, রবিবার, ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাস চালক গ্রেপ্তারের প্রতিবাদে সিলেটের ৩ জেলায় বাস চলাচল বন্ধ জুলাই বৈষম্যহীন দেশ গড়ার চেতনা : খান মো. রেজা-উন-নবী ‘সিলেট নগরীকে পর্যায়ক্রমে ভিক্ষুক মুক্ত করা হবে’ সিলেটে পুলিশের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আফজল মিয়ার ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক সিলেট-চারখাই-শেওলা চারলেন প্রকল্প বাতিলের ষড়যন্ত্র মেনে নেয়া হবেনা : ড. মো: এনামুল হক চৌধুরী বিশ্বনাথে এসএসসি ও দাখিল কৃতি শিক্ষার্থীকে ছাত্র মজলিসের সংবর্ধনা তারেক রহমানকে নিয়ে নাদেলের কটুক্তির প্রতিবাদে সিলেট জুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় গোলাপগঞ্জে মাদকসহ একই পরিবারের ৪ জনসহ ৬ জনকে গ্রেপ্তার জকিগঞ্জে ধানক্ষেত থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
বিজ্ঞাপন :
সকল জেলায় সাংবাদিক নিয়োগ চলছে

সুষ্ঠু নির্বাচনের শর্ত হচ্ছে ১৪০০ শহীদের বিচার করতে হবে : ব্যারিস্টার ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, “নির্বাচনটা ইটসেলফ একটা সংস্কার, সংস্কারটা মানেই হলো নির্বাচন, বিচারটা ইটসেলফ একটা সংস্কার, আবার বিচার হলেই সুষ্ঠু নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচনের শর্ত হচ্ছে ১৪০০ শহীদের বিচার করতে হবে। তাহলে এর প্রত্যেকটা হচ্ছে ইন্টার-টু-ইন্টারনো কানেক্টেড।”

বৃহস্পতিবার (০৩ এপ্রিল) দুপুরে বরিশাল প্রেসক্লাবে ঈদ উপলক্ষে এবি পার্টির উদ্যোগে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এবি পার্টির জেলা ও মহানগর কমিটির উদ্যোগে এ সভা হয়।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, “সংস্কার, বিচার, নির্বাচন—এর কোনটাকে আমি একটার সাথে আরেকটা সাংঘর্ষিক মনে করি না। এর পুরোটা মিলেই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এর পুরোটা মিলেই হচ্ছে আমার ৭১-এর মুক্তির লড়াই। এর পুরোটা মিলেই হচ্ছে আমার ২৪-এর গণঅভ্যুত্থান। কিন্তু এই প্রত্যেকটা কাজ করতে হবে ঐক্যমতের উপর ভিত্তি করে। একটা সত্য জিনিস, একটা হক জিনিসও চাপিয়ে দিলে জাতি মেনে নেয় না।”

তিনি বলেন, “কারেক্টলি এজন্যই হচ্ছে প্রফেসর ইউনূস আমাদের পরামর্শের উপর ভিত্তি করে একটা কনসেন্সেস কমিশন করেছেন, ঐক্যমতের কমিশন করেছেন, যারা রাজনৈতিক দলগুলোর সাথে বসছে, কথা বলছে, পরামর্শ নিচ্ছে এবং একটা ঐক্যমতের উপর ভিত্তি করে সংস্কার আমরাও দাবি করছি। সংস্কার, বিচার এবং নির্বাচনের একটা সম্মিলিত রোডম্যাপ আপনি ঘোষণা করেন, যেই রোডম্যাপটা নিয়ে আমরা সবাই মিলে কিভাবে সাহায্য করা যায়, একসাথে কাজ করা যায় এবং দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়।”

তিনি আরও বলেন, “ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ঐক্যমতের কমিশনের পক্ষ থেকে আমাদের রাজনৈতিক দলগুলোকে চিঠি দেওয়া হয়েছে, স্প্রেডশিট দেওয়া হয়েছে—১৬৬টা প্রশ্ন দিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত চাওয়া হয়েছে বিভিন্ন সংস্কারের ব্যাপারে এবং সেটার বাস্তবায়নের প্রক্রিয়া কী হবে। ইতিমধ্যে পার্টির পক্ষ থেকে আমরা এটা জমা দিয়েছি। আমাদের সাথে ঐক্যমত কমিশনের ইতিমধ্যে মিটিং হয়েছে, ৭ তারিখে একটা ফরমাল মিটিং আছে এই প্রস্তাবনার উপর ভিত্তি করে আমাদের দলের সাথে।”

তিনি বলেন, “সেখানে আমরা আমাদের অবস্থান তুলে ধরবো যে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে একটা সম্মিলিত রোডম্যাপ চাই—সংস্কার, বিচার এবং নির্বাচনের ব্যাপারটাতে যেটা ঐক্যমতের ভিত্তিতে যেন একমত হওয়া যায়। তাই আমার পজিশনটা হচ্ছে এটাকে একটার সাথে আমি আরেকটা আলাদা করে দেখি না। নির্বাচনটা ইটসেলফ একটা সংস্কার, সংস্কারটা মানেই হলো নির্বাচন, বিচারটা ইটসেলফ একটা সংস্কার, আবার বিচার হলেই সুষ্ঠু নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচনের শর্ত হচ্ছে ১৪০০ শহীদের বিচার করতে হবে। তাহলে এর প্রত্যেকটা হচ্ছে ইন্টার-টু-ইন্টারনো কানেক্টেড।”

তিনি বলেন, “তো এই প্রত্যেকটা জিনিসের কোনটাকে ছোট করা, হেয় করা, অমুক বলছে বলে দাম বেশি, অমুক বলেছে বলে তাকে হেয় করতে হবে—আমরা এভাবে বিষয়টাকে দেখি না। আমরা দেখি এর প্রত্যেকটাই বাংলাদেশকে ধারণ করে। এই প্রত্যেকটা দাবির ভিতরে আমি লাল-সবুজের পতাকাকে দেখি এবং যা কিছুর ভিতরে আমি লাল-সবুজের পতাকাকে দেখি, ওটাই আমার। আমি ওটাকে ওন করি। এর পুরোটাই বাংলাদেশ এবং সেভাবেই আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ।”

জনপ্রিয়

বাস চালক গ্রেপ্তারের প্রতিবাদে সিলেটের ৩ জেলায় বাস চলাচল বন্ধ

সুষ্ঠু নির্বাচনের শর্ত হচ্ছে ১৪০০ শহীদের বিচার করতে হবে : ব্যারিস্টার ফুয়াদ

প্রকাশের সময় : ০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, “নির্বাচনটা ইটসেলফ একটা সংস্কার, সংস্কারটা মানেই হলো নির্বাচন, বিচারটা ইটসেলফ একটা সংস্কার, আবার বিচার হলেই সুষ্ঠু নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচনের শর্ত হচ্ছে ১৪০০ শহীদের বিচার করতে হবে। তাহলে এর প্রত্যেকটা হচ্ছে ইন্টার-টু-ইন্টারনো কানেক্টেড।”

বৃহস্পতিবার (০৩ এপ্রিল) দুপুরে বরিশাল প্রেসক্লাবে ঈদ উপলক্ষে এবি পার্টির উদ্যোগে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এবি পার্টির জেলা ও মহানগর কমিটির উদ্যোগে এ সভা হয়।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, “সংস্কার, বিচার, নির্বাচন—এর কোনটাকে আমি একটার সাথে আরেকটা সাংঘর্ষিক মনে করি না। এর পুরোটা মিলেই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এর পুরোটা মিলেই হচ্ছে আমার ৭১-এর মুক্তির লড়াই। এর পুরোটা মিলেই হচ্ছে আমার ২৪-এর গণঅভ্যুত্থান। কিন্তু এই প্রত্যেকটা কাজ করতে হবে ঐক্যমতের উপর ভিত্তি করে। একটা সত্য জিনিস, একটা হক জিনিসও চাপিয়ে দিলে জাতি মেনে নেয় না।”

তিনি বলেন, “কারেক্টলি এজন্যই হচ্ছে প্রফেসর ইউনূস আমাদের পরামর্শের উপর ভিত্তি করে একটা কনসেন্সেস কমিশন করেছেন, ঐক্যমতের কমিশন করেছেন, যারা রাজনৈতিক দলগুলোর সাথে বসছে, কথা বলছে, পরামর্শ নিচ্ছে এবং একটা ঐক্যমতের উপর ভিত্তি করে সংস্কার আমরাও দাবি করছি। সংস্কার, বিচার এবং নির্বাচনের একটা সম্মিলিত রোডম্যাপ আপনি ঘোষণা করেন, যেই রোডম্যাপটা নিয়ে আমরা সবাই মিলে কিভাবে সাহায্য করা যায়, একসাথে কাজ করা যায় এবং দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়।”

তিনি আরও বলেন, “ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ঐক্যমতের কমিশনের পক্ষ থেকে আমাদের রাজনৈতিক দলগুলোকে চিঠি দেওয়া হয়েছে, স্প্রেডশিট দেওয়া হয়েছে—১৬৬টা প্রশ্ন দিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত চাওয়া হয়েছে বিভিন্ন সংস্কারের ব্যাপারে এবং সেটার বাস্তবায়নের প্রক্রিয়া কী হবে। ইতিমধ্যে পার্টির পক্ষ থেকে আমরা এটা জমা দিয়েছি। আমাদের সাথে ঐক্যমত কমিশনের ইতিমধ্যে মিটিং হয়েছে, ৭ তারিখে একটা ফরমাল মিটিং আছে এই প্রস্তাবনার উপর ভিত্তি করে আমাদের দলের সাথে।”

তিনি বলেন, “সেখানে আমরা আমাদের অবস্থান তুলে ধরবো যে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে একটা সম্মিলিত রোডম্যাপ চাই—সংস্কার, বিচার এবং নির্বাচনের ব্যাপারটাতে যেটা ঐক্যমতের ভিত্তিতে যেন একমত হওয়া যায়। তাই আমার পজিশনটা হচ্ছে এটাকে একটার সাথে আমি আরেকটা আলাদা করে দেখি না। নির্বাচনটা ইটসেলফ একটা সংস্কার, সংস্কারটা মানেই হলো নির্বাচন, বিচারটা ইটসেলফ একটা সংস্কার, আবার বিচার হলেই সুষ্ঠু নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচনের শর্ত হচ্ছে ১৪০০ শহীদের বিচার করতে হবে। তাহলে এর প্রত্যেকটা হচ্ছে ইন্টার-টু-ইন্টারনো কানেক্টেড।”

তিনি বলেন, “তো এই প্রত্যেকটা জিনিসের কোনটাকে ছোট করা, হেয় করা, অমুক বলছে বলে দাম বেশি, অমুক বলেছে বলে তাকে হেয় করতে হবে—আমরা এভাবে বিষয়টাকে দেখি না। আমরা দেখি এর প্রত্যেকটাই বাংলাদেশকে ধারণ করে। এই প্রত্যেকটা দাবির ভিতরে আমি লাল-সবুজের পতাকাকে দেখি এবং যা কিছুর ভিতরে আমি লাল-সবুজের পতাকাকে দেখি, ওটাই আমার। আমি ওটাকে ওন করি। এর পুরোটাই বাংলাদেশ এবং সেভাবেই আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ।”