, রবিবার, ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাস চালক গ্রেপ্তারের প্রতিবাদে সিলেটের ৩ জেলায় বাস চলাচল বন্ধ জুলাই বৈষম্যহীন দেশ গড়ার চেতনা : খান মো. রেজা-উন-নবী ‘সিলেট নগরীকে পর্যায়ক্রমে ভিক্ষুক মুক্ত করা হবে’ সিলেটে পুলিশের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আফজল মিয়ার ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক সিলেট-চারখাই-শেওলা চারলেন প্রকল্প বাতিলের ষড়যন্ত্র মেনে নেয়া হবেনা : ড. মো: এনামুল হক চৌধুরী বিশ্বনাথে এসএসসি ও দাখিল কৃতি শিক্ষার্থীকে ছাত্র মজলিসের সংবর্ধনা তারেক রহমানকে নিয়ে নাদেলের কটুক্তির প্রতিবাদে সিলেট জুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় গোলাপগঞ্জে মাদকসহ একই পরিবারের ৪ জনসহ ৬ জনকে গ্রেপ্তার জকিগঞ্জে ধানক্ষেত থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
বিজ্ঞাপন :
সকল জেলায় সাংবাদিক নিয়োগ চলছে

সিলেটে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিয়ানীবাজার উপজেলার আলীনগরের টিকরপাড়া এলাকায় রবিবার (২৭ জুলাই) বিকালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার ৬ ঘণ্টা পর রাত ১১টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের নিচে চাপা পড়ে থাকা এক যুবকের লাশ উদ্ধার করে।

নিহত বদরুল ইসলাম (৪৫) সোনালী ব্যাংক গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ শাখার ম্যানেজার। তিনি আলীনগর ইউনিয়নের খলা গ্রামের রহুম আব্দুল খালিকের ছেলে বদরুল ইসলাম।

প্রত‍্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতির ওই বাসটি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত অর্ধশত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা। তবে ওই দিন সন্ধ্যার পর ব‍্যাংক কর্মকর্তা নিখোঁজের সংবাদ প্রচার হলে স্বজন ও স্থানীয়রা দুর্ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালান। পরে রাত ১১টার দিকে ফায়ার সার্ভিসের সহায়তা বাসের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহত বদরুল ইসলাম সোনালী ব্যাংকের চারখাই, আলীনগরসহ গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন শাখায় দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি ঢাকা দক্ষিণ বাজার শাখার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ওই দিন বিকেলে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামান বলেন, ‘বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ঘটনার পরপরই পালিয়ে যায়। মরদেহ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

জনপ্রিয়

বাস চালক গ্রেপ্তারের প্রতিবাদে সিলেটের ৩ জেলায় বাস চলাচল বন্ধ

সিলেটে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

প্রকাশের সময় : ০২:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিয়ানীবাজার উপজেলার আলীনগরের টিকরপাড়া এলাকায় রবিবার (২৭ জুলাই) বিকালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার ৬ ঘণ্টা পর রাত ১১টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের নিচে চাপা পড়ে থাকা এক যুবকের লাশ উদ্ধার করে।

নিহত বদরুল ইসলাম (৪৫) সোনালী ব্যাংক গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ শাখার ম্যানেজার। তিনি আলীনগর ইউনিয়নের খলা গ্রামের রহুম আব্দুল খালিকের ছেলে বদরুল ইসলাম।

প্রত‍্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতির ওই বাসটি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত অর্ধশত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা। তবে ওই দিন সন্ধ্যার পর ব‍্যাংক কর্মকর্তা নিখোঁজের সংবাদ প্রচার হলে স্বজন ও স্থানীয়রা দুর্ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালান। পরে রাত ১১টার দিকে ফায়ার সার্ভিসের সহায়তা বাসের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহত বদরুল ইসলাম সোনালী ব্যাংকের চারখাই, আলীনগরসহ গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন শাখায় দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি ঢাকা দক্ষিণ বাজার শাখার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ওই দিন বিকেলে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামান বলেন, ‘বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ঘটনার পরপরই পালিয়ে যায়। মরদেহ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’