, সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে জোড়া খুনের মামলার রায়ে ২ ভাইয়ের মৃত্যুদণ্ড সিলেটে ফের বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ : ৪ জন শনাক্ত বাস চালক গ্রেপ্তারের প্রতিবাদে সিলেটের ৩ জেলায় বাস চলাচল বন্ধ জুলাই বৈষম্যহীন দেশ গড়ার চেতনা : খান মো. রেজা-উন-নবী ‘সিলেট নগরীকে পর্যায়ক্রমে ভিক্ষুক মুক্ত করা হবে’ সিলেটে পুলিশের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আফজল মিয়ার ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক সিলেট-চারখাই-শেওলা চারলেন প্রকল্প বাতিলের ষড়যন্ত্র মেনে নেয়া হবেনা : ড. মো: এনামুল হক চৌধুরী বিশ্বনাথে এসএসসি ও দাখিল কৃতি শিক্ষার্থীকে ছাত্র মজলিসের সংবর্ধনা তারেক রহমানকে নিয়ে নাদেলের কটুক্তির প্রতিবাদে সিলেট জুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড়
বিজ্ঞাপন :
সকল জেলায় সাংবাদিক নিয়োগ চলছে

সিলেটে ঈদের রাতে গার্মেন্টসকর্মীকে জোরপূর্বক দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ২

সিলেট নগরীর দক্ষিণ সুরমায় ঈদের রাতে একটি হোটেলে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৮ জুন) সন্ধ্যা ৬টায় ডায়মন্ড আবাসিক হোটেলের ম্যানেজার লুৎফর রহমান (৪৫) ও হোটেলের নাইটগার্ড খিজির আহমদকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ঈদের দিন রাত ১০টার দিকে ঢাকা থেকে এক গার্মেন্টসকর্মী সিলেটের কদমতলী বাসস্ট্যান্ডে পৌঁছান। নিজ বাড়িতে ফেরার বাস না পেয়ে হোটেল খুঁজছিলেন। এ সময় তার সঙ্গে পরিচয় হয় রিফাত ওরফে মুরাদ (২৫) নামের এক যুবকের। তিনি ভিকটিমকে হোটেলে থাকার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে কদমতলীর যমুনা মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ডায়মন্ড আবাসিক হোটেলে নিয়ে যান। এই হোটেলের একটি কক্ষ ভাড়া দেওয়া হয় ভিকটিমকে। রাত ৩টার দিকে হোটেল ম্যানেজার লুৎফর রহমান কক্ষে এসে জোরপূর্বক দরজা খুলে তিনিসহ খিজির আহমদ, রিফাত ওরফে মুরাদ ও তানভীর; মোট চারজন মিলে ভিকটিমকে ভোর ৬টা পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করেন।

পরবর্তীতে ভিকটিম অসুস্থ হয়ে পড়লে সকাল ১০টার দিকে হোটেলের ম্যানেজার লুৎফর রহমান তাকে হোটেল থেকে বের করে দেন। পরে এক বাসের স্টাফ ভিকটিমকে কদমতলী বাসস্ট্যান্ডে র‍্যাবের অস্থায়ী ক্যাম্পে নিয়ে গেলে র‍্যাব দক্ষিণ সুরমা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ভিকটিমকে হেফাজতে নিয়ে তার দেওয়া তথ্য অনুযায়ী ডায়মন্ড আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ম্যানেজার লুৎফর রহমান ও নাইটগার্ড খিজির আহমদকে আটক করে।

ম্যানেজার লুৎফর রহমানের বাড়ি সুনামগঞ্জ সদর থানার লালপুর গ্রামের। নাইটগার্ড খিজির আহমদ ওসমানী নগর থানার মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা।

ভিকটিমকে শারীরিক অসুস্থতার কারণে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে ভর্তি রয়েছেন ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(৩) ধারায় মামলা করা হয়েছে (মামলা নং-০২, তারিখ- ০৯/০৬/২০২৫)।

গ্রেপ্তার আসামিদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

সিলেটে জোড়া খুনের মামলার রায়ে ২ ভাইয়ের মৃত্যুদণ্ড

সিলেটে ঈদের রাতে গার্মেন্টসকর্মীকে জোরপূর্বক দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ২

প্রকাশের সময় : ০২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

সিলেট নগরীর দক্ষিণ সুরমায় ঈদের রাতে একটি হোটেলে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৮ জুন) সন্ধ্যা ৬টায় ডায়মন্ড আবাসিক হোটেলের ম্যানেজার লুৎফর রহমান (৪৫) ও হোটেলের নাইটগার্ড খিজির আহমদকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ঈদের দিন রাত ১০টার দিকে ঢাকা থেকে এক গার্মেন্টসকর্মী সিলেটের কদমতলী বাসস্ট্যান্ডে পৌঁছান। নিজ বাড়িতে ফেরার বাস না পেয়ে হোটেল খুঁজছিলেন। এ সময় তার সঙ্গে পরিচয় হয় রিফাত ওরফে মুরাদ (২৫) নামের এক যুবকের। তিনি ভিকটিমকে হোটেলে থাকার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে কদমতলীর যমুনা মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ডায়মন্ড আবাসিক হোটেলে নিয়ে যান। এই হোটেলের একটি কক্ষ ভাড়া দেওয়া হয় ভিকটিমকে। রাত ৩টার দিকে হোটেল ম্যানেজার লুৎফর রহমান কক্ষে এসে জোরপূর্বক দরজা খুলে তিনিসহ খিজির আহমদ, রিফাত ওরফে মুরাদ ও তানভীর; মোট চারজন মিলে ভিকটিমকে ভোর ৬টা পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করেন।

পরবর্তীতে ভিকটিম অসুস্থ হয়ে পড়লে সকাল ১০টার দিকে হোটেলের ম্যানেজার লুৎফর রহমান তাকে হোটেল থেকে বের করে দেন। পরে এক বাসের স্টাফ ভিকটিমকে কদমতলী বাসস্ট্যান্ডে র‍্যাবের অস্থায়ী ক্যাম্পে নিয়ে গেলে র‍্যাব দক্ষিণ সুরমা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ভিকটিমকে হেফাজতে নিয়ে তার দেওয়া তথ্য অনুযায়ী ডায়মন্ড আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ম্যানেজার লুৎফর রহমান ও নাইটগার্ড খিজির আহমদকে আটক করে।

ম্যানেজার লুৎফর রহমানের বাড়ি সুনামগঞ্জ সদর থানার লালপুর গ্রামের। নাইটগার্ড খিজির আহমদ ওসমানী নগর থানার মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা।

ভিকটিমকে শারীরিক অসুস্থতার কারণে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে ভর্তি রয়েছেন ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(৩) ধারায় মামলা করা হয়েছে (মামলা নং-০২, তারিখ- ০৯/০৬/২০২৫)।

গ্রেপ্তার আসামিদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তার জন্য অভিযান অব্যাহত রয়েছে।