, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে সাদা পাথর লুটপাট: অভিযানে ৫২ হাজার ঘনফুট পাথর উদ্ধার সুনামগঞ্জে ৮ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৭ জন সিলেট-৬ আসনে আলোচনায় সাবেক এমপি লেচুর মেয়ে আদিবা বালু-পাথর লুটপাট বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান, ভাঙা হলো ১০০ নৌকা সিলেটে আল কোরআন শিক্ষা পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান সিলেটে এবার মাদ্রাসার পাশেই শিক্ষককে ছুরিকাঘাতে খুন লুট হওয়া পাথর উদ্ধারে ভোলাগঞ্জে দুদকের অভিযান রেহান উদ্দিন রায়হান কুশিয়ারা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনীত সিলেটে দেড় হাজার টাকা নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা  বর্তমান সরকার সাংবাদিক সহ সাধারণ জনগনের নিরাপত্তা দিতে ব্যার্থ : সিলেট মানববন্ধনে কামাল খান
বিজ্ঞাপন :
সকল জেলায় সাংবাদিক নিয়োগ চলছে

সিলেটের কৃতি সন্তান দেওয়ান মাহদি’র ‘বার অ্যাট ল’ অর্জন

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার দুহালিয়া জমিদার পরিবারের কৃতি সন্তান দেওয়ান মাহদি ব্যারিস্টার অ্যাট ল সংক্ষেপে ‘বার অ্যাট ল’ অর্জন করেছেন।

গত বৃহস্পতিবার (২২ মার্চ ২০২৫) দেওয়ান মাহদি বিলেতের ঐতিহ্য বাহী দি অনারেবল সোসাইটি অব লিংকন্স ইন থেকে ‘কল টু দ্যা বার’ নেন।

দেওয়ান মাহদি ব্রিটেনের ব্যবসায়ীদের প্রভাবশালী সংগঠন ‘দি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচিত ডাইরেক্টর জেনারেল। উল্লেখ্য যে, বাংলাদেশ থেকে ৪০০ অধিক আইটেম ইংল্যান্ডে প্রতি বছর এক্সপোর্ট হয়। বাংলাদেশ এবং ইংল্যান্ড এর বর্তমান ট্রেড ভ্যালু ৪ বিলিয়ন পাউন্ড এর অধিক।

দেওয়ান মাহদি ব্রিটেনের মুলধারার আইনজীবীদের সংগঠন ‘দি সোসাইটি অব ব্রিটিশ-বাংলাদেশী সলিসিটরস’ এসবিবিএস-এর নির্বাচনে ২০২১-২০২২ সেশনের জন্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন । প্রায় ১৬ বছর পূর্বে ইংল্যান্ড ও ওয়েলস-এর দি ল সোসাইটি হলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি লর্ড ফিলিপসের উপস্থিতিতে অভিষেকের মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু।

২০১১-২০২৩ বিগত এক যুগ দেওয়ান মাহদি ব্রিটেনের সবচেয়ে জনপ্রিয় টিভি চ্যানেল-এস’র লিগ্যাল এডভাইজরি প্রোগ্রামের উপস্থাপকের দায়িত্ব পালন করছেন।

আইন ব্যবসার পাশাপাশি দেওয়ান মাহদি ব্রিটেনের মূল ধারার রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন। ২০১৮ সনে স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকালে দেওয়ান মাহদির পক্ষে ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী থেরেসা মে এবং হাউস অব লর্ডস-এর মেম্বার লর্ড মাইকেল বেটস প্রচারণায় অংশ নিলে বিষয়টি ব্রিটেনে সাড়া জাগে। তিনি ডেগেনহাম ও রেইনহাম নির্বাচনী এলাকায় কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

দেওয়ান মাহদির জন্ম সুনামগঞ্জের দুহালিয়ার জমিদার পরিবারে। তিনি আসাম পার্লামেন্টের সাবেক এমপি (১৯৩৭), ভাষাসৈনিক দেওয়ান আহবার চৌধুরী বিদ্যাবিনোদ-এর নাতি। দেওয়ান মাহদি কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান এ এইচ মাহমদ রাজা চৌধুরীর চাচাতো ভাই।

দেওয়ান মাহদি কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, সিলেট মোবাইল পাঠাগার, সিলেট লেখক পরিষদ, সিলেট ক্যালিগ্রাফি সোসাইটি ও সিলেট রেড ক্রিসেন্ট এর জীবন সদস্য। এছাড়া তিনি ‘কেমুসাস-দেওয়ান আহবাব স্বর্ণপদক’ প্রবর্তক|

২০০৬-২০০৭ তিনি রোটারেক্ট ক্লাব অফ সিলেট সুরমার প্রেসিডেন্ট ছিলেন। তার গতিশীল নেতৃত্বে সিলেট সুরমা সে বছর বাংলাদেশর বেস্ট ক্লাব অ্যাওয়ার্ড অর্জন করে। তিনি একই বছর ভারতে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়া ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড রাইলা অংশ গ্রহণ করেন এবং বাংলাদেশর ডেলিগেটদের টিম লিডার হিসেবে নেতৃত্ব দেন।

দেওয়ান মাহদি সিলেট দি এইডেড হাই স্কুলের সাবেক ছাত্র। কর্ম জীবনে তিনি বিলেতে যাওয়ার আগে স্কলারহোম কলেজ এবং সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে কর্মরত ছিলেন।

জনপ্রিয়

সিলেটে সাদা পাথর লুটপাট: অভিযানে ৫২ হাজার ঘনফুট পাথর উদ্ধার

সিলেটের কৃতি সন্তান দেওয়ান মাহদি’র ‘বার অ্যাট ল’ অর্জন

প্রকাশের সময় : ১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার দুহালিয়া জমিদার পরিবারের কৃতি সন্তান দেওয়ান মাহদি ব্যারিস্টার অ্যাট ল সংক্ষেপে ‘বার অ্যাট ল’ অর্জন করেছেন।

গত বৃহস্পতিবার (২২ মার্চ ২০২৫) দেওয়ান মাহদি বিলেতের ঐতিহ্য বাহী দি অনারেবল সোসাইটি অব লিংকন্স ইন থেকে ‘কল টু দ্যা বার’ নেন।

দেওয়ান মাহদি ব্রিটেনের ব্যবসায়ীদের প্রভাবশালী সংগঠন ‘দি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচিত ডাইরেক্টর জেনারেল। উল্লেখ্য যে, বাংলাদেশ থেকে ৪০০ অধিক আইটেম ইংল্যান্ডে প্রতি বছর এক্সপোর্ট হয়। বাংলাদেশ এবং ইংল্যান্ড এর বর্তমান ট্রেড ভ্যালু ৪ বিলিয়ন পাউন্ড এর অধিক।

দেওয়ান মাহদি ব্রিটেনের মুলধারার আইনজীবীদের সংগঠন ‘দি সোসাইটি অব ব্রিটিশ-বাংলাদেশী সলিসিটরস’ এসবিবিএস-এর নির্বাচনে ২০২১-২০২২ সেশনের জন্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন । প্রায় ১৬ বছর পূর্বে ইংল্যান্ড ও ওয়েলস-এর দি ল সোসাইটি হলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি লর্ড ফিলিপসের উপস্থিতিতে অভিষেকের মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু।

২০১১-২০২৩ বিগত এক যুগ দেওয়ান মাহদি ব্রিটেনের সবচেয়ে জনপ্রিয় টিভি চ্যানেল-এস’র লিগ্যাল এডভাইজরি প্রোগ্রামের উপস্থাপকের দায়িত্ব পালন করছেন।

আইন ব্যবসার পাশাপাশি দেওয়ান মাহদি ব্রিটেনের মূল ধারার রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন। ২০১৮ সনে স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকালে দেওয়ান মাহদির পক্ষে ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী থেরেসা মে এবং হাউস অব লর্ডস-এর মেম্বার লর্ড মাইকেল বেটস প্রচারণায় অংশ নিলে বিষয়টি ব্রিটেনে সাড়া জাগে। তিনি ডেগেনহাম ও রেইনহাম নির্বাচনী এলাকায় কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

দেওয়ান মাহদির জন্ম সুনামগঞ্জের দুহালিয়ার জমিদার পরিবারে। তিনি আসাম পার্লামেন্টের সাবেক এমপি (১৯৩৭), ভাষাসৈনিক দেওয়ান আহবার চৌধুরী বিদ্যাবিনোদ-এর নাতি। দেওয়ান মাহদি কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান এ এইচ মাহমদ রাজা চৌধুরীর চাচাতো ভাই।

দেওয়ান মাহদি কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, সিলেট মোবাইল পাঠাগার, সিলেট লেখক পরিষদ, সিলেট ক্যালিগ্রাফি সোসাইটি ও সিলেট রেড ক্রিসেন্ট এর জীবন সদস্য। এছাড়া তিনি ‘কেমুসাস-দেওয়ান আহবাব স্বর্ণপদক’ প্রবর্তক|

২০০৬-২০০৭ তিনি রোটারেক্ট ক্লাব অফ সিলেট সুরমার প্রেসিডেন্ট ছিলেন। তার গতিশীল নেতৃত্বে সিলেট সুরমা সে বছর বাংলাদেশর বেস্ট ক্লাব অ্যাওয়ার্ড অর্জন করে। তিনি একই বছর ভারতে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়া ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড রাইলা অংশ গ্রহণ করেন এবং বাংলাদেশর ডেলিগেটদের টিম লিডার হিসেবে নেতৃত্ব দেন।

দেওয়ান মাহদি সিলেট দি এইডেড হাই স্কুলের সাবেক ছাত্র। কর্ম জীবনে তিনি বিলেতে যাওয়ার আগে স্কলারহোম কলেজ এবং সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে কর্মরত ছিলেন।