, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে ঘর থেকে তুলে নিয়ে প্রাণে মারার হুমকি দিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ আজ রোববার সিলেটে একঘন্টার জন্য বন্ধ থাকবে দোকানপাট, চলবে না যানবাহন উইমেন ফর উইমেন রাইটস’র মতবিনিময় সভা অনুষ্ঠিত বিএনপি ক্ষমতায় গেলে কর্মহীন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এডভোকেট জেবুন নাহার সেলিম সিলেটে সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রির দাবিতে সভা অনুষ্ঠিত আট দফা দাবিতে ১ নভেম্বর থেকে সিলেটে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ সিলেটে অধ্যাপক ফজলুর রহমানের ‘ধর্মনিরপেক্ষ মুসলমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন সিলেটে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বিশেষ কল্যাণ সভায় হাইওয়ে পুলিশের সেবার মানোন্নয়ন প্রত্যয়ে অঙ্গীকার

সুরমা নদীতে পড়ে যাওয়া ফুটবল আনতে গিয়ে নিখোঁজ কিশোর আবির

সিলেটে সুরমায় পড়ে নিখোঁজ হয়েছে ১৩ বছরের এক মাদ্রাসা ছাত্র। তার নাম আবির, তবে তার পিতার নাম জানা যায়নি।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে নগরীর বেতেরবাজার এলাকায় সুরমায় পড়ে যাওয়া বল উদ্ধার করতে গিয়ে আবির নিখোঁজ হয়।

জানা গেছে, তারা সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থনার বেতের বাজার এলাকায় ভাড়াটিয়া হিসাবে থাকেন। তার পৈতৃক বাড়ি গোয়াইনঘাটের জাফলংয়ে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় একটি মাদরাসায় লেখাপড়া করতো আবির। দু’দিন আগে তার একটি ফুটবল সুরমায় পড়ে গেলে সেটি আর সংগ্রহ করা সম্ভব হয়নি। এ নিয়ে সে অনেক কান্নাকাটি করলে সোমবার তার পিতা আবারও একটি বল কিনে দেন।

মঙ্গলবার দুপুরের দিকে মাদরাসা থেকে ফিরে কয়েকজন বন্ধুর সাথে বল নিয়ে খেলছিল আবির। হঠাৎ বলটি সুরমায় পড়ে গেলে সেও নদীতে নেমে বলটি ধরে ফেলে। কিন্তু এরপর তীরে ভেড়ার আগে আবার বলটি হাত ফসকে স্রোতের টানে দূরে চলে গেলে ছেলেটি ডুবতে শুরু করে। সে ভালো করে সাঁতার জানতোনা।

একজন প্রত্যক্ষদর্শী দূর থেকে তাকে হাত তুলতে দেখে দৌড়ে আসেন। কিন্তু ততক্ষনে ছেলেটি সুরমায় তলিয়ে যায়।

সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পাশাপাশি স্থানীয় কয়েকজন ডুবুরি নদীতে নেমে আবার যুবকদের কয়েকজন নৌকা নিয়ে খুঁজলেও তার কোনো সন্ধান মিলেনি।

এদিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করলেও বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আবিরকে পাওয়া যায়নি। তারা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

তবে সিলেট ফায়ার সার্ভিস ডুবুরি ইউনিটের প্রধান আবুল হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে কথা বলেন।

জানান স্রোত প্রবল। এদিকে পানিও অপরিস্কার। তাই খুঁজতে সমস্যা হচ্ছে। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

জনপ্রিয়

সুরমা নদীতে পড়ে যাওয়া ফুটবল আনতে গিয়ে নিখোঁজ কিশোর আবির

প্রকাশের সময় : ০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

সিলেটে সুরমায় পড়ে নিখোঁজ হয়েছে ১৩ বছরের এক মাদ্রাসা ছাত্র। তার নাম আবির, তবে তার পিতার নাম জানা যায়নি।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে নগরীর বেতেরবাজার এলাকায় সুরমায় পড়ে যাওয়া বল উদ্ধার করতে গিয়ে আবির নিখোঁজ হয়।

জানা গেছে, তারা সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থনার বেতের বাজার এলাকায় ভাড়াটিয়া হিসাবে থাকেন। তার পৈতৃক বাড়ি গোয়াইনঘাটের জাফলংয়ে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় একটি মাদরাসায় লেখাপড়া করতো আবির। দু’দিন আগে তার একটি ফুটবল সুরমায় পড়ে গেলে সেটি আর সংগ্রহ করা সম্ভব হয়নি। এ নিয়ে সে অনেক কান্নাকাটি করলে সোমবার তার পিতা আবারও একটি বল কিনে দেন।

মঙ্গলবার দুপুরের দিকে মাদরাসা থেকে ফিরে কয়েকজন বন্ধুর সাথে বল নিয়ে খেলছিল আবির। হঠাৎ বলটি সুরমায় পড়ে গেলে সেও নদীতে নেমে বলটি ধরে ফেলে। কিন্তু এরপর তীরে ভেড়ার আগে আবার বলটি হাত ফসকে স্রোতের টানে দূরে চলে গেলে ছেলেটি ডুবতে শুরু করে। সে ভালো করে সাঁতার জানতোনা।

একজন প্রত্যক্ষদর্শী দূর থেকে তাকে হাত তুলতে দেখে দৌড়ে আসেন। কিন্তু ততক্ষনে ছেলেটি সুরমায় তলিয়ে যায়।

সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পাশাপাশি স্থানীয় কয়েকজন ডুবুরি নদীতে নেমে আবার যুবকদের কয়েকজন নৌকা নিয়ে খুঁজলেও তার কোনো সন্ধান মিলেনি।

এদিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করলেও বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আবিরকে পাওয়া যায়নি। তারা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

তবে সিলেট ফায়ার সার্ভিস ডুবুরি ইউনিটের প্রধান আবুল হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে কথা বলেন।

জানান স্রোত প্রবল। এদিকে পানিও অপরিস্কার। তাই খুঁজতে সমস্যা হচ্ছে। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।