সিলেটের সড়কগুলোতে ঝরছে একের পর এক প্রাণ। গত সেপ্টেম্বর মাসে সড়কে ৩২টি সড়ক দুর্ঘটনায় ৩৫ জনের মৃত্যু ও ৩০ জন আহত হয়েছেন।
রোববার (৫ অক্টোবর) নিরাপদ সড়ক চাই (নিসচা) নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব জহিরুল ইসলাম মিশুর গণমাধ্যমে পাঠানো বিবৃতি থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরে সিলেটের সড়কে দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি ঘটেছে গেল সেপ্টেম্বর মাসে। গত মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৩৫ জনের প্রাণহানি ঘটেছে। এটি চলতি বছরের এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে সিলেটের সড়কে সর্বোচ্চ ৩৬ জনের প্রাণহানি ঘটেছিল।
নিহতের মধ্যে ১২ মোটরসাইকেলের চালক ও আরোহী রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট ও হবিগঞ্জ জেলায়। কম সংগঠিত হয়েছে মৌলভীবাজার জেলায়।
সিলেটে ১ মাসে সড়কে প্রাণ গেছে ৩৫ জনের
বালুর ট্রাক ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, আহত ৫
সেপ্টেম্বরে সিলেট জেলায় ১২টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ২ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৮টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।