সিলেটের গোলাপগঞ্জে এক যুবদল কমীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত রনি হোসাইন যুবদলের সক্রিয় কর্মী ছিলেন বলে জানা গেছে।
শনিবার (৯ আগস্ট) মধ্যরাতে ছুরিকাঘাতে রনিকে হত্যা করা হয়। রাত ১২টার দিকে গোলাপগঞ্জ পৌরসদরের কদমতলায় এ ঘটনা ঘটে।
এ হত্যার সঙ্গে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের এক নেতার জড়িত থাকার অভিযোগ উঠেছে। ঘটনার কয়েক ঘণ্টা আগে শেখ রনি নামে ওই ছাত্রদল নেতার বিরুদ্ধে নারীঘটিত বিষয়ে ফেসবুক একটি পোস্ট দেন রনি। এরই জের ধরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
যুবদল কর্মী হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা বলেন, এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে। তবে এখনও মামলা হয়নি।
নিহত রনির মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।