, বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জুলাই গণভ্যূত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের গণমিছিল সিলেটে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগে বিক্ষোভ, আটক ৩ হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে বিশ্বনাথে বিএনপির বিজয় মিছিল ৩৬ জুলাইয়ে সিলেটে শহীদদের স্মরণে ৩৬টি বৃক্ষরোপণ ভারী বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, সিলেট-সুনামগঞ্জে বন্যার শঙ্কা বিমানবন্দরে সংবর্ধিত ফ্যাসিবাদবিরোধী সাংবাদিক এমদাদ চৌধুরী দীপু জুলাই মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ২৬ জন সিলেটে জোড়া খুনের মামলার রায়ে ২ ভাইয়ের মৃত্যুদণ্ড সিলেটে ফের বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ : ৪ জন শনাক্ত বাস চালক গ্রেপ্তারের প্রতিবাদে সিলেটের ৩ জেলায় বাস চলাচল বন্ধ
বিজ্ঞাপন :
সকল জেলায় সাংবাদিক নিয়োগ চলছে

সিলেটে নজর কাড়ছে ৭ লাখ টাকার ২৭ মণ ওজনের বাহুবলী-৪ 

মহাকাব্যিক অ্যাকশনধর্মী চলচ্চিত্রের আলোচিত চরিত্র ‘বাহুবলী’। সিনেমা চরিত্রের প্রধান নায়কের নামে সিলেটে রাখা হলো গরুর নাম ‘বাহুবলী’। ইতোমধ্যে গরুটি নজর কাড়ছে মানুষের।

ওজনে প্রায় ২৭ মণের গরুটির নাম রাখা হয়েছে ‘বাহুবলী-৪। এর আগে বাহুবলী-১,২,৩ বিক্রি হয়ে গেছে। এখন বাহুবলী-৪ গরুটির দাম চাওয়া হচ্ছে ৭ লাখ টাকা।

অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান প্রজাতির বাহুবলী-৪ নামের গরুটি তোলা হবে সিলেটের সব চেয়ে বড় পশুরহাট নগরের কাজিরবাজারে। উচ্চতায় ৫ ফুট ও দৈর্ঘ্যে ৯ ফুটের গরুটি দেখতে প্রতিদিন ভিড় করেন লোকজন।

গরুটির মালিক মাসুক আহমেদ বলেন, গত কয়েকদিনে একে একে তিনটি গরু বাহুবলী-১,২,৩ বিক্রি করেছেন তিনি।

সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের শালেশ্বর গ্রামের খামারি মাসুক আহমেদের বাড়িতে গিয়ে দেখা যায়, শখের পালিত গরুটিকে নিজ হাতে যত্ন করছেন।
এর আগে গত ঈদুল আজহায় নানা প্রজাতির গরু বিক্রি করেছেন তিনি। বর্তমানে বাহুবলী-৪ গরুটি লালন পালন করার জন্য সঙ্গে দুইজন মানুষও রেখেছেন। গরুটি দেখে অনেকেই দাম হাকান। তবে সাত লাখ টাকা দাম পেলে এবারের ঈদে পছন্দের এই গরুটি বিক্রি করতে ইচ্ছুক তিনি।

তিনি বলেন, বাহুবলীর বয়স তিন বছর। কোনো ধরনের মেডিসিন কিংবা বাইরের খাবার ছাড়াই ঘাস-ভুট্টাসহ ঘরোয়া পরিবেশে খাবার খাইয়ে বড় করা হয়েছে।

মাসুক আহমেদ বলেন, আমার এই গরুটি অনেক শখের। মূলত ব্যবসার পাশাপাশি শখের বসে গরু লালন-পালন নেশা হয়ে গেছে।

এর আগে একাধিক বার বড় প্রজাতির গরু বিক্রি করেছেন তিনি। যেগুলো বাহুবলী নাম ছিল, তাই এটির নাম রেখেছি বাহুবলী-৪। গরুটিকে প্রতিদিন পাঁচ থেকে ছয়শ টাকার খাবার খাওয়ানো হয়। তবে ন্যায্যদাম পেলে বাড়িতেই বিক্রি করে দেবেন, নয়তো কাজিরবাজার পশুর হাটে উঠাবেন।

জনপ্রিয়

জুলাই গণভ্যূত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের গণমিছিল

সিলেটে নজর কাড়ছে ৭ লাখ টাকার ২৭ মণ ওজনের বাহুবলী-৪ 

প্রকাশের সময় : ০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

মহাকাব্যিক অ্যাকশনধর্মী চলচ্চিত্রের আলোচিত চরিত্র ‘বাহুবলী’। সিনেমা চরিত্রের প্রধান নায়কের নামে সিলেটে রাখা হলো গরুর নাম ‘বাহুবলী’। ইতোমধ্যে গরুটি নজর কাড়ছে মানুষের।

ওজনে প্রায় ২৭ মণের গরুটির নাম রাখা হয়েছে ‘বাহুবলী-৪। এর আগে বাহুবলী-১,২,৩ বিক্রি হয়ে গেছে। এখন বাহুবলী-৪ গরুটির দাম চাওয়া হচ্ছে ৭ লাখ টাকা।

অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান প্রজাতির বাহুবলী-৪ নামের গরুটি তোলা হবে সিলেটের সব চেয়ে বড় পশুরহাট নগরের কাজিরবাজারে। উচ্চতায় ৫ ফুট ও দৈর্ঘ্যে ৯ ফুটের গরুটি দেখতে প্রতিদিন ভিড় করেন লোকজন।

গরুটির মালিক মাসুক আহমেদ বলেন, গত কয়েকদিনে একে একে তিনটি গরু বাহুবলী-১,২,৩ বিক্রি করেছেন তিনি।

সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের শালেশ্বর গ্রামের খামারি মাসুক আহমেদের বাড়িতে গিয়ে দেখা যায়, শখের পালিত গরুটিকে নিজ হাতে যত্ন করছেন।
এর আগে গত ঈদুল আজহায় নানা প্রজাতির গরু বিক্রি করেছেন তিনি। বর্তমানে বাহুবলী-৪ গরুটি লালন পালন করার জন্য সঙ্গে দুইজন মানুষও রেখেছেন। গরুটি দেখে অনেকেই দাম হাকান। তবে সাত লাখ টাকা দাম পেলে এবারের ঈদে পছন্দের এই গরুটি বিক্রি করতে ইচ্ছুক তিনি।

তিনি বলেন, বাহুবলীর বয়স তিন বছর। কোনো ধরনের মেডিসিন কিংবা বাইরের খাবার ছাড়াই ঘাস-ভুট্টাসহ ঘরোয়া পরিবেশে খাবার খাইয়ে বড় করা হয়েছে।

মাসুক আহমেদ বলেন, আমার এই গরুটি অনেক শখের। মূলত ব্যবসার পাশাপাশি শখের বসে গরু লালন-পালন নেশা হয়ে গেছে।

এর আগে একাধিক বার বড় প্রজাতির গরু বিক্রি করেছেন তিনি। যেগুলো বাহুবলী নাম ছিল, তাই এটির নাম রেখেছি বাহুবলী-৪। গরুটিকে প্রতিদিন পাঁচ থেকে ছয়শ টাকার খাবার খাওয়ানো হয়। তবে ন্যায্যদাম পেলে বাড়িতেই বিক্রি করে দেবেন, নয়তো কাজিরবাজার পশুর হাটে উঠাবেন।