, বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জুলাই গণভ্যূত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের গণমিছিল সিলেটে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগে বিক্ষোভ, আটক ৩ হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে বিশ্বনাথে বিএনপির বিজয় মিছিল ৩৬ জুলাইয়ে সিলেটে শহীদদের স্মরণে ৩৬টি বৃক্ষরোপণ ভারী বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, সিলেট-সুনামগঞ্জে বন্যার শঙ্কা বিমানবন্দরে সংবর্ধিত ফ্যাসিবাদবিরোধী সাংবাদিক এমদাদ চৌধুরী দীপু জুলাই মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ২৬ জন সিলেটে জোড়া খুনের মামলার রায়ে ২ ভাইয়ের মৃত্যুদণ্ড সিলেটে ফের বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ : ৪ জন শনাক্ত বাস চালক গ্রেপ্তারের প্রতিবাদে সিলেটের ৩ জেলায় বাস চলাচল বন্ধ
বিজ্ঞাপন :
সকল জেলায় সাংবাদিক নিয়োগ চলছে

সমন্বয়ক দাবি করা ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল শাবি শিক্ষার্থীরা

নিজেকে সমন্বয়ক দাবি করে চব্বিশের জুলাইয়ের আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলন বলে বিতর্কিত করা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীকে নূর মোহাম্মদ বায়েজিদকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। বায়েজিদ (২৫) গণিত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে থেকে তাকে ধরে জালালাবাদ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাবি শাখার সদস্য সচিব মো হাফিজুল ইসলাম বলেন, ‘বায়েজিদ ছাত্রলীগের সক্রিয় কর্মী। সে শুরুতে কোটা সংস্কার আন্দোলনে থাকলেও পরে নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলন বলে বিতর্কিত করার চেষ্টা করে। সে দুটি মামলার আসামি, তবুও কীভাবে গ্রেপ্তার না হয়ে বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাই আমরা তাকে পুলিশে সোপর্দ করেছি। পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে’।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো মোখলেসুর রহমান বলেন, ‘অভিযুক্ত বায়েজিদের নামে মামলা আছে তাই তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেন কোনো ধরনের মব সৃষ্টি না হয় সেজন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে’।

সমন্বয়ক পরিচয়ে আন্দোলনকে বিতর্কিত করা বায়েজিদকে পুলিশে দিল শাবি শিক্ষার্থীরা
ছাত্রদলের কোরআন তিলাওয়াতের অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি
জালালাবাদ থানার সহকারী পরিদর্শক আহসান বলেন, ‘আমরা অভিযোগের ভিত্তিতে এসেছি, অভিযুক্ত নুর মোহাম্মদ বায়েজিদকে আমাদের হাতে হস্তান্তর করা হয়েছে। শুনেছি তার নামে একাধিক মামলা রয়েছে। দেশের প্রচলিত আইনে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’।

উল্লেখ্য, এর আগে গত বছরের ১৫ জুলাই বেসরকারি একটি টিভি চ্যানেলে নুর মোহাম্মদ বায়েজিদ দাবি করেন, তিনি বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনে শাবির সমন্বয়ক। পাশাপাশি চলমান কোটা আন্দোলনে তিনি সক্রিয় সদস্য ছিলেন। তবে যতক্ষণ পর্যন্ত এ আন্দোলন কোটার সংস্কারের আন্দোলনের পক্ষে ছিল, ততক্ষণ পর্যন্ত তিনি আন্দোলনে ছিলেন।তবে কোটা সংস্কার আন্দোলন ভিন্ন দিকে প্রবাহিত হয়ে সরকার পতনের আন্দোলনে রূপ নিতে পারে এমন সম্ভাবনায় তিনি এ থেকে সরে এসেছেন তিনি এমন মন্তব্য করেন।

জনপ্রিয়

জুলাই গণভ্যূত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের গণমিছিল

সমন্বয়ক দাবি করা ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল শাবি শিক্ষার্থীরা

প্রকাশের সময় : ০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

নিজেকে সমন্বয়ক দাবি করে চব্বিশের জুলাইয়ের আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলন বলে বিতর্কিত করা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীকে নূর মোহাম্মদ বায়েজিদকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। বায়েজিদ (২৫) গণিত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে থেকে তাকে ধরে জালালাবাদ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাবি শাখার সদস্য সচিব মো হাফিজুল ইসলাম বলেন, ‘বায়েজিদ ছাত্রলীগের সক্রিয় কর্মী। সে শুরুতে কোটা সংস্কার আন্দোলনে থাকলেও পরে নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলন বলে বিতর্কিত করার চেষ্টা করে। সে দুটি মামলার আসামি, তবুও কীভাবে গ্রেপ্তার না হয়ে বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাই আমরা তাকে পুলিশে সোপর্দ করেছি। পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে’।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো মোখলেসুর রহমান বলেন, ‘অভিযুক্ত বায়েজিদের নামে মামলা আছে তাই তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেন কোনো ধরনের মব সৃষ্টি না হয় সেজন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে’।

সমন্বয়ক পরিচয়ে আন্দোলনকে বিতর্কিত করা বায়েজিদকে পুলিশে দিল শাবি শিক্ষার্থীরা
ছাত্রদলের কোরআন তিলাওয়াতের অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি
জালালাবাদ থানার সহকারী পরিদর্শক আহসান বলেন, ‘আমরা অভিযোগের ভিত্তিতে এসেছি, অভিযুক্ত নুর মোহাম্মদ বায়েজিদকে আমাদের হাতে হস্তান্তর করা হয়েছে। শুনেছি তার নামে একাধিক মামলা রয়েছে। দেশের প্রচলিত আইনে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’।

উল্লেখ্য, এর আগে গত বছরের ১৫ জুলাই বেসরকারি একটি টিভি চ্যানেলে নুর মোহাম্মদ বায়েজিদ দাবি করেন, তিনি বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনে শাবির সমন্বয়ক। পাশাপাশি চলমান কোটা আন্দোলনে তিনি সক্রিয় সদস্য ছিলেন। তবে যতক্ষণ পর্যন্ত এ আন্দোলন কোটার সংস্কারের আন্দোলনের পক্ষে ছিল, ততক্ষণ পর্যন্ত তিনি আন্দোলনে ছিলেন।তবে কোটা সংস্কার আন্দোলন ভিন্ন দিকে প্রবাহিত হয়ে সরকার পতনের আন্দোলনে রূপ নিতে পারে এমন সম্ভাবনায় তিনি এ থেকে সরে এসেছেন তিনি এমন মন্তব্য করেন।