, রবিবার, ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আফজল মিয়ার ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক সিলেট-চারখাই-শেওলা চারলেন প্রকল্প বাতিলের ষড়যন্ত্র মেনে নেয়া হবেনা : ড. মো: এনামুল হক চৌধুরী বিশ্বনাথে এসএসসি ও দাখিল কৃতি শিক্ষার্থীকে ছাত্র মজলিসের সংবর্ধনা তারেক রহমানকে নিয়ে নাদেলের কটুক্তির প্রতিবাদে সিলেট জুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় গোলাপগঞ্জে মাদকসহ একই পরিবারের ৪ জনসহ ৬ জনকে গ্রেপ্তার জকিগঞ্জে ধানক্ষেত থেকে বৃদ্ধার লাশ উদ্ধার সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত বালাগঞ্জে ৮ কোটি টাকার ব্রিজে বাঁশের সাঁকো! বিজ্ঞানের উৎকর্ষ ছাড়া উন্নত বাংলাদেশ গঠন সম্ভব নয় : মো. ফয়জুল হক আমেরিকা থেকে দেশে ফিরছেন ফ্যাসিবাদবিরোধী সাহসী সাংবাদিক এমদাদ চৌধুরী দীপু
বিজ্ঞাপন :
সকল জেলায় সাংবাদিক নিয়োগ চলছে

সিলেট সীমান্তে এক মাসে প্রায় ৪৭ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

গত এক মাসে সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে ভারত থেকে আসা প্রায় ৪৭ কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত বৃহস্পতিবার (২৪ জুলাই) সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিজিবির ৪৮ ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর নুরুল হুদা।

তিনি জানান, গত ২৩ জুন থেকে ২৪ জুলাই পর্যন্ত এই এক মাসে সিলেটের সীমান্ত এলাকার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৪৬ কোটি ৭৮ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করা হয়।

এরমধ্যে গত মঙ্গলবার ও বুধবার সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর এবং সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে প্রায় সোয়া ৫ কোটি টাকার পণ্য জব্দ করা হয়।

মেজর নুরুল হুদা জানান, দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে সদা সচেষ্ট বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি) নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে জাতীয় নিরাপত্তা ও অর্থনীতিকে দৃঢ় ভিত্তি দিচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি সম্প্রতি একাধিক সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ করেছে, যা সীমান্তরক্ষায় বিজিবির কঠোর অবস্থান ও পেশাদারিত্বের উজ্জ্বল প্রমাণ।

মঙ্গলবার ও বুধবারের অভিযানে সংশ্লিষ্ট ছিল সিলেট ব্যাটালিয়নের অধীনস্থ বাংলাবাজার, সংগ্রাম, উৎমা ও মিনাটিলা বিওপি (সীমান্ত চৌকি)। জব্দকৃত মালামালের মধ্যে ছিল ভারতীয় সানগ্লাস, মাইফেয়ার ও ক্লোপ জি ক্রিম, গরু, সুপারি, টমেটো ও চিনি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে বিজিবির চৌকস সদস্যরা তাৎক্ষণিক ও সফল প্রতিক্রিয়া দেখিয়ে এই বিপুল পরিমাণ মালামাল আটক করতে সক্ষম হন।

৪৮ বিজির উপ অধিনায়ক বলেন, বিজিবির প্রতিটি সদস্য দেশপ্রেম, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার সমন্বয়ে চোরাচালান দমনে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সীমান্তে বিজিবির উপস্থিতি এখন চোরাচালানকারীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার মেজর নুরুল হুদা সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা জানেন, বরাবরের মতো এবারও ৪৮ বিজিবি সীমান্তে একটি বড় ধরনের চোরাচালান জব্দ করতে সক্ষম হয়েছে। গত ৪৮ ঘণ্টায় গোয়াইনঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় পরিচালিত টাস্কফোর্স অভিযানে প্রায় ৫ কোটি ১২ লাখ ৪১ হাজার ২২০ টাকার অবৈধ পণ্য জব্দ করা হয়। এই অভিযানে সেনাবাহিনীর ২৭ বীর ইউনিটের একটি দল আমাদেরকে সহযোগিতা করেছে।

তিনি বলেন, গত এক মাসে সিলেট সেক্টর প্রায় ৪৬ কোটি ৭৮ লক্ষ টাকার অবৈধ চোরাচালান পন্য জব্দ করেছে। যার মধ্যে সিলেট ব্যাটালিয়ান ৩১ কোটি, সুনামগঞ্জ ব্যাটালিয়ান ১০ কোটি, জকিগঞ্জ ব্যাটালিয়ান ৫ কোটি টাকার অবৈধ চোরাচালান পন্য জব্দ করেছে।

অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আফজল মিয়ার ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক

সিলেট সীমান্তে এক মাসে প্রায় ৪৭ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

প্রকাশের সময় : ০৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

গত এক মাসে সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে ভারত থেকে আসা প্রায় ৪৭ কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত বৃহস্পতিবার (২৪ জুলাই) সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিজিবির ৪৮ ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর নুরুল হুদা।

তিনি জানান, গত ২৩ জুন থেকে ২৪ জুলাই পর্যন্ত এই এক মাসে সিলেটের সীমান্ত এলাকার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৪৬ কোটি ৭৮ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করা হয়।

এরমধ্যে গত মঙ্গলবার ও বুধবার সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর এবং সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে প্রায় সোয়া ৫ কোটি টাকার পণ্য জব্দ করা হয়।

মেজর নুরুল হুদা জানান, দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে সদা সচেষ্ট বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি) নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে জাতীয় নিরাপত্তা ও অর্থনীতিকে দৃঢ় ভিত্তি দিচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি সম্প্রতি একাধিক সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ করেছে, যা সীমান্তরক্ষায় বিজিবির কঠোর অবস্থান ও পেশাদারিত্বের উজ্জ্বল প্রমাণ।

মঙ্গলবার ও বুধবারের অভিযানে সংশ্লিষ্ট ছিল সিলেট ব্যাটালিয়নের অধীনস্থ বাংলাবাজার, সংগ্রাম, উৎমা ও মিনাটিলা বিওপি (সীমান্ত চৌকি)। জব্দকৃত মালামালের মধ্যে ছিল ভারতীয় সানগ্লাস, মাইফেয়ার ও ক্লোপ জি ক্রিম, গরু, সুপারি, টমেটো ও চিনি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে বিজিবির চৌকস সদস্যরা তাৎক্ষণিক ও সফল প্রতিক্রিয়া দেখিয়ে এই বিপুল পরিমাণ মালামাল আটক করতে সক্ষম হন।

৪৮ বিজির উপ অধিনায়ক বলেন, বিজিবির প্রতিটি সদস্য দেশপ্রেম, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার সমন্বয়ে চোরাচালান দমনে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সীমান্তে বিজিবির উপস্থিতি এখন চোরাচালানকারীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার মেজর নুরুল হুদা সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা জানেন, বরাবরের মতো এবারও ৪৮ বিজিবি সীমান্তে একটি বড় ধরনের চোরাচালান জব্দ করতে সক্ষম হয়েছে। গত ৪৮ ঘণ্টায় গোয়াইনঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় পরিচালিত টাস্কফোর্স অভিযানে প্রায় ৫ কোটি ১২ লাখ ৪১ হাজার ২২০ টাকার অবৈধ পণ্য জব্দ করা হয়। এই অভিযানে সেনাবাহিনীর ২৭ বীর ইউনিটের একটি দল আমাদেরকে সহযোগিতা করেছে।

তিনি বলেন, গত এক মাসে সিলেট সেক্টর প্রায় ৪৬ কোটি ৭৮ লক্ষ টাকার অবৈধ চোরাচালান পন্য জব্দ করেছে। যার মধ্যে সিলেট ব্যাটালিয়ান ৩১ কোটি, সুনামগঞ্জ ব্যাটালিয়ান ১০ কোটি, জকিগঞ্জ ব্যাটালিয়ান ৫ কোটি টাকার অবৈধ চোরাচালান পন্য জব্দ করেছে।