সিলেটের ফেঞ্চুগঞ্জে প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম সুফিয়ান আহমদ (১৮)। তিনি দক্ষিণ সুরমার ধরমপুর গ্রামের সেলিম আহমদের ছেলে।
শনিবার (১২ জুলাই) বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটগামী একটি প্রাইভেট কারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে সুফিয়ান গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতেই তার মৃত্যু হয়।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।