সিলেটের দক্ষিণ সুরমায় পৃথক অভিযানে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ১০ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ জুন) দক্ষিণ সুরমা থানার ‘আল-তকদির’ আবাসিক হোটেল ও ওসমানী মেডিকেল রোডস্থ ‘রজনীগন্ধা আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-নুপুর আক্তার (২৮), রুনা আক্তার (২৭), জলি খাতুন (২১), চাম্পা বেগম (৩২), মোঃ শামিম আহমেদ (২৫), সাজু মিয়া (২৪), সুজিত দাস (৫০), আমিনুল ইসলাম (২৮), বাদশা মিয়া (২৪), মর্জিনা আক্তার (২২)।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন এসএমপি মিডিয়া এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, দক্ষিণ সুরমা থানার নন এফআইআর নং-১২১, ২০, কোতোয়ালী মডেল থানার নন এফআইআর নং-২৬৬, তারিখ-২০/০৬/২০২৫ ইং ধারা: সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ রুজু হয়। গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।