, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ওসমানীনগরে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত জিয়াউর রহমান ফাউন্ডেশন ২৬ বছর ধরে কাজ করছে : ডা. ফরহাদ হালিম ডোনার সাদাপাথর লুটপাটে সিলেট জামায়াতের নিন্দা : জড়িতদের গ্রেফতার ও শাস্থি দাবি রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে : সিলেট বিএনপি স্কলার্সহোম কলেজে বিজ্ঞানমেলা, অলিম্পিয়াড ও কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ইসলামী ফ্রন্ট সিলেট জেলা শাখার কাউন্সিল সফলে প্রস্তুতি সভা শুক্রবার নজিরবিহীন লুটপাটে স্থবির সাদাপাথর, সৌন্দর্য ফেরাতে তৎপর প্রশাসন সিলেটের সাদাপাথর লুটের ঘটনায় বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সিলেটে সাদা পাথর লুটপাট: অভিযানে ৫২ হাজার ঘনফুট পাথর উদ্ধার সুনামগঞ্জে ৮ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৭ জন
বিজ্ঞাপন :
সকল জেলায় সাংবাদিক নিয়োগ চলছে

সুনামগঞ্জে মেডিকেল শিক্ষার্থীদের সড়ক অবরোধ, সেনা হস্তক্ষেপে ছত্রভঙ্গ

মেডিকেল কলেজে দ্রুত হাসপাতাল চালু ও শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা ব্যবস্থাসহ দুই দফা দাবিতে ক্লাস বর্জন করে আবারও সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মেডিকেল কলেজের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ব্যাচের শিক্ষার্থীরা।

রোববার (২০ এপ্রিল) সকাল ১০টা ২০ মিনিট থেকে মেডিকেল কলেজের সামনে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে দুই পাশে ব্যারিকেড দিয়ে রাস্তা অবরোধ করে তারা। কিন্তু অবরোধ শুরুর ৫ মিনিটের ভিতরে প্রথমে পুলিশ শিক্ষার্থীদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করে। কিন্তু পুলিশের কথা তোয়াক্কা না করে তাদের দাবি আদায়ের লক্ষ্য কর্মসূচি চালাতে থাকে শিক্ষার্থীরা। এতে এক পর্যায়ে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে শতাধিকের ওপর যানচলাচল আটকে তীব্র যানজট সৃষ্টি হয়।

পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে প্রথমে শিক্ষার্থীদের রাস্তা থেকে সড়ে যেতে বলে এবং নির্ধারিত ৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে না যাওয়ায় লাঠিচার্জ শুরু করে সেনাবাহিনী। এতে ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীরা। এক পর্যায়ে শিক্ষার্থীদের কলেজ কম্পাসে ভিতরে ঢুকিয়ে সামনে গেট তালা দিয়ে দেয় সেনাবাহিনী।

সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন, ‘আমরা প্রথমে এসে শিক্ষার্থীদের বুঝিয়েছি। পরে বল প্রয়োগ করে শিক্ষার্থীদের ক্যাম্পাসে পাঠিয়েছি।’

কলেজের অধ্যক্ষ মুস্তাক আহমেদ ভূঁইয়া বলেন, ‘দ্বিতীয় দিন কর্মসূচি পালনের সময় মেডিকেল কলেজ প্রশাসন জেলা প্রশাসন শিক্ষার্থীদের সমস্যা নিরসনের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রতিশ্রুতি দিলেও শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে তাদের দাবি আদায় করার আল্টিমেটাম দেয়। অথচ কলেজে জনবল নিয়োগ হাসপাতাল চালু করতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে হাসপাতাল চালু করা সময় সাপেক্ষ ব্যাপার। এক্ষেত্রে অর্থসংস্থান হাসপাতাল ওয়ার্ড চালু করতে যথেষ্ট সময় দরকার। শিক্ষার্থীরা তা মেনে নিতে চান না। তবে ওয়ার্ডে ব্যবহারিক ক্লাস করতে পরিবহন ব্যবহার করা হয়েছে, এতেও তারা সন্তষ্ট নয়।’

হাসপাতাল চালু প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি চলতি বছরের জুলাইয়ে চালুর কথা ছিল। প্রকল্পের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। ভবন বুঝে নেওয়াসহ কিছু প্রক্রিয়া শেষ হলে চালু হবে। তখন শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ক্লাসের সমস্যা দূর হবে।’

২০২১ সালের ১২ সেপ্টেম্বর শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্থায়ীভাবে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হয়। ২০২৩ সালের ৫ নভেম্বর এটি স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর হয়। সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল মোস্তাক আহমেদ

সুনামগঞ্জ সেনাক্যাম্পের মেজর মেজবাহ জানান, সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ ফলে দুই পাশে অনেক যানবাহন আটকা পড়ে সেনাবাহিনীর সদস্যরা এসে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে। এখন যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।বর্তমানে পাঁচটি ব্যাচে ২৮০ শিক্ষার্থী রয়েছেন।

জনপ্রিয়

ওসমানীনগরে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সুনামগঞ্জে মেডিকেল শিক্ষার্থীদের সড়ক অবরোধ, সেনা হস্তক্ষেপে ছত্রভঙ্গ

প্রকাশের সময় : ১২:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

মেডিকেল কলেজে দ্রুত হাসপাতাল চালু ও শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা ব্যবস্থাসহ দুই দফা দাবিতে ক্লাস বর্জন করে আবারও সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মেডিকেল কলেজের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ব্যাচের শিক্ষার্থীরা।

রোববার (২০ এপ্রিল) সকাল ১০টা ২০ মিনিট থেকে মেডিকেল কলেজের সামনে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে দুই পাশে ব্যারিকেড দিয়ে রাস্তা অবরোধ করে তারা। কিন্তু অবরোধ শুরুর ৫ মিনিটের ভিতরে প্রথমে পুলিশ শিক্ষার্থীদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করে। কিন্তু পুলিশের কথা তোয়াক্কা না করে তাদের দাবি আদায়ের লক্ষ্য কর্মসূচি চালাতে থাকে শিক্ষার্থীরা। এতে এক পর্যায়ে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে শতাধিকের ওপর যানচলাচল আটকে তীব্র যানজট সৃষ্টি হয়।

পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে প্রথমে শিক্ষার্থীদের রাস্তা থেকে সড়ে যেতে বলে এবং নির্ধারিত ৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে না যাওয়ায় লাঠিচার্জ শুরু করে সেনাবাহিনী। এতে ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীরা। এক পর্যায়ে শিক্ষার্থীদের কলেজ কম্পাসে ভিতরে ঢুকিয়ে সামনে গেট তালা দিয়ে দেয় সেনাবাহিনী।

সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন, ‘আমরা প্রথমে এসে শিক্ষার্থীদের বুঝিয়েছি। পরে বল প্রয়োগ করে শিক্ষার্থীদের ক্যাম্পাসে পাঠিয়েছি।’

কলেজের অধ্যক্ষ মুস্তাক আহমেদ ভূঁইয়া বলেন, ‘দ্বিতীয় দিন কর্মসূচি পালনের সময় মেডিকেল কলেজ প্রশাসন জেলা প্রশাসন শিক্ষার্থীদের সমস্যা নিরসনের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রতিশ্রুতি দিলেও শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে তাদের দাবি আদায় করার আল্টিমেটাম দেয়। অথচ কলেজে জনবল নিয়োগ হাসপাতাল চালু করতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে হাসপাতাল চালু করা সময় সাপেক্ষ ব্যাপার। এক্ষেত্রে অর্থসংস্থান হাসপাতাল ওয়ার্ড চালু করতে যথেষ্ট সময় দরকার। শিক্ষার্থীরা তা মেনে নিতে চান না। তবে ওয়ার্ডে ব্যবহারিক ক্লাস করতে পরিবহন ব্যবহার করা হয়েছে, এতেও তারা সন্তষ্ট নয়।’

হাসপাতাল চালু প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি চলতি বছরের জুলাইয়ে চালুর কথা ছিল। প্রকল্পের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। ভবন বুঝে নেওয়াসহ কিছু প্রক্রিয়া শেষ হলে চালু হবে। তখন শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ক্লাসের সমস্যা দূর হবে।’

২০২১ সালের ১২ সেপ্টেম্বর শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্থায়ীভাবে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হয়। ২০২৩ সালের ৫ নভেম্বর এটি স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর হয়। সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল মোস্তাক আহমেদ

সুনামগঞ্জ সেনাক্যাম্পের মেজর মেজবাহ জানান, সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ ফলে দুই পাশে অনেক যানবাহন আটকা পড়ে সেনাবাহিনীর সদস্যরা এসে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে। এখন যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।বর্তমানে পাঁচটি ব্যাচে ২৮০ শিক্ষার্থী রয়েছেন।