মা ও শিশু স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে সিলেট জেলার শ্রেষ্ঠ মা ও শিশু কল্যাণ কেন্দ্র নির্বাচিত হয়েছে সিলেট মা ও শিশু কল্যাণ কেন্দ্র।
সোমবার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা সিলেট আয়োজিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সিলেট জেলার শ্রেষ্ঠ মা ও শিশু কল্যাণ কেন্দ্র নির্বাচিত হয় দক্ষিণ সুরমার অতির বাড়ীতে অবস্থিত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান সিলেট মা ও শিশু কল্যাণ কেন্দ্র।
অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা উন নবী ও জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহন করেন সিলেট শ্রেষ্ঠ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের প্রধান মেডিক্যাল অফিসার ডাঃ ইসরাত জাহান খান।
শ্রেষ্ঠ পুরস্কার গ্রহণ করে ডাঃ ইসরাত জাহান খান বলেন, সিলেট জেলার মানুষ জনের আস্থা ও নির্ভরতার জায়গা হচ্ছে মা ও শিশু কল্যাণ কেন্দ্র। এখানকার কর্মকর্তা কর্মচারীরা রোগীদের সেবা প্রদানে সদা তৎপর। বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্য সেবায় এ প্রতিষ্ঠানের কর্মরতদের ভূমিকা বেস উল্লেখযোগ্য। তাদের আন্তরিকতার কারণেই এ কেন্দ্র জেলার শ্রেষ্ঠ মা ও শিশু কল্যাণ কেন্দ্র হিসেবে নির্বাচিত হয়েছে। তিনি এ ধারাবাহিকতা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।