, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আজ রোববার সিলেটে একঘন্টার জন্য বন্ধ থাকবে দোকানপাট, চলবে না যানবাহন উইমেন ফর উইমেন রাইটস’র মতবিনিময় সভা অনুষ্ঠিত বিএনপি ক্ষমতায় গেলে কর্মহীন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এডভোকেট জেবুন নাহার সেলিম সিলেটে সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রির দাবিতে সভা অনুষ্ঠিত আট দফা দাবিতে ১ নভেম্বর থেকে সিলেটে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ সিলেটে অধ্যাপক ফজলুর রহমানের ‘ধর্মনিরপেক্ষ মুসলমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন সিলেটে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বিশেষ কল্যাণ সভায় হাইওয়ে পুলিশের সেবার মানোন্নয়ন প্রত্যয়ে অঙ্গীকার সিলেটে গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক পরামর্শ কর্মশালা ১৭ বছর বয়সে বিমানের পাইলট সিলেটের আহনাফ

সিলেটে গরম ও লোডশেডিংয়ে নাকাল সাধারণ মানুষ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১৯ পড়া হয়েছে

সিলেট গরমের তীব্রতা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লোডশেডিংও বৃদ্ধি পাওয়ায় সিলেটের জনজীবন দুর্ভোগে পড়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই সিলেট নগরীসহ পুরো বিভাগে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং চলছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেট বিভাগীয় অফিস সূত্র জানিয়েছে, দেশে হঠাৎ বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় এবং উৎপাদন কমে যাওয়ায় সিলেটেও লোডশেডিং পরিস্থিতি তৈরি হয়েছে। পিডিবি আশা করছে, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে।

পিডিবি সিলেট সূত্র জানায়, জাতীয় গ্রিড থেকে সরবরাহ সংকটের কারণে দিনে-রাতে একাধিকবার লোডশেডিং দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট বিভাগের বিদ্যুতের চাহিদা ছিল ২৪০ মেগাওয়াটেরও বেশি, কিন্তু সরবরাহ মিলেছে মাত্র ১৭০ মেগাওয়াট। এর ফলে ৩০ শতাংশ লোডশেডিং কার্যকর করা হয়েছে।

সিলেট জেলায় বিদ্যুতের চাহিদা ছিল ১৫০ মেগাওয়াট, কিন্তু সরবরাহ পেয়েছে মাত্র ১০০ মেগাওয়াট। ফলে জেলায় ৩৬ শতাংশ লোডশেডিং হয়েছে। এই কারণে সিলেটের বিভিন্ন এলাকায় এক ঘন্টা পর পর বিদ্যুৎ বন্ধ হচ্ছে।

পিডিবি সিলেট বিভাগের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির জানান, “জাতীয় গ্রিড থেকে সরবরাহ কম হওয়ায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এটি কতদিন চলবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে ২-৩ দিনের মধ্যে পরিস্থিতির কিছুটা উন্নতির সম্ভাবনা আছে।”

সিলেটবাসী জানিয়েছেন, গরম এবং বারবার লোডশেডিংয়ের কারণে দৈনন্দিন কাজ ও ব্যবসায়িক কর্মকাণ্ড বিপর্যস্ত হচ্ছে। বিশেষ করে স্কুল, কলেজ ও অফিসের কাজ প্রভাবিত হচ্ছে।

জনপ্রিয়

আজ রোববার সিলেটে একঘন্টার জন্য বন্ধ থাকবে দোকানপাট, চলবে না যানবাহন

সিলেটে গরম ও লোডশেডিংয়ে নাকাল সাধারণ মানুষ

প্রকাশের সময় : ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

সিলেট গরমের তীব্রতা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লোডশেডিংও বৃদ্ধি পাওয়ায় সিলেটের জনজীবন দুর্ভোগে পড়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই সিলেট নগরীসহ পুরো বিভাগে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং চলছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেট বিভাগীয় অফিস সূত্র জানিয়েছে, দেশে হঠাৎ বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় এবং উৎপাদন কমে যাওয়ায় সিলেটেও লোডশেডিং পরিস্থিতি তৈরি হয়েছে। পিডিবি আশা করছে, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে।

পিডিবি সিলেট সূত্র জানায়, জাতীয় গ্রিড থেকে সরবরাহ সংকটের কারণে দিনে-রাতে একাধিকবার লোডশেডিং দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট বিভাগের বিদ্যুতের চাহিদা ছিল ২৪০ মেগাওয়াটেরও বেশি, কিন্তু সরবরাহ মিলেছে মাত্র ১৭০ মেগাওয়াট। এর ফলে ৩০ শতাংশ লোডশেডিং কার্যকর করা হয়েছে।

সিলেট জেলায় বিদ্যুতের চাহিদা ছিল ১৫০ মেগাওয়াট, কিন্তু সরবরাহ পেয়েছে মাত্র ১০০ মেগাওয়াট। ফলে জেলায় ৩৬ শতাংশ লোডশেডিং হয়েছে। এই কারণে সিলেটের বিভিন্ন এলাকায় এক ঘন্টা পর পর বিদ্যুৎ বন্ধ হচ্ছে।

পিডিবি সিলেট বিভাগের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির জানান, “জাতীয় গ্রিড থেকে সরবরাহ কম হওয়ায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এটি কতদিন চলবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে ২-৩ দিনের মধ্যে পরিস্থিতির কিছুটা উন্নতির সম্ভাবনা আছে।”

সিলেটবাসী জানিয়েছেন, গরম এবং বারবার লোডশেডিংয়ের কারণে দৈনন্দিন কাজ ও ব্যবসায়িক কর্মকাণ্ড বিপর্যস্ত হচ্ছে। বিশেষ করে স্কুল, কলেজ ও অফিসের কাজ প্রভাবিত হচ্ছে।