, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ওসমানীনগরে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত জিয়াউর রহমান ফাউন্ডেশন ২৬ বছর ধরে কাজ করছে : ডা. ফরহাদ হালিম ডোনার সাদাপাথর লুটপাটে সিলেট জামায়াতের নিন্দা : জড়িতদের গ্রেফতার ও শাস্থি দাবি রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে : সিলেট বিএনপি স্কলার্সহোম কলেজে বিজ্ঞানমেলা, অলিম্পিয়াড ও কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ইসলামী ফ্রন্ট সিলেট জেলা শাখার কাউন্সিল সফলে প্রস্তুতি সভা শুক্রবার নজিরবিহীন লুটপাটে স্থবির সাদাপাথর, সৌন্দর্য ফেরাতে তৎপর প্রশাসন সিলেটের সাদাপাথর লুটের ঘটনায় বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সিলেটে সাদা পাথর লুটপাট: অভিযানে ৫২ হাজার ঘনফুট পাথর উদ্ধার সুনামগঞ্জে ৮ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৭ জন
বিজ্ঞাপন :
সকল জেলায় সাংবাদিক নিয়োগ চলছে

সিলেটে ঠিকাদারকে জিম্মি ও বিএনপি নেতার শেল্টারে পালিয়ে যাওয়া সেই বালুখেকো আজাদ গ্রেফতার

৫ আগস্ট সরকার পতনের পর অনেকটা গা-ঢাকা দিয়েই ছিলেন সুনামগঞ্জের চিহ্নিত বালুখেকো, বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য আজাদ হোসেন। গত ১৯ মার্চ এক ঠিকাদারকে জিম্মি করে ৮৬ কোটি টাকার কাজ ছিনিয়ে নেওয়ার সময় পুলিশ হোটেলটি ঘিরে ফেলে।

স্থানীয় এক বিএনপি নেতার শেল্টারে সেখান থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান তিনি। তারপর থেকে আবারও আত্মগোপনে চলে যান তিনি। শেষ রক্ষা হয়নি।

বুধবার রাতে ঢাকার শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) গোয়েন্দা বিভাগ।

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজাদ হোসেনসহ গ্রেফতারকৃত ১১ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৯ মার্চ দুপুরে সিলেটে সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদারকে অপহরণের পর জোরপূর্বক ৮৬ কোটি টাকার কাজ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এই আওয়ামী লীগ নেতা। ঠিকাদারের ডাকে পুলিশ ঘটনাস্থলে গেলেও পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান। তার বিরুদ্ধে এক ঠিকাদারকে অপহরণ ও মারধরের অভিযোগে সিলেট কোতোয়ালি থানায় মামলা দায়ের হয়। তারপর থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি।

কে এই আজাদ হোসেন

আজাদ হোসেন ১৫ বছর আগেও দরিদ্র পরিবারের সন্তান ছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রথমে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত এবং পরবর্তীতে সুনামগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের ছত্রছায়ায় আঙুল ফুলে কলাগাছ বনে যান তিনি। ২০১২ সালে সুরঞ্জিত সেনের কথা বলে রেলে নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেন আজাদ।

এরপর ২০১৬ ও ২০১৮ সালে রতনের প্রভাব খাটিয়ে বড় বড় বালুমহাল ইজারা নিয়ে কয়েক কোটি টাকার মালিক হন। ২০২২ সালে তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।

জনপ্রিয়

ওসমানীনগরে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সিলেটে ঠিকাদারকে জিম্মি ও বিএনপি নেতার শেল্টারে পালিয়ে যাওয়া সেই বালুখেকো আজাদ গ্রেফতার

প্রকাশের সময় : ০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

৫ আগস্ট সরকার পতনের পর অনেকটা গা-ঢাকা দিয়েই ছিলেন সুনামগঞ্জের চিহ্নিত বালুখেকো, বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য আজাদ হোসেন। গত ১৯ মার্চ এক ঠিকাদারকে জিম্মি করে ৮৬ কোটি টাকার কাজ ছিনিয়ে নেওয়ার সময় পুলিশ হোটেলটি ঘিরে ফেলে।

স্থানীয় এক বিএনপি নেতার শেল্টারে সেখান থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান তিনি। তারপর থেকে আবারও আত্মগোপনে চলে যান তিনি। শেষ রক্ষা হয়নি।

বুধবার রাতে ঢাকার শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) গোয়েন্দা বিভাগ।

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজাদ হোসেনসহ গ্রেফতারকৃত ১১ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৯ মার্চ দুপুরে সিলেটে সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদারকে অপহরণের পর জোরপূর্বক ৮৬ কোটি টাকার কাজ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এই আওয়ামী লীগ নেতা। ঠিকাদারের ডাকে পুলিশ ঘটনাস্থলে গেলেও পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান। তার বিরুদ্ধে এক ঠিকাদারকে অপহরণ ও মারধরের অভিযোগে সিলেট কোতোয়ালি থানায় মামলা দায়ের হয়। তারপর থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি।

কে এই আজাদ হোসেন

আজাদ হোসেন ১৫ বছর আগেও দরিদ্র পরিবারের সন্তান ছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রথমে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত এবং পরবর্তীতে সুনামগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের ছত্রছায়ায় আঙুল ফুলে কলাগাছ বনে যান তিনি। ২০১২ সালে সুরঞ্জিত সেনের কথা বলে রেলে নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেন আজাদ।

এরপর ২০১৬ ও ২০১৮ সালে রতনের প্রভাব খাটিয়ে বড় বড় বালুমহাল ইজারা নিয়ে কয়েক কোটি টাকার মালিক হন। ২০২২ সালে তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।