিশকে এ তথ্য জানান তিনি। ওই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার (১১জুন) তাঁকে আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তার আবদুল হান্নান বড়লেখা উপজেলার গঙ্গারজল এলাকার বাসিন্দা। তবে তিনি দীর্ঘদিন ধরে কুলাউড়া পৌর শহরের দক্ষিণ জয়পাশা এলাকায় বাসা ভাড়া করে থাকতেন। তিনি সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। হত্যাকাণ্ডের শিকার শাহীন আহমদও একই এলাকার বাসিন্দা ও হান্নানের প্রতিবেশী ছিলেন। ৩০ মে কুলাউড়া শহরের দক্ষিণ বাজার এলাকায় খুন হন তিনি।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, ঘটনার পর থেকে হান্নান বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন। মঙ্গলবার বিকেলের দিকে বড়লেখা থানায় আত্মসমর্পণ করেন তিনি। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

হান্নানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে এসআই এনামুল জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়াঝাঁটি করতেন হান্নান। বিভিন্ন সময় তাঁকে এ কাজে বাধা দিতেন প্রতিবেশী শাহীন। ২৯ মে আবার ঝগড়াঝাঁটি করতে দেখে শাহীন ক্ষিপ্ত হয়ে স্ত্রীর সামনেই হান্নানকে মারধর করেন। এ কারণে প্রতিশোধ নিতে পরদিন (৩০ মে) শাহীনকে ছুরিকাঘাত করেন হান্নান। তাঁকে মৌলভীবাজারের আদালতে পাঠানো হবে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ৩০ মে কুলাউড়া শহরের দক্ষিণ বাজার এলাকায় কাঁচাবাজারে কেনাকাটা করতে যান শাহীন। এ সময় হঠাৎ হান্নান সেখানে গিয়ে শাহিনের তলপেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নেয় এবং সিসিটিভি ফুটেজ দেখে হান্নানকে শনাক্ত করে। নিহত ব্যক্তির পরিবারের করা মামলায় হান্নানকে আসামি করা হয়েছে।

জনপ্রিয়

ডাক্তারী পেশা পৃথিবীর অন্যতম মহৎ ও মানবিক পেশা : ফখরুল ইসলাম

থানায় আত্মসমর্পণ

স্ত্রীর সামনে মারধরের শিকার হওয়ায় মৌলভীবাজারে প্রতিবেশীকে খুন করলেন যুবক

প্রকাশের সময় : ০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

মৌলভীবাজারের কুলাউড়ায় স্ত্রীর সামনে মারধরের শিকার হওয়ায় প্রতিশোধ নিতে ব্যাটারিচালিত অটোরিকশার চালক শাহীন আহমদকে (২৬) হত্যা করেন বলে স্বীকার করেছেন আসামি আবদুল হান্নান (৩৫)। মঙ্গলবার (১০ জুন) বিকেলে বড়লেখা থানায় গিয়ে আত্মসমর্পণের পর পুলিশকে এ তথ্য জানান তিনি। ওই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার (১১জুন) তাঁকে আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তার আবদুল হান্নান বড়লেখা উপজেলার গঙ্গারজল এলাকার বাসিন্দা। তবে তিনি দীর্ঘদিন ধরে কুলাউড়া পৌর শহরের দক্ষিণ জয়পাশা এলাকায় বাসা ভাড়া করে থাকতেন। তিনি সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। হত্যাকাণ্ডের শিকার শাহীন আহমদও একই এলাকার বাসিন্দা ও হান্নানের প্রতিবেশী ছিলেন। ৩০ মে কুলাউড়া শহরের দক্ষিণ বাজার এলাকায় খুন হন তিনি।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, ঘটনার পর থেকে হান্নান বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন। মঙ্গলবার বিকেলের দিকে বড়লেখা থানায় আত্মসমর্পণ করেন তিনি। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

হান্নানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে এসআই এনামুল জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়াঝাঁটি করতেন হান্নান। বিভিন্ন সময় তাঁকে এ কাজে বাধা দিতেন প্রতিবেশী শাহীন। ২৯ মে আবার ঝগড়াঝাঁটি করতে দেখে শাহীন ক্ষিপ্ত হয়ে স্ত্রীর সামনেই হান্নানকে মারধর করেন। এ কারণে প্রতিশোধ নিতে পরদিন (৩০ মে) শাহীনকে ছুরিকাঘাত করেন হান্নান। তাঁকে মৌলভীবাজারের আদালতে পাঠানো হবে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ৩০ মে কুলাউড়া শহরের দক্ষিণ বাজার এলাকায় কাঁচাবাজারে কেনাকাটা করতে যান শাহীন। এ সময় হঠাৎ হান্নান সেখানে গিয়ে শাহিনের তলপেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নেয় এবং সিসিটিভি ফুটেজ দেখে হান্নানকে শনাক্ত করে। নিহত ব্যক্তির পরিবারের করা মামলায় হান্নানকে আসামি করা হয়েছে।