স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বিজ্ঞানের প্রয়োজনীয়তা, উদ্ভাবনী গবেষণার গুরুত্ব এবং আধুনিক সমাজে প্রযুক্তির ভূমিকা তুলে বলেন, লক্ষ্য ও সফলতা অর্জনের মধ্যে সেতুবন্ধনের কাজ করে সার্বিক শৃঙ্খলা। পাশাপাশি বিভিন্ন অলিম্পিয়াড আয়োজনের কার্যকারিতা ও শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কম্পিউটার প্রোগ্রামিংয়ের বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা তুলে ধরে তিনি আরো বলেন, “চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রোগ্রামিং দক্ষতা শুধু কর্মসংস্থানের সুযোগই সৃষ্টি করবে না, বরং দেশের প্রযুক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে সহায়তা করবে। বিজ্ঞান মানুষের জীবনযাত্রাকে সহজ ও সমৃদ্ধ করার সর্বশ্রেষ্ঠ হাতিয়ার। বিজ্ঞানভিত্তিক শিক্ষা শুধু নতুন জ্ঞান অর্জনের পথই খুলে দেয় না, বরং সমস্যার সমাধানও মানবকল্যাণের নতুন দিগন্ত উন্মোচন করে। আর বিভিন্ন অলিম্পিয়াড শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব, সৃজনশীলতা ও গবেষণার মানসিকতা গড়ে তোলে। এখান থেকেই জন্ম নেয় ভবিষ্যতের বিজ্ঞানী, গবেষক ও উদ্ভাবকরা।
তিনি বলেন, বর্তমান বিশ্ব তথ্যপ্রযুক্তি নির্ভর। কম্পিউটার প্রোগ্রামিং আজকের দিনে শুধু একটি দক্ষতা নয়, বরং আগামী দিনের ভাষা। যারা প্রোগ্রামিং জানবে, তারা কেবল কর্মক্ষেত্রে নয়, উদ্ভাবনের মঞ্চেও নেতৃত্ব দেবে। আগামী দিনের কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, মহাকাশ গবেষণা—সবকিছুর কেন্দ্রে থাকবে এই প্রোগ্রামিং দক্ষতা। তাই প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুত নিতে হবে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে স্কলার্সহোম মেজরটিলা কলেজের অডিটোরিয়ামে বিজ্ঞানমেলা ও ফিজিক্স অলিম্পিয়াড, ম্যাথ অলিম্পিয়াড, কেমিস্ট্রি অলিম্পিয়াড, বায়োলজি অলিম্পিয়াড এবং কম্পিউটার প্রোগ্রামিং কম্পিটিশন ২০২৫ এ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে প্রতিটি প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপ ও ক্যাটাগরিতে চার শতাধিক প্রতিযোগী অংশ নেয়। বিজয়ীদের ট্রফি, মেডেল, প্রাইজমানি ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়া সকল অংশগ্রহণকারীকে অধ্যক্ষ মহোদয়ের স্বাক্ষরযুক্ত ‘পার্টিসিপ্যান্ট অব এপ্রিশিয়েশন’ সার্টিফিকেট দেওয়া হয়। বিজ্ঞানমেলায় জুনিয়র, ইন্টারমিডিয়েট ও সিনিয়র গ্রুপে মোট ৩৮টি প্রজেক্ট উপস্থাপন করা হয়।
জুনিয়র গ্রুপে কার্বন পিউরিফিকেশন ১ম স্থান, অবস্ট্যাকল এভয়ডিং রোবট ২য় স্থান এবং আরদুইনো-বেইজড স্মার্ট হোম অটোমেশন ৩য় স্থান অর্জন করেন। ইন্টারমিডিয়েট গ্রুপে স্মার্ট পার্কিং সিস্টেম ১ম স্থান, সিইও-সিটি এবং মেন্টাল হেলথ মুড ডিটেকশন ২য় স্থান এবং এডভান্সড থট ফর স্টে সেইফ ৩য় স্থান অর্জন করেন। সিনিয়র ক্যাটাগরিতে জেনারেটিং ইলেক্ট্রিসিটি ফ্রম হিট এন্ড ওয়েস্ট ১ম স্থান, স্মার্ট ইরিগেশন ২য় স্থান এবং স্মার্ট এন্ড সাস্ট্যানেবল টেকনোলজি ৩য় স্থান অর্জন করেন। কম্পিউটার প্রোগ্রামিং কম্পিটিশন ২০২৫ এ মাইন্ড এনিয়া ১ম স্থান, এআই মডেল ২য় স্থান এবং ফান এন্ড লার্ন ৩য় স্থান অর্জন করেন। এছাড়া ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ও ম্যাথ অলিম্পিয়াডে বিপুল অংশগ্রহণের মধ্য থেকে প্রতিটি শাখায় তিনজন করে বিজয়ী নির্বাচিত হন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জীববিজ্ঞান বিভাগের প্রভাষক নিজাম উদ্দীন এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হাসান শাহরিয়ার মজুমদারের নেতৃতবে গঠিত আয়োজন কমিটির সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় পুরো অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ ইনচার্জ প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন এবং আইসিটি বিভাগের প্রধান প্রভাষক জনাব শেখ মো. আবু সাইম। উপস্থিত ছিলেন স্কলার্সহোম মেজরটিলা কলেজের শিক্ষক-শিক্ষিকা, বিএনসিসি ও স্কাউটস সদস এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।