আগামী পহেলা অক্টোবর সিলেট-জকিগঞ্জ সড়কে বহুল প্রতিক্ষিত এসি বাস চালু হচ্ছে বলে জানিয়েছেন বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুর রহমান রঞ্জু।
এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সিলেট-জকিগঞ্জ বাস মালিক সমিতির সাথে যাত্রী অধিকার পরিষদের সভা অনুষ্ঠিত হয়। এ সভায় এসি বাসের ভাড়া নির্ধারণ, স্টপেজ নির্ধারণ ও সময় নির্ধারণসহ আরও গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। উভয় পক্ষের আলোচনার ভিত্তিতে সিলেট থেকে জকিগঞ্জের এসি বাসের ভাড়া ২৪০ টাকা নির্ধারণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন যাত্রী অধিকার পরিষদের সভাপতি এস এম পারভেজ, বাস মালিক সমিতির সভাপতি আব্দুল গণি চৌধুরী, ভারপ্রাপ্ত সভাপতি আজিজুর রহমান রঞ্জু, সালিশ কমিটির সভাপতি নজরুল ইসলাম সহ অন্যান্য নেত্রীবৃন্দ।
আরও উপস্তিত ছিলেন যাত্রী অধিকার পরিষদের আইন বিষয়ক সম্পাদক শাহানুর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার, কোষাধ্যক্ষ ইমরান হোসাইন ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহ আলম।।