বন্যা পরিস্থিতি নিয়ে সিলেট জেলার কোম্পনীগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
শুক্রবাদ (৩০ মে) কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকাসহ ধলাই নদীর পানি পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থির ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামান, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন নাহার, পাউবো সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ কোম্পানীগঞ্জ উপজেলায় স্থাপিত একটি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন এবং সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন।