, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আজ রোববার সিলেটে একঘন্টার জন্য বন্ধ থাকবে দোকানপাট, চলবে না যানবাহন উইমেন ফর উইমেন রাইটস’র মতবিনিময় সভা অনুষ্ঠিত বিএনপি ক্ষমতায় গেলে কর্মহীন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এডভোকেট জেবুন নাহার সেলিম সিলেটে সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রির দাবিতে সভা অনুষ্ঠিত আট দফা দাবিতে ১ নভেম্বর থেকে সিলেটে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ সিলেটে অধ্যাপক ফজলুর রহমানের ‘ধর্মনিরপেক্ষ মুসলমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন সিলেটে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বিশেষ কল্যাণ সভায় হাইওয়ে পুলিশের সেবার মানোন্নয়ন প্রত্যয়ে অঙ্গীকার সিলেটে গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক পরামর্শ কর্মশালা ১৭ বছর বয়সে বিমানের পাইলট সিলেটের আহনাফ

সিলেটের টিলা কাটা বন্ধে কঠোর অবস্থানে প্রশাসন

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় টিলা কাটা বন্ধে কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন। এখন থেকে গুগল ম্যাপে সিলেটের সকল টিলার অবস্থান চিহ্নিত করা হবে এবং কেউ টিলা কাটলে অনলাইনে তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে। একই সাথে টিলার তালিকা হালনাগাদ এবং টিলার মাটি পরিবহনে ট্রাক চালকদের নিরুৎসাহিত করতে সচেতনতা সভার আয়োজন করা হবে।

সোমবার সিলেট সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘টিলা কাটা, টপ সয়েল কাটা ও অনুমোদনহীন বালু উত্তোলন রোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা’য় এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা পরিষদের মিনি সম্মেলনকক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ।

মতবিনিময় সভায় গৃহীত অন্যান্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে, সিটি করপোরেশন এলাকায় টিলা কাটা রোধে কাউন্সিলর হিসেবে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সংযুক্ত করতে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে চিঠি দেওয়া এবং টিলার পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের তালিকা নির্ধারণ করা। এছাড়াও উপজেলা ও নগরীতে অবস্থিত টিলার তালিকা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রশাসন জানিয়েছে, ট্রাকমালিক-শ্রমিকদের সঙ্গে একটি পৃথক আলোচনা সভা করে তাদের টিলা কাটার মাটি পরিবহন না করার অনুরোধ জানানো হবে। পরিবেশ আইন সংশোধন এবং পুলিশকে টিলা কাটা প্রতিরোধের বিষয়ে ক্ষমতায়িত করার সুপারিশও সংশ্লিষ্টদের কাছে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

এদিকে, সোমবার দিনব্যাপী সিলেট মহানগরের আওতাধীন তারাপুর চা-বাগান, জগদীশ টিলা, হাওলদারপাড়া, মজুমদার টিলাসহ একাধিক এলাকায় ভ্রাম্যমাণ আদালত টিলা কাটা রোধে অভিযান চালিয়েছেন। এতে নেতৃত্ব দেন সিলেট মহানগরের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলীম উল্লাহ খান। এ সময় খাদিমনগর চা-বাগানে টিলা ও টিলার গাছ কাটায় একজনকে এক সপ্তাহের কারাদণ্ড এবং দু’জনের নামে নিয়মিত মামলা করা হয়। এর আগে, রোববারও সিলেট সদর উপজেলার ১৪টি স্থানে টানা সাড়ে ৫ ঘণ্টা অভিযান চালানো হয়েছিল।

বৈঠকে সিলেট মহানগরের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলীম উল্লাহ খান, সিলেট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সিলেটের বিভাগীয় সমন্বয়কারী শাহ সাহেদা আখতার, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেটের সদস্যসচিব আবদুল করিম চৌধুরী কিমসহ একাধিক জনপ্রতিনিধি ও চা-বাগানের ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

আজ রোববার সিলেটে একঘন্টার জন্য বন্ধ থাকবে দোকানপাট, চলবে না যানবাহন

সিলেটের টিলা কাটা বন্ধে কঠোর অবস্থানে প্রশাসন

প্রকাশের সময় : ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় টিলা কাটা বন্ধে কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন। এখন থেকে গুগল ম্যাপে সিলেটের সকল টিলার অবস্থান চিহ্নিত করা হবে এবং কেউ টিলা কাটলে অনলাইনে তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে। একই সাথে টিলার তালিকা হালনাগাদ এবং টিলার মাটি পরিবহনে ট্রাক চালকদের নিরুৎসাহিত করতে সচেতনতা সভার আয়োজন করা হবে।

সোমবার সিলেট সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘টিলা কাটা, টপ সয়েল কাটা ও অনুমোদনহীন বালু উত্তোলন রোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা’য় এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা পরিষদের মিনি সম্মেলনকক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ।

মতবিনিময় সভায় গৃহীত অন্যান্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে, সিটি করপোরেশন এলাকায় টিলা কাটা রোধে কাউন্সিলর হিসেবে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সংযুক্ত করতে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে চিঠি দেওয়া এবং টিলার পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের তালিকা নির্ধারণ করা। এছাড়াও উপজেলা ও নগরীতে অবস্থিত টিলার তালিকা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রশাসন জানিয়েছে, ট্রাকমালিক-শ্রমিকদের সঙ্গে একটি পৃথক আলোচনা সভা করে তাদের টিলা কাটার মাটি পরিবহন না করার অনুরোধ জানানো হবে। পরিবেশ আইন সংশোধন এবং পুলিশকে টিলা কাটা প্রতিরোধের বিষয়ে ক্ষমতায়িত করার সুপারিশও সংশ্লিষ্টদের কাছে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

এদিকে, সোমবার দিনব্যাপী সিলেট মহানগরের আওতাধীন তারাপুর চা-বাগান, জগদীশ টিলা, হাওলদারপাড়া, মজুমদার টিলাসহ একাধিক এলাকায় ভ্রাম্যমাণ আদালত টিলা কাটা রোধে অভিযান চালিয়েছেন। এতে নেতৃত্ব দেন সিলেট মহানগরের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলীম উল্লাহ খান। এ সময় খাদিমনগর চা-বাগানে টিলা ও টিলার গাছ কাটায় একজনকে এক সপ্তাহের কারাদণ্ড এবং দু’জনের নামে নিয়মিত মামলা করা হয়। এর আগে, রোববারও সিলেট সদর উপজেলার ১৪টি স্থানে টানা সাড়ে ৫ ঘণ্টা অভিযান চালানো হয়েছিল।

বৈঠকে সিলেট মহানগরের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলীম উল্লাহ খান, সিলেট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সিলেটের বিভাগীয় সমন্বয়কারী শাহ সাহেদা আখতার, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেটের সদস্যসচিব আবদুল করিম চৌধুরী কিমসহ একাধিক জনপ্রতিনিধি ও চা-বাগানের ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন।