সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজীর আতাপুর এলাকায় রেলক্রসিং-সংলগ্ন একটি পরিত্যক্ত সিগন্যাল কক্ষে থেকে তিনটি ককটেল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে র্যাব-৯ এর একটি দল ঘটনাস্থল থেকে ককটেলগুলো নিষ্ক্রিয় করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতের দিকে কয়েকজন এলাকাবাসী পরিত্যক্ত কক্ষে ককটেল সদৃশ বস্তু দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে র্যাবকে অবহিত করে।
র্যাব-৯ এর উপ-অধিনায়ক মেজর আব্দুল মুকিত নাফিসের নেতৃত্বে ১৫ সদস্যের একটি টিম ঘটনাস্থলে এসে ককটেলগুলো গিরে রেখে হেড কোয়ার্টারকে অবগত করে। পরে বিকেল ৪টার দিকে র্যাব-৯ এর বোমা নিস্ক্রিয়কারী ইউনিটের উপ-সহকারী পরিচালক মশিউর রহমানের নেতৃত্বে বিশেষ দল এসে ককটেলগুলো নিরাপদে ধ্বংস (ডিসপোজাল) করে।
মেজর আব্দুল মুকিত নাফিস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত রাতের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং হেড কোয়ার্টারকে অবহিত করি। পরে বিকেল ৪টার দিকে হেড কোয়ার্টার থেকে বিশেষ টিম এসে ককটেলগুলো নিরাপদে নিষ্ক্রিয় করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ উপ-অধিনায়ক মেজর আব্দুল মুকিত নাফিস বলেন, গত রাতের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছি এবং হেড কোয়ার্টারকে অবহিত করি। পরে বিকেল ৪টার দিকে হেড কোয়ার্টার থেকে একদল বোমা নিস্ক্রিয়কারী টিম এসে ককটেলগুলো নিরাপদে নিষ্ক্রিয় করে।