বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক ফজলুর রহমান রচিত ‘ধর্মনিরপেক্ষ মুসলমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে সিলেটে উক্ত গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গ্রন্থটির রচয়িতা বর্ষীয়ান রাজনীতিবিদ অধ্যাপক ফজলুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও আগামী নির্বাচনে সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান, হবিগঞ্জ জেলা আমীর কাজী মোখলেসুর রহমান আমির ও মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী।
এছাড়া অনুষ্ঠানে সিলেট মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন- ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক সবকিছুর সুনির্দিষ্ট সুষ্পষ্ট নির্দেশনা রয়েছে। তাই একজন মুসলমানের জন্য ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম গ্রহণযোগ্য নয়, কারণ এটি ধর্মীয় এবং পার্থিব জীবনকে আলাদা করে। এজন্য কোন মুসলমান কোনভাবেই ধর্মনিরপেক্ষ হতে পারে না। একজন মুসলমানকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের নির্দেশনা মেনে চলা উচিত। অন্যথায় ইহকাল ও পরকালে কঠিন শাস্থির নির্দেশ দেয়া হয়েছে। বিজ্ঞপ্তি