, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেট-হবিগঞ্জ রুটে চালু হচ্ছে এসি বাস সিলেট নগরের যে সড়কে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা দিলো পুলিশ চট্টগ্রামে ছাত্রকে বলাৎকারের দায়ে মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড ডাক্তারী পেশা পৃথিবীর অন্যতম মহৎ ও মানবিক পেশা : ফখরুল ইসলাম মৌলভীবাজারে প্রেমিকার আপত্তিকর ছবি ফেসবুকে প্রকাশ করায় প্রেমিক গ্রেপ্তার রাষ্ট্র ও জনগণের যে কোন প্রয়োজনে পুলিশ পাশে থাকবে :  এসএমপি কমিশনার সিলেট-ঢাকা ৬ লাইন মহাসড়ক কাজের দ্রুত অগ্রগতির ব্যাপারে প্রশাসন অত্যন্ত আন্তরিক : ইউএনও ঊর্মি রায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস খাদে পড়ে আহত ৩০ ইলিয়াস আলীকে কারা গুম করেছিল, ‘বের করা হয়েছে’ : ট্রাইব্যুনালে প্রসিকিউটরের ঘোষণা সিলেটে ঘর থেকে তুলে নিয়ে প্রাণে মারার হুমকি দিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

সিলেটের বিভিন্ন সীমান্তে দিয়ে আরও ১৫৩ জনকে পুশইন করল বিএসএফ

সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে এক রাতে নারী-পুরুষ ও শিশুসহ ১৫৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (২৪ মে) রাত থেকে রোববার (২৫ মে) সকাল পর্যন্ত সিলেটের বিয়ানীবাজার ও বড়লেখা সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। দেশে প্রবেশের পর তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৫ মে) সকালে এই দুই জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, সিলেটের বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রাম বিওপি এলাকায় ৩২ জন, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু বিওপি ক্যাম্পে ৭৯ জন, একই উপজেলার পাল্লাথল বিওপিতে ৪২ জন অনুপ্রবেশকারীকে আটক করা হয়।

শ্রীমঙ্গল সেক্টরের অধীনস্থ ৫২ বিজিবির সদস্যরা সীমান্তের তিনটি বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) ক্যাম্প থেকে এসব ব্যক্তিকে আটক করে।

আটকের বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.মেহেদী হাসান, পিপিএম সারাবাংলাকে বলেন, পুশইনের ঘটনায় জড়িতদের আটক করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘটনার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং তাদের দিক-নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এদিকে গত ১০ দিনে সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে এ নিয়ে ১৯০ জনকে ফেরত পাঠাল বিএসএফ। এর আগে গত ১৪ মে সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ১৬ জনকে এবং ২৪ মে একই সীমান্ত দিয়ে ২১ জনকে পুশইন করে বিএসএফ।

জনপ্রিয়

সিলেট-হবিগঞ্জ রুটে চালু হচ্ছে এসি বাস

সিলেটের বিভিন্ন সীমান্তে দিয়ে আরও ১৫৩ জনকে পুশইন করল বিএসএফ

প্রকাশের সময় : ০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে এক রাতে নারী-পুরুষ ও শিশুসহ ১৫৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (২৪ মে) রাত থেকে রোববার (২৫ মে) সকাল পর্যন্ত সিলেটের বিয়ানীবাজার ও বড়লেখা সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। দেশে প্রবেশের পর তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৫ মে) সকালে এই দুই জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, সিলেটের বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রাম বিওপি এলাকায় ৩২ জন, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু বিওপি ক্যাম্পে ৭৯ জন, একই উপজেলার পাল্লাথল বিওপিতে ৪২ জন অনুপ্রবেশকারীকে আটক করা হয়।

শ্রীমঙ্গল সেক্টরের অধীনস্থ ৫২ বিজিবির সদস্যরা সীমান্তের তিনটি বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) ক্যাম্প থেকে এসব ব্যক্তিকে আটক করে।

আটকের বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.মেহেদী হাসান, পিপিএম সারাবাংলাকে বলেন, পুশইনের ঘটনায় জড়িতদের আটক করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘটনার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং তাদের দিক-নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এদিকে গত ১০ দিনে সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে এ নিয়ে ১৯০ জনকে ফেরত পাঠাল বিএসএফ। এর আগে গত ১৪ মে সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ১৬ জনকে এবং ২৪ মে একই সীমান্ত দিয়ে ২১ জনকে পুশইন করে বিএসএফ।