সিলেটে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির জুলাই পদযাত্রার আগের রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগরের এক সংগঠককে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর মদিনামাকের্ট এলাকার বিদ্যানিকেতন স্কুলের সামনে এ ঘটনাটি ঘটে বলে জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল।
আহত তৌফিক ওমর তানভীর (২১) ওই এলাকার হারুন অর রশিদের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে স্কুলের সামনে কয়েক যুবক তানভীরকে বাম পায়ের উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
অতিরিক্ত উপ-কমিশনার সাইফুল বলেন, পূর্ব বিরোধ এবং সিনিয়র-জুনিয়র নিয়ে বিতর্কের জেরে এ ঘটনাটি ঘটেছে। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পরে এ ঘটনায় জড়িত নগরীর আখালিয়া এলাকার নোয়াপাড়ার আনসার আলীর ছেলে মারুফ আহমেদকে (১৮) বৃহস্পতিবার রাত ২টার দিকে আটক করা হয় বলে জানান মোহাম্মদ সাইফুল।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেন বলেন, আহত তৌফিক ওমর তানভীর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে তিনি গণতান্ত্রিক ছাত্র সংসদের সঙ্গে জড়িত।
তবে এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।