, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে ঘর থেকে তুলে নিয়ে প্রাণে মারার হুমকি দিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ আজ রোববার সিলেটে একঘন্টার জন্য বন্ধ থাকবে দোকানপাট, চলবে না যানবাহন উইমেন ফর উইমেন রাইটস’র মতবিনিময় সভা অনুষ্ঠিত বিএনপি ক্ষমতায় গেলে কর্মহীন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এডভোকেট জেবুন নাহার সেলিম সিলেটে সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রির দাবিতে সভা অনুষ্ঠিত আট দফা দাবিতে ১ নভেম্বর থেকে সিলেটে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ সিলেটে অধ্যাপক ফজলুর রহমানের ‘ধর্মনিরপেক্ষ মুসলমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন সিলেটে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বিশেষ কল্যাণ সভায় হাইওয়ে পুলিশের সেবার মানোন্নয়ন প্রত্যয়ে অঙ্গীকার

সিলেটে বেড়াতে এসে গ্রেপ্তার নারায়ণগঞ্জের ‘শুটার রিয়াজ’

সিলেটে বেড়াতে এসে গ্রেপ্তার হলেন নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ২২ মামলার আসামি রিয়াজুল ইসলাম ওরফে ‘শুটার রিয়াজ’।

বুধবার (০৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপস্তিত জনতার সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে গোয়াইনঘাট থানা পুলিশ।

গ্রেপ্তার রিয়াজ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বাবুগঞ্জ এলাকার আব্দুল লতিফের ছেলে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুটার রিয়াজের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ২২টি মামলা রয়েছে। এরমধ্যে অস্ত্র আইনে ৪টি, মাদক আইনে ৩টি, বিস্ফোরক আইনে ৩টি, চাঁদাবাজির ২টি, ডাকাতির ১টি এবং মারামারির ঘটনায় ৯টি মামলা রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, মা, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে জাফলংয়ে বেড়াতে আসেন শুটার রিয়াজ। গাড়িতে তার দুই সন্তান ছিল। র‌্যাব তাকে ধরার চেষ্টা করলে তিনি গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাকে অপহরণকারী ভেবে ধাওয়া দিয়ে আটক করে গণপিটুনি দেন। পরে পুলিশ এসে তাদের হেফাজতে নেয়।

এ ঘটনায় পুলিশের গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম আরও বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে গোয়াইনঘাট-সারিঘাট সড়কের ৫নং পূর্ব আলীরগাঁও এলাকায় একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-ঘ ১৬-১৫১৯) করে দুই শিশুকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা ভেবে রিয়াজকে ধাওয়া করেন স্থানীয়রা। এ সময় পুলিশ ধাওয়া দিলে এলাকাবাসীও সড়কে ব্যারিকেড তৈরি করে। পরিস্থিতি বেগতিক বুঝে গাড়ি ফেলে শিশুদের নিয়ে পায়ে হেঁটে পালানোর চেষ্টা করেন রিয়াজ। এলাকাবাসীর ধাওয়ায় শিশু দুটিকে ফেলে রেখে রিয়াজ দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি গাফিলতি ভেবে জনতা পুলিশের ওপর ক্ষুব্ধ হয়।

স্থানীয়দের অভিযোগ, পুলিশের গাফিলতির কারণেই অপহরণকারীরা পালাতে সক্ষম হয়েছে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ তাদের আচরণের জন্য দুঃখ প্রকাশ করে এবং উদ্ধার হওয়া দুই শিশুকে তাৎক্ষণিকভাবে থানায় নেওয়া হয়।

উদ্ধার দুই শিশু শুটার রিয়াজের সন্তান। পুলিশ-জনতার ধাওয়া খেয়ে গাড়ি ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে জানান ওসি। স্ত্রী ও মাকে জাফলংয়ে রেখে সন্তানদের নিয়ে ঘুরতে এলে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি তরিকুল বলেন, গ্রেপ্তার রিয়াজকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। ইতোমধ্যে ওই থানার পুলিশ সিলেটের উদ্দেশে রওয়ানা দিয়েছে।

জনপ্রিয়

সিলেটে বেড়াতে এসে গ্রেপ্তার নারায়ণগঞ্জের ‘শুটার রিয়াজ’

প্রকাশের সময় : ০৩:১১ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

সিলেটে বেড়াতে এসে গ্রেপ্তার হলেন নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ২২ মামলার আসামি রিয়াজুল ইসলাম ওরফে ‘শুটার রিয়াজ’।

বুধবার (০৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপস্তিত জনতার সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে গোয়াইনঘাট থানা পুলিশ।

গ্রেপ্তার রিয়াজ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বাবুগঞ্জ এলাকার আব্দুল লতিফের ছেলে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুটার রিয়াজের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ২২টি মামলা রয়েছে। এরমধ্যে অস্ত্র আইনে ৪টি, মাদক আইনে ৩টি, বিস্ফোরক আইনে ৩টি, চাঁদাবাজির ২টি, ডাকাতির ১টি এবং মারামারির ঘটনায় ৯টি মামলা রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, মা, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে জাফলংয়ে বেড়াতে আসেন শুটার রিয়াজ। গাড়িতে তার দুই সন্তান ছিল। র‌্যাব তাকে ধরার চেষ্টা করলে তিনি গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাকে অপহরণকারী ভেবে ধাওয়া দিয়ে আটক করে গণপিটুনি দেন। পরে পুলিশ এসে তাদের হেফাজতে নেয়।

এ ঘটনায় পুলিশের গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম আরও বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে গোয়াইনঘাট-সারিঘাট সড়কের ৫নং পূর্ব আলীরগাঁও এলাকায় একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-ঘ ১৬-১৫১৯) করে দুই শিশুকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা ভেবে রিয়াজকে ধাওয়া করেন স্থানীয়রা। এ সময় পুলিশ ধাওয়া দিলে এলাকাবাসীও সড়কে ব্যারিকেড তৈরি করে। পরিস্থিতি বেগতিক বুঝে গাড়ি ফেলে শিশুদের নিয়ে পায়ে হেঁটে পালানোর চেষ্টা করেন রিয়াজ। এলাকাবাসীর ধাওয়ায় শিশু দুটিকে ফেলে রেখে রিয়াজ দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি গাফিলতি ভেবে জনতা পুলিশের ওপর ক্ষুব্ধ হয়।

স্থানীয়দের অভিযোগ, পুলিশের গাফিলতির কারণেই অপহরণকারীরা পালাতে সক্ষম হয়েছে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ তাদের আচরণের জন্য দুঃখ প্রকাশ করে এবং উদ্ধার হওয়া দুই শিশুকে তাৎক্ষণিকভাবে থানায় নেওয়া হয়।

উদ্ধার দুই শিশু শুটার রিয়াজের সন্তান। পুলিশ-জনতার ধাওয়া খেয়ে গাড়ি ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে জানান ওসি। স্ত্রী ও মাকে জাফলংয়ে রেখে সন্তানদের নিয়ে ঘুরতে এলে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি তরিকুল বলেন, গ্রেপ্তার রিয়াজকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। ইতোমধ্যে ওই থানার পুলিশ সিলেটের উদ্দেশে রওয়ানা দিয়েছে।