, সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে জোড়া খুনের মামলার রায়ে ২ ভাইয়ের মৃত্যুদণ্ড সিলেটে ফের বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ : ৪ জন শনাক্ত বাস চালক গ্রেপ্তারের প্রতিবাদে সিলেটের ৩ জেলায় বাস চলাচল বন্ধ জুলাই বৈষম্যহীন দেশ গড়ার চেতনা : খান মো. রেজা-উন-নবী ‘সিলেট নগরীকে পর্যায়ক্রমে ভিক্ষুক মুক্ত করা হবে’ সিলেটে পুলিশের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আফজল মিয়ার ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক সিলেট-চারখাই-শেওলা চারলেন প্রকল্প বাতিলের ষড়যন্ত্র মেনে নেয়া হবেনা : ড. মো: এনামুল হক চৌধুরী বিশ্বনাথে এসএসসি ও দাখিল কৃতি শিক্ষার্থীকে ছাত্র মজলিসের সংবর্ধনা তারেক রহমানকে নিয়ে নাদেলের কটুক্তির প্রতিবাদে সিলেট জুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড়
বিজ্ঞাপন :
সকল জেলায় সাংবাদিক নিয়োগ চলছে

সিলেটে পিকআপের নিচে চাপা পড়ে ২ কিশোরের মৃত্যু

সিলেটে গ্যাসের সিলিন্ডার বোঝাই পিকআপভ্যানের নিচে চাপা পড়ে পথচারী ২ কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) দিনগত রাতে আম্বরখানা-কোম্পানিগঞ্জ সড়কের ১০ নম্বর ব্রিজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, গোয়াইনঘাট উপজেলার মিত্রিমহল দক্ষিণ গ্রামের শমর আলীর ছেলে জাবেদ (১৬) ও একই গ্রামের আশরাফ আলীর ছেলে ফাহিম। আহত আঞ্জাব আলীর ছেলে সুমন (১৫)। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক কিশোর।

জানা যায়, ১২ কেজি গ্যাসের ৬৫টি সিলিন্ডার নিয়ে একটি মিনি পিকআপ সিলেট থেকে কোম্পানিগঞ্জ যাচ্ছিলো। পথে ১০ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি উল্টে যায়। এসময় সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়া জাবেদ, ফাহিম ও সুমন নামের তিন কিশোর পিকআপের নিচে চাপা পড়ে। স্থানীয়রা উদ্ধার করে তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জাবেদকে মৃত ঘোষণা করেন। সেসময় ফাহিম ও সুমনকে সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান তাদের স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে ফাহিম মারা যান। আহত সুমনের অবস্থাও আশংকাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপটি জব্দ করেছে। তবে তার চালক ও হেলপার পালিয়ে গেছে।

জনপ্রিয়

সিলেটে জোড়া খুনের মামলার রায়ে ২ ভাইয়ের মৃত্যুদণ্ড

সিলেটে পিকআপের নিচে চাপা পড়ে ২ কিশোরের মৃত্যু

প্রকাশের সময় : ০১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫

সিলেটে গ্যাসের সিলিন্ডার বোঝাই পিকআপভ্যানের নিচে চাপা পড়ে পথচারী ২ কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) দিনগত রাতে আম্বরখানা-কোম্পানিগঞ্জ সড়কের ১০ নম্বর ব্রিজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, গোয়াইনঘাট উপজেলার মিত্রিমহল দক্ষিণ গ্রামের শমর আলীর ছেলে জাবেদ (১৬) ও একই গ্রামের আশরাফ আলীর ছেলে ফাহিম। আহত আঞ্জাব আলীর ছেলে সুমন (১৫)। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক কিশোর।

জানা যায়, ১২ কেজি গ্যাসের ৬৫টি সিলিন্ডার নিয়ে একটি মিনি পিকআপ সিলেট থেকে কোম্পানিগঞ্জ যাচ্ছিলো। পথে ১০ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি উল্টে যায়। এসময় সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়া জাবেদ, ফাহিম ও সুমন নামের তিন কিশোর পিকআপের নিচে চাপা পড়ে। স্থানীয়রা উদ্ধার করে তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জাবেদকে মৃত ঘোষণা করেন। সেসময় ফাহিম ও সুমনকে সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান তাদের স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে ফাহিম মারা যান। আহত সুমনের অবস্থাও আশংকাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপটি জব্দ করেছে। তবে তার চালক ও হেলপার পালিয়ে গেছে।