, রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু ইলিয়াস আলী কে ফিরে পাওয়ার দাবীতে বিশ্বনাথে বিক্ষোভ মিছিল, বিভিন্ন স্লোগানে মুখরিত পৌরশহর সিলেটে চোরাকারবারীদের ধরতে গিয়ে নৌকা ডুবে বিজিবি সদস্য নিখোঁজ  সিলেটে মুক্তিপণ না পেয়ে ছাদ থেকে ফেলে হত্যা, দুইজন গ্রেফতার তারেক রহমানের নির্দেশ পেয়ে সিলেট ২ আসনের মাঠে নেমেছি : বিশ্বনাথে হুমায়ুন কবির সাবেক কাউন্সিলর সুমনের আবেগময় বক্তব্য মৌলভীবাজারে নিজ প্রতিষ্ঠানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সিলেট নগরে প্রকাশ্যে ছুরিকাঘাতে যুবক খুন সিলেট-চারখাই-শেওলা মহাসড়ক উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়সীমার মধ্যে শেষ করতে স্মারকলিপি প্রদান আধুনিক বিশ্বে কম্পিউটার প্রোগ্রামিং এক অপরিহার্য শক্তি : অধ্যক্ষ মো. ফয়জুল হক
বিজ্ঞাপন :
সকল জেলায় সাংবাদিক নিয়োগ চলছে

সিলেটে পরিবহন খাতে স্বস্তি, বেড়েছে যাত্রী সেবার মান

  • শরীফ আহমদ
  • প্রকাশের সময় : ০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • ৮৮ পড়া হয়েছে

সিলেটে পরিবহন খাতে এসেছে স্বস্তি। বিগত বছরের চেয়ে এই বছর পরিবহন মালিকদের মধ্যে স্থিরতা দেখা দিয়েছে। দেশে পট পরিবর্তনের ফলে পরিবহন ব্যবসা আলোর মুখ দেখছে মালিকরা। ফলে অনেকটাই পরিবর্তন হয়েছে দেশের অর্থনীতি খাতের একটি অংশ পরিবহন ব্যবসায়।

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাসের ভাড়া আগের নির্ধারিত হারে রাখা হচ্ছে। যাএা পথে নেই দূর্ভোগ ও ভোগান্তি।বিগত বছর গুলোতে দুই ঈদকে সামনে রেখে কিছু অসাধু পরিবহন ব্যবসায়ীরা তৈল সংকট ও অতিরিক্ত তৈলের দাম বৃদ্ধির দোহায় দিয়ে বাস ভাড়া অতিরিক্ত আদায় করতে দেখা যেতে। এই চিত্র  ভিন্ন  এই বছর আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে আগের নির্ধারিত দামে বাস ভাড়া রাখছে টিকেট কাউন্টারে দায়িত্বরতরা।

পরিবহন ব্যবসায়ী মালিক সূত্রে জানা যায়, রাজধানী ঢাকাগামী বাস হানিফ এন্টারপ্রাইজ,  ইউনিক পরিবহন,শ্যামলী, এস আর, শ্যামলী পরিবহন ,মামুন পরিবহন গ্রিন লাইন, আল মোবারক পরিবহন সহ সাতশত টাকা ও এনা পরিবহনে ছয়শত সওর টাকা দামে রাখা হচ্ছে। এছাড়া চট্টগ্রামগামী বাস ভাড়া একই বাসে এক হাজার টাকা রাখা হচ্ছে যা আগের নিয়মিত ভাড়া রাখা হচ্ছে। এ দিকে উওরবঙ্গ রংপুর, দিনাজপুর,যশোর বেনাপোলগামী বাস ভাড়া আঠারোশত থেকে ষোলশত টাকা রাখা হচ্ছে যা আগের নির্ধারিত হারে রয়েছে ।

দক্ষিণবঙ্গ বরিশাল বগুড়াগামী বাসে ষোলশত টাকা নিয়মিত ভাড়া রাখা হচ্ছে। টার্মিনাল সূত্র জানা যায় আগের হারে বাস ভাড়া রাখায় পরিবহন খাতে স্বস্তি এসেছে বলে মনে করছেন পরিবহন মালিকরা।

ঈদুল ফিতরের আগেরদিন বাস কাউন্টার গুলোতে তুলনামূলক কম যাত্রী দেখা গেছে। তারা তাদের নির্ধারিত টিকিটে সহজেই নিজ গন্তব্যে পৌঁছাতে চেষ্টা করছে।

অথচ অনেক বাস মালিক দূরপাল্লার বাস নতুন কিনেছেন বলে জানিয়েছেন।

তাদের সাথে আলাপ কালে জানা যায়, যাএী সেবার মান বাড়াতে রংপুর,দিনাজপুর গামী, ও কুমিল্লা, ফেনী রোড়ে বাস কিনেছি যাতে ঈদে যাএীরা বাড়িতে নিরাপথে ও সময়মত বাড়ি যেতে পাড়ে।

দেশের প্রথম আধুনিক ও দৃষ্টিন নন্দন বাস টার্মিনাল সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে যাএী সেবার মান বৃদ্ধি করতে অতিরিক্ত বাস রাখা হচ্ছে। এবিষয়ে টার্মিনালে আসা অনেক যাএীর সাথে আলাপ কালে জানা যায় , আগে থেকে বাস যাএায় সহজ হয়েছে। কাউন্টার বাস পাওয়া যাচ্ছে ও  আগের নির্ধারিত হারে ভাড়া রাখা হচ্ছে। তবে নিরাপথ নেই সড়ক, যাএা পথে অনেক জায়গায় চুরি, ছিনতাইর ঘটনা ঘটেছে অনেকে অভিযোগ করছেন।

নিরাপত্তার বিষয়টা পুলিশ নজর দিলে ছিনতাই  রোধ পাবে বলে মনে করছেন।

দেশের অর্থনীতির চালিকাশক্তির মূল অংশ হচ্ছে পরিবহন খাত। তাই দেশের প্রতিটি বিভাগে বাস টার্মিনালে দূরপাল্লার বাস যাএার গুণগত সেবার বাড়াতে হবে। এই খাতের সেবার মান বৃদ্ধি করতে এখনি সময়ের দাবি।

এই বিষয়ে সিলেট জেলা বাস,মিনিবাস পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জুনু মিয়া  জানান, সিলেটে যাএী সেবার মান বেড়েছে, যাএী তুলনামূলক কম রয়েছে। তাদের সেবা প্রদানে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

সিলেটে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

সিলেটে পরিবহন খাতে স্বস্তি, বেড়েছে যাত্রী সেবার মান

প্রকাশের সময় : ০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫

সিলেটে পরিবহন খাতে এসেছে স্বস্তি। বিগত বছরের চেয়ে এই বছর পরিবহন মালিকদের মধ্যে স্থিরতা দেখা দিয়েছে। দেশে পট পরিবর্তনের ফলে পরিবহন ব্যবসা আলোর মুখ দেখছে মালিকরা। ফলে অনেকটাই পরিবর্তন হয়েছে দেশের অর্থনীতি খাতের একটি অংশ পরিবহন ব্যবসায়।

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাসের ভাড়া আগের নির্ধারিত হারে রাখা হচ্ছে। যাএা পথে নেই দূর্ভোগ ও ভোগান্তি।বিগত বছর গুলোতে দুই ঈদকে সামনে রেখে কিছু অসাধু পরিবহন ব্যবসায়ীরা তৈল সংকট ও অতিরিক্ত তৈলের দাম বৃদ্ধির দোহায় দিয়ে বাস ভাড়া অতিরিক্ত আদায় করতে দেখা যেতে। এই চিত্র  ভিন্ন  এই বছর আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে আগের নির্ধারিত দামে বাস ভাড়া রাখছে টিকেট কাউন্টারে দায়িত্বরতরা।

পরিবহন ব্যবসায়ী মালিক সূত্রে জানা যায়, রাজধানী ঢাকাগামী বাস হানিফ এন্টারপ্রাইজ,  ইউনিক পরিবহন,শ্যামলী, এস আর, শ্যামলী পরিবহন ,মামুন পরিবহন গ্রিন লাইন, আল মোবারক পরিবহন সহ সাতশত টাকা ও এনা পরিবহনে ছয়শত সওর টাকা দামে রাখা হচ্ছে। এছাড়া চট্টগ্রামগামী বাস ভাড়া একই বাসে এক হাজার টাকা রাখা হচ্ছে যা আগের নিয়মিত ভাড়া রাখা হচ্ছে। এ দিকে উওরবঙ্গ রংপুর, দিনাজপুর,যশোর বেনাপোলগামী বাস ভাড়া আঠারোশত থেকে ষোলশত টাকা রাখা হচ্ছে যা আগের নির্ধারিত হারে রয়েছে ।

দক্ষিণবঙ্গ বরিশাল বগুড়াগামী বাসে ষোলশত টাকা নিয়মিত ভাড়া রাখা হচ্ছে। টার্মিনাল সূত্র জানা যায় আগের হারে বাস ভাড়া রাখায় পরিবহন খাতে স্বস্তি এসেছে বলে মনে করছেন পরিবহন মালিকরা।

ঈদুল ফিতরের আগেরদিন বাস কাউন্টার গুলোতে তুলনামূলক কম যাত্রী দেখা গেছে। তারা তাদের নির্ধারিত টিকিটে সহজেই নিজ গন্তব্যে পৌঁছাতে চেষ্টা করছে।

অথচ অনেক বাস মালিক দূরপাল্লার বাস নতুন কিনেছেন বলে জানিয়েছেন।

তাদের সাথে আলাপ কালে জানা যায়, যাএী সেবার মান বাড়াতে রংপুর,দিনাজপুর গামী, ও কুমিল্লা, ফেনী রোড়ে বাস কিনেছি যাতে ঈদে যাএীরা বাড়িতে নিরাপথে ও সময়মত বাড়ি যেতে পাড়ে।

দেশের প্রথম আধুনিক ও দৃষ্টিন নন্দন বাস টার্মিনাল সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে যাএী সেবার মান বৃদ্ধি করতে অতিরিক্ত বাস রাখা হচ্ছে। এবিষয়ে টার্মিনালে আসা অনেক যাএীর সাথে আলাপ কালে জানা যায় , আগে থেকে বাস যাএায় সহজ হয়েছে। কাউন্টার বাস পাওয়া যাচ্ছে ও  আগের নির্ধারিত হারে ভাড়া রাখা হচ্ছে। তবে নিরাপথ নেই সড়ক, যাএা পথে অনেক জায়গায় চুরি, ছিনতাইর ঘটনা ঘটেছে অনেকে অভিযোগ করছেন।

নিরাপত্তার বিষয়টা পুলিশ নজর দিলে ছিনতাই  রোধ পাবে বলে মনে করছেন।

দেশের অর্থনীতির চালিকাশক্তির মূল অংশ হচ্ছে পরিবহন খাত। তাই দেশের প্রতিটি বিভাগে বাস টার্মিনালে দূরপাল্লার বাস যাএার গুণগত সেবার বাড়াতে হবে। এই খাতের সেবার মান বৃদ্ধি করতে এখনি সময়ের দাবি।

এই বিষয়ে সিলেট জেলা বাস,মিনিবাস পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জুনু মিয়া  জানান, সিলেটে যাএী সেবার মান বেড়েছে, যাএী তুলনামূলক কম রয়েছে। তাদের সেবা প্রদানে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।