, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে ঘর থেকে তুলে নিয়ে প্রাণে মারার হুমকি দিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ আজ রোববার সিলেটে একঘন্টার জন্য বন্ধ থাকবে দোকানপাট, চলবে না যানবাহন উইমেন ফর উইমেন রাইটস’র মতবিনিময় সভা অনুষ্ঠিত বিএনপি ক্ষমতায় গেলে কর্মহীন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এডভোকেট জেবুন নাহার সেলিম সিলেটে সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রির দাবিতে সভা অনুষ্ঠিত আট দফা দাবিতে ১ নভেম্বর থেকে সিলেটে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ সিলেটে অধ্যাপক ফজলুর রহমানের ‘ধর্মনিরপেক্ষ মুসলমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন সিলেটে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বিশেষ কল্যাণ সভায় হাইওয়ে পুলিশের সেবার মানোন্নয়ন প্রত্যয়ে অঙ্গীকার

সিলেটের গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতার জমি দখল, পথহারা ২০-২৫ পরিবার

সিলেটের গোয়াইনঘাটে সরকারি খাস জমি দখল করে রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এতে গ্রামের অন্তত ২০ থেকে ২৫টি পরিবার দীর্ঘদিন ধরে চলাচলের রাস্তা হারিয়ে ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার ৮নং তোয়াকুল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পেকেরখাল গ্রামে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন জোরপূর্বক গ্রামবাসীর যাতায়াতের একমাত্র রাস্তার উপর বসতঘর, বাথরুম ও টিউবওয়েল নির্মাণ করেছেন। একই গ্রামের আজির উদ্দিন ও আলাউদ্দিনও রাস্তার অংশ দখল করে ঘর তুলেছেন। ফলে শতাধিক গ্রামবাসীর স্কুল, কলেজ, মাদ্রাসা ও বাজারে যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

রাস্তা উদ্ধারে গ্রামবাসীর পক্ষে মৃত আব্দুর রকিবের পুত্র দেলোয়ার হোসেন ২০২৩ সালে আদালতে একটি অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিত চলতি বছরের জানুয়ারিতে ভুক্তভোগীরা আদালতের দ্বারস্থ হলে মহামান্য আদালত উচ্ছেদ করে রাস্তা উদ্ধার করার নির্দেশ দেন। সেই অনুযায়ী সহকারী কমিশনার (ভূমি) সার্ভেয়ার নিয়ে স্থানের সীমানা নির্ধারণ করলেও দখলকারীরা এখনো স্থাপনা সরাননি। এমনকি জেলা প্রশাসক উচ্ছেদের নির্দেশ দেওয়ার পরও কয়েক মাস ধরে কার্যকর পদক্ষেপ গ্রহণ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীর।

এদিকে একই গ্রামের সৌদি প্রবাসী আলী হোসেনও জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কাছে লিখিত আবেদন করে দ্রুত রাস্তা উদ্ধারের দাবি জানিয়েছেন।

অভিযুক্ত আনোয়ার হোসেন মোবাইল ফোনে জানান, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী স্থাপনা উচ্ছেদ করতে তাঁকে বলা হয়েছে। তবে শেষ প্রান্তে থাকা আজির উদ্দিন ও আলাউদ্দিন তাঁদের ঘর না সরালে তিনিও উচ্ছেদ করবেন না বলে জানিয়েছেন। আজির উদ্দিন দাবি করেন, তিনি আপত্তি জানিয়ে পূর্ণসভার জন্য এসিল্যান্ডের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

সিলেটের জেলা প্রশাসক বলেন, ‘আমি লিখিত অভিযোগ পেয়েছি, দ্রুত ব্যবস্থা নেব। জানতে চাইলে সহকারী কমিশনার ভুমি গোয়াইনঘাট ওমর ফারুক জানান এবিষয়ে আমার জানা আছে, দু-এক দিনের মধ্যে লোক পাঠিয়ে ব্যবস্থা নেব।’

জনপ্রিয়

সিলেটের গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতার জমি দখল, পথহারা ২০-২৫ পরিবার

প্রকাশের সময় : ০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

সিলেটের গোয়াইনঘাটে সরকারি খাস জমি দখল করে রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এতে গ্রামের অন্তত ২০ থেকে ২৫টি পরিবার দীর্ঘদিন ধরে চলাচলের রাস্তা হারিয়ে ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার ৮নং তোয়াকুল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পেকেরখাল গ্রামে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন জোরপূর্বক গ্রামবাসীর যাতায়াতের একমাত্র রাস্তার উপর বসতঘর, বাথরুম ও টিউবওয়েল নির্মাণ করেছেন। একই গ্রামের আজির উদ্দিন ও আলাউদ্দিনও রাস্তার অংশ দখল করে ঘর তুলেছেন। ফলে শতাধিক গ্রামবাসীর স্কুল, কলেজ, মাদ্রাসা ও বাজারে যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

রাস্তা উদ্ধারে গ্রামবাসীর পক্ষে মৃত আব্দুর রকিবের পুত্র দেলোয়ার হোসেন ২০২৩ সালে আদালতে একটি অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিত চলতি বছরের জানুয়ারিতে ভুক্তভোগীরা আদালতের দ্বারস্থ হলে মহামান্য আদালত উচ্ছেদ করে রাস্তা উদ্ধার করার নির্দেশ দেন। সেই অনুযায়ী সহকারী কমিশনার (ভূমি) সার্ভেয়ার নিয়ে স্থানের সীমানা নির্ধারণ করলেও দখলকারীরা এখনো স্থাপনা সরাননি। এমনকি জেলা প্রশাসক উচ্ছেদের নির্দেশ দেওয়ার পরও কয়েক মাস ধরে কার্যকর পদক্ষেপ গ্রহণ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীর।

এদিকে একই গ্রামের সৌদি প্রবাসী আলী হোসেনও জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কাছে লিখিত আবেদন করে দ্রুত রাস্তা উদ্ধারের দাবি জানিয়েছেন।

অভিযুক্ত আনোয়ার হোসেন মোবাইল ফোনে জানান, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী স্থাপনা উচ্ছেদ করতে তাঁকে বলা হয়েছে। তবে শেষ প্রান্তে থাকা আজির উদ্দিন ও আলাউদ্দিন তাঁদের ঘর না সরালে তিনিও উচ্ছেদ করবেন না বলে জানিয়েছেন। আজির উদ্দিন দাবি করেন, তিনি আপত্তি জানিয়ে পূর্ণসভার জন্য এসিল্যান্ডের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

সিলেটের জেলা প্রশাসক বলেন, ‘আমি লিখিত অভিযোগ পেয়েছি, দ্রুত ব্যবস্থা নেব। জানতে চাইলে সহকারী কমিশনার ভুমি গোয়াইনঘাট ওমর ফারুক জানান এবিষয়ে আমার জানা আছে, দু-এক দিনের মধ্যে লোক পাঠিয়ে ব্যবস্থা নেব।’