সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সিলেটে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
শনিবার (৪ অক্টোবর) রাতে শাহপরান মাজার গেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির নাম সুহেল আহমদ (৪০)। তিনি সিলেটের শাহপরান (রঃ) থানার ধুলাই শাহী ঈদগাহ এলাকার আব্দুল হকের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিকটিম ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কাশিনগর এলাকার বাসিন্দা। ২০০৬ সালের ১৫ সেপ্টেম্বর তার বিয়ে হয় সুহেল আহমদের সঙ্গে। বিয়ের পর থেকেই স্বামী নানা অজুহাতে স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। একপর্যায়ে নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি তালাক দিয়ে বাবার বাড়িতে ফিরে যান।
তবে তালাকের পরও থামেনি নির্যাতন। সুহেল বিভিন্ন সময় ভিকটিমের কাছে টাকা দাবি করতে থাকে। টাকা না পেয়ে সে স্বামী-স্ত্রী থাকা অবস্থায় গোপনে ধারণ করা নগ্ন ও ব্যক্তিগত ছবি ও ভিডিও পাঠিয়ে ব্ল্যাকমেইল করতে শুরু করে এবং দুই লাখ টাকা দাবি করে। ভিকটিম এতে রাজি না হলে, ওই ছবি ও ভিডিও সম্পাদনা করে তাতে কুরুচিপূর্ণ ও অশ্লীল লেখা যোগ করে ফেসবুক ও ইমোসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।
এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দুইজনের নাম উল্লেখ করে বিজয়নগর থানায় মামলা দায়ের করেন। মামলার পর র্যাব-৯ গোয়েন্দা তৎপরতা চালিয়ে শাহপরান মাজার গেইট এলাকা থেকে মূল আসামি সুহেল আহমদকে গ্রেফতার করে।
র্যাব-৯–এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।