সিলেট নগরের শেখঘাট এলাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ হারানো চিকিৎসক রাহিমা খানম জেসি’র হত্যাকারী ঘাতক ট্রাক চালক মো. আব্দুল কাদিরকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
বৃহস্পতিবার (১৯ জুন) সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা পুলিশের এক অভিযানে তাকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক।
তিনি বলেন, তাকে আমরা গ্রেফতার করেছি আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, গত (৮ জুন) রিকশায় করে যাওয়ার প্রাক্কালে সিলেট নগরের কাজিরবাজার ব্রিজ থেকে জিতু মিয়ার পয়েন্টে রিকশার পিছন দিকে ধাক্কা দিলে ট্রাকের ধাক্কায় প্রাণ হারান সিলেট ওমেন্স মেডিকেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক রাহিমা খানম জেসি। তিনি সিলেটের দক্ষিণ সুরমা লালাবাজার ইউনিয়নের বাসিন্দা।