, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আজ রোববার সিলেটে একঘন্টার জন্য বন্ধ থাকবে দোকানপাট, চলবে না যানবাহন উইমেন ফর উইমেন রাইটস’র মতবিনিময় সভা অনুষ্ঠিত বিএনপি ক্ষমতায় গেলে কর্মহীন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এডভোকেট জেবুন নাহার সেলিম সিলেটে সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রির দাবিতে সভা অনুষ্ঠিত আট দফা দাবিতে ১ নভেম্বর থেকে সিলেটে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ সিলেটে অধ্যাপক ফজলুর রহমানের ‘ধর্মনিরপেক্ষ মুসলমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন সিলেটে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বিশেষ কল্যাণ সভায় হাইওয়ে পুলিশের সেবার মানোন্নয়ন প্রত্যয়ে অঙ্গীকার সিলেটে গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক পরামর্শ কর্মশালা ১৭ বছর বয়সে বিমানের পাইলট সিলেটের আহনাফ

সিলেটে উপদেষ্টাদের গাড়িবহর আটকে বিক্ষোভ : চার ছাত্রদল-যুবদল নেতা কারাগারে

সিলেটে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভের ঘটনায় করা মামলায় ছাত্রদল ও যুবদলের চার নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিলেট জেলা ও দায়রা জজ আদালত এ আদেশ দেন। এর আগে আসামিরা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

কারাগারে যাওয়া নেতারা হলেন- গোয়াইনঘাটের পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন, জ্যেষ্ঠ সহসভাপতি সুমন শিকদার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমদ এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ খান (সম্প্রতি বহিষ্কৃত)।

মামলার সরকারি কৌঁসুলি (পিপি) আশিক উদ্দিন জানান, ওই চারজন উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার তাঁরা আত্মসমর্পণ করে পুনরায় জামিন আবেদন করেন। তবে আদালত আবেদন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ১৪ জুন জাফলং এলাকা পরিদর্শনে যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ফেরার পথে গোয়াইনঘাটের বল্লাঘাট এলাকায় তাঁদের গাড়িবহর আটকে বিক্ষোভ করেন বালু-পাথর ব্যবসায়ী ও শ্রমিকেরা। এ সময় পাথর কোয়ারি চালুর দাবিতে স্লোগান দেন তাঁরা।

ঘটনার পরদিন গোয়াইনঘাট থানায় সরকারি কাজে বাধাদান, গাড়ি আটক ও অবরোধের অভিযোগে মামলা হয়। এতে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে আসামি করা হয়।

জনপ্রিয়

আজ রোববার সিলেটে একঘন্টার জন্য বন্ধ থাকবে দোকানপাট, চলবে না যানবাহন

সিলেটে উপদেষ্টাদের গাড়িবহর আটকে বিক্ষোভ : চার ছাত্রদল-যুবদল নেতা কারাগারে

প্রকাশের সময় : ০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

সিলেটে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভের ঘটনায় করা মামলায় ছাত্রদল ও যুবদলের চার নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিলেট জেলা ও দায়রা জজ আদালত এ আদেশ দেন। এর আগে আসামিরা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

কারাগারে যাওয়া নেতারা হলেন- গোয়াইনঘাটের পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন, জ্যেষ্ঠ সহসভাপতি সুমন শিকদার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমদ এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ খান (সম্প্রতি বহিষ্কৃত)।

মামলার সরকারি কৌঁসুলি (পিপি) আশিক উদ্দিন জানান, ওই চারজন উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার তাঁরা আত্মসমর্পণ করে পুনরায় জামিন আবেদন করেন। তবে আদালত আবেদন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ১৪ জুন জাফলং এলাকা পরিদর্শনে যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ফেরার পথে গোয়াইনঘাটের বল্লাঘাট এলাকায় তাঁদের গাড়িবহর আটকে বিক্ষোভ করেন বালু-পাথর ব্যবসায়ী ও শ্রমিকেরা। এ সময় পাথর কোয়ারি চালুর দাবিতে স্লোগান দেন তাঁরা।

ঘটনার পরদিন গোয়াইনঘাট থানায় সরকারি কাজে বাধাদান, গাড়ি আটক ও অবরোধের অভিযোগে মামলা হয়। এতে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে আসামি করা হয়।