গত ০৬ অক্টোবর ব্রেইন স্ট্রোক করে উত্তর সুরমার ইবনে সিনা হাসপাতালে ভর্তি হয় সিলেট জেলা দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মহিবুর রহমান মুহিন
১০ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যা ৬.৩৫ মিনিটে সিলেট নগরীর ইবনে হাসপাতালে যুবদলের এই নেতাকে দেখতে আসেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।
যুবদল নেতার সাথে আলোচনাকালে এম এ মালিক তাকে বিশ্রাম নেয়ার আহবান জানান ও বেশিকরে ঘুমানোর ও দুঃশ্চিন্তা না করার পরামর্শ দেন।
এম এ মালিক বলেন চিকিৎসার প্রয়োজনে যেকোনো সহযোগিতা করার জন্য তিনি প্রস্তুত আছেন।
এসময় এম এ মালিকের সাথে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি শাপরান আহমেদ, তেতলি ইউনিয়ন বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক খসরুজ্জামান, সিলেট জেলা যুবদল নেতা বাদল, মঞ্জু, রুবেল প্রমূখ।