সিলেটে গত ২৪ সেপ্টেম্বর বুধবারের মিছিল থেকে হামলা চালিয়ে কয়েকটি অটোরিকশা ও মাইক্রোবাস ভাঙচুর করা হয়েছে।
এই হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সিলেট জেলা বাসদের আহ্বায়ক আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পালকে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে তাদের দু’জনকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম।
তিনি জানান, গত বুধবার (২৪ সেপ্টেম্বর) সিলেটে অনুষ্টিত অটোরিকশা চালকদে মিছিল থেকে উপশহর মাইকোবাস স্ট্যাণ্ড, চৌহাট্টা পয়েন্ট ও বন্দবাজারের কোর্ট পয়েন্ট এলাকায় কয়েকটি মাইক্রোবাস, লেগুনা ও সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়।
এসব ঘটনায় মো. আবুল কালাম ও মো. রুবেল নামক দুই ব্যক্তি বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন।
এই দুই মামলায় আবু জাফর ও প্রণব জ্যোতি পালকে গ্রেপ্তার করা হয়েছে।