, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আজ রোববার সিলেটে একঘন্টার জন্য বন্ধ থাকবে দোকানপাট, চলবে না যানবাহন উইমেন ফর উইমেন রাইটস’র মতবিনিময় সভা অনুষ্ঠিত বিএনপি ক্ষমতায় গেলে কর্মহীন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এডভোকেট জেবুন নাহার সেলিম সিলেটে সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রির দাবিতে সভা অনুষ্ঠিত আট দফা দাবিতে ১ নভেম্বর থেকে সিলেটে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ সিলেটে অধ্যাপক ফজলুর রহমানের ‘ধর্মনিরপেক্ষ মুসলমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন সিলেটে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বিশেষ কল্যাণ সভায় হাইওয়ে পুলিশের সেবার মানোন্নয়ন প্রত্যয়ে অঙ্গীকার সিলেটে গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক পরামর্শ কর্মশালা ১৭ বছর বয়সে বিমানের পাইলট সিলেটের আহনাফ

সিলেটে ভোটার বেড়েছে ১ লাখ ৫৫ হাজার ৪৭০ জন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ৪০ পড়া হয়েছে

আগামী নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র ও ভোটারের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নতুনভাবে সিলেটের ছয়টি আসনে ভোটার বেড়েছে ১ লাখ ৫৫ হাজার ৪৭০ জন। তারমধ্যে পুরুষ ৭০ হাজার ৭২ জন ও নারী ৫৯ হাজার ৯৬১ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার বেড়েছে আরও ৫জন। তবে এবার ভোটগ্রহণ কক্ষের সংখ্যা কমেছে। খসড়া তালিকায় ভোটগ্রহণ কক্ষের সংখ্যা রয়েছে ৫ হাজার ৬৪৫টি। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ কক্ষের সংখ্যা ছিল ৬ হাজার ৬টি। সেই হিসেবে ভোটগ্রহণ কক্ষের সংখ্যা কমেছে ৩৬১টি। অবশ্য ভোটকেন্দ্রের সংখ্যা আগের মতোই ১ হাজার ১৩টি রয়েছে।

সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত খসড়া ভোটকেন্দ্র ও ভোটার তালিকা অনুসারে বর্তমানে সিলেটের ৬টি আসনে মোট ভোটার রয়েছেন ২৮ লাখ ৭০ হাজার ৮০১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৬২ হাজার ৪৭৭ জন ও নারী ভোটার ১৩ লাখ ৮২ হাজার ৮৮৭। তাছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৫ জন।

সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম বলেন, আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত খসড়া ভোটার তালিকার বিষয়ে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার যে কেউ আপত্তি বা দাবি জানাতে পারবেন। এরপর এটি নিয়ে শুনানি হবে। শুনানির পরে অক্টোবর মাসের শেষ সপ্তাহে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

জনপ্রিয়

আজ রোববার সিলেটে একঘন্টার জন্য বন্ধ থাকবে দোকানপাট, চলবে না যানবাহন

সিলেটে ভোটার বেড়েছে ১ লাখ ৫৫ হাজার ৪৭০ জন

প্রকাশের সময় : ০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

আগামী নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র ও ভোটারের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নতুনভাবে সিলেটের ছয়টি আসনে ভোটার বেড়েছে ১ লাখ ৫৫ হাজার ৪৭০ জন। তারমধ্যে পুরুষ ৭০ হাজার ৭২ জন ও নারী ৫৯ হাজার ৯৬১ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার বেড়েছে আরও ৫জন। তবে এবার ভোটগ্রহণ কক্ষের সংখ্যা কমেছে। খসড়া তালিকায় ভোটগ্রহণ কক্ষের সংখ্যা রয়েছে ৫ হাজার ৬৪৫টি। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ কক্ষের সংখ্যা ছিল ৬ হাজার ৬টি। সেই হিসেবে ভোটগ্রহণ কক্ষের সংখ্যা কমেছে ৩৬১টি। অবশ্য ভোটকেন্দ্রের সংখ্যা আগের মতোই ১ হাজার ১৩টি রয়েছে।

সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত খসড়া ভোটকেন্দ্র ও ভোটার তালিকা অনুসারে বর্তমানে সিলেটের ৬টি আসনে মোট ভোটার রয়েছেন ২৮ লাখ ৭০ হাজার ৮০১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৬২ হাজার ৪৭৭ জন ও নারী ভোটার ১৩ লাখ ৮২ হাজার ৮৮৭। তাছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৫ জন।

সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম বলেন, আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত খসড়া ভোটার তালিকার বিষয়ে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার যে কেউ আপত্তি বা দাবি জানাতে পারবেন। এরপর এটি নিয়ে শুনানি হবে। শুনানির পরে অক্টোবর মাসের শেষ সপ্তাহে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।