সিলেট সীমান্তবর্তী এলাকা থেকে দেড় কোটি টাকার বিপুল ভারতীয় পণ্য জব্দ করাসহ দুই জনকে আটক করেছে বিজিবি-৪৮।
বৃহস্পতিবার (০৯ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় নোয়াকোট, শ্রীপুর, প্রতাপপুর, দমদমিয়া এবং সোনালীচেলা বিওপির অভিযান পরিচালনা করে বিজিবি।
অভিযান পরিচালনাকালে বিপুল ভারতীয় মদ, শাড়ি, গরু, চিনি এবং অবৈধ বালু উত্তোলনকারী নৌকা আটক করে। এছাড়াও ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর সহায়তায় বিপুল ভারতীয় জিরাসহ ২ চোরাকারবারী আটক করা হয়।
আটককৃত ব্যক্তিদের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। পরিচালিত সব অভিযানে আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।
এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে এ বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত মাদকদ্রব্য এভং চোরাচালানী মালামালসমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।