, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১৭ বছর বয়সে বিমানের পাইলট সিলেটের আহনাফ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামে জমি হস্তান্তর সিলেটে শিশু ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে গুমের ডকুমেন্টারির শ্যুটিংয়ের জন্যে সিলেটে বিএনপির সালাউদ্দিন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন ডাক্তার জহির সিলেট জেলা যুবদল নেতাকে দেখতে হাসপাতালে এম এ মালিক জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ফ্যাসিবাদ নির্মূল হবে না: সিলেটে খেলাফত মজলিসের গণমিছিল বিশ্বনাথে অনাকাঙ্ক্ষিত ঘটনায় নেতাকর্মীদের ধৈর্য্য ধরার আহ্বান লুনার রক্তের ঋণ পরিশোধের জন্য জাতি পরবর্তী সরকারের জন্য অপেক্ষা করবেনা : এডভোকেট জুবায়ের সিলেটে কিশোর গ্যাং লিডার বুলেট মামুন ২ সহযোগীসহ গ্রেফতার

শাবিতে আছিয়ার গায়েবানা জানাজা সম্পন্ন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাগুরায় ধর্ষণের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশু আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে আগামী এক সপ্তাহের মধ্যেই অপরাধীদের ফাঁসি কার্যকরের দাবি জানান শাবিপ্রবি শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে এই জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে শিক্ষার্থীরা বলেন, আছিয়া হত্যার দায় শুধু ধর্ষকদের নয়, এই দায় বিচারহীন সমাজের। বিচারহীনতার সংস্কৃতি আমরা আর মেনে নেব না। আমরা স্পষ্টভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে দিতে চাই, এই নরপিশাচদের ৯০ দিনে নয়, আগামী এক সপ্তাহের মধ্যেই ফাঁসি কার্যকর করুন। দেশবাসীকে প্রমাণ করে দিন, এই দেশে ধর্ষকদের জন্য কোনো জায়গা নেই। এমন শাস্তি নিশ্চিত করুন যেন ভবিষ্যতে কেউ আর কোনো নারীর প্রতি এই বর্বরতা চালানোর সাহস না পায়। যদি আপনারা তা করতে ব্যর্থ হন, তবে জনরোষ এমন পর্যায়ে পৌঁছাবে, যেখানে জনগণই বিচারের ভার হাতে তুলে নিতে বাধ্য হবে।

তারা আরও বলেন, নরপশুদের উপদ্রব বেড়ে যাওয়ার একমাত্র কারণ রাষ্ট্রের ব্যর্থতা। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় যে তিনজন পুরুষ ও একজন মহিলা জড়িত, তাদের প্রকাশ্যে ফাঁসি চাই। আমরা অ্যারেস্ট নাটক আর দেখতে চাই না। আমরা দোষীদের প্রকাশ্যে ফাঁসি চাই।

উপদেষ্টাদের উদ্দেশ্যে করে তারা আরও বলেন, অনেক সুশীলতা দেখিয়েছেন, আর আমরা সুশীলতা দেখতে চাই না। যদি বিচার না করতে পারেন, এখনই পদত্যাগ করে সসম্মানে চলে যান। আর নাহয় পদত্যাগে বাধ্য হবেন।

জনপ্রিয়

১৭ বছর বয়সে বিমানের পাইলট সিলেটের আহনাফ

শাবিতে আছিয়ার গায়েবানা জানাজা সম্পন্ন

প্রকাশের সময় : ০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাগুরায় ধর্ষণের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশু আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে আগামী এক সপ্তাহের মধ্যেই অপরাধীদের ফাঁসি কার্যকরের দাবি জানান শাবিপ্রবি শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে এই জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে শিক্ষার্থীরা বলেন, আছিয়া হত্যার দায় শুধু ধর্ষকদের নয়, এই দায় বিচারহীন সমাজের। বিচারহীনতার সংস্কৃতি আমরা আর মেনে নেব না। আমরা স্পষ্টভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে দিতে চাই, এই নরপিশাচদের ৯০ দিনে নয়, আগামী এক সপ্তাহের মধ্যেই ফাঁসি কার্যকর করুন। দেশবাসীকে প্রমাণ করে দিন, এই দেশে ধর্ষকদের জন্য কোনো জায়গা নেই। এমন শাস্তি নিশ্চিত করুন যেন ভবিষ্যতে কেউ আর কোনো নারীর প্রতি এই বর্বরতা চালানোর সাহস না পায়। যদি আপনারা তা করতে ব্যর্থ হন, তবে জনরোষ এমন পর্যায়ে পৌঁছাবে, যেখানে জনগণই বিচারের ভার হাতে তুলে নিতে বাধ্য হবে।

তারা আরও বলেন, নরপশুদের উপদ্রব বেড়ে যাওয়ার একমাত্র কারণ রাষ্ট্রের ব্যর্থতা। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় যে তিনজন পুরুষ ও একজন মহিলা জড়িত, তাদের প্রকাশ্যে ফাঁসি চাই। আমরা অ্যারেস্ট নাটক আর দেখতে চাই না। আমরা দোষীদের প্রকাশ্যে ফাঁসি চাই।

উপদেষ্টাদের উদ্দেশ্যে করে তারা আরও বলেন, অনেক সুশীলতা দেখিয়েছেন, আর আমরা সুশীলতা দেখতে চাই না। যদি বিচার না করতে পারেন, এখনই পদত্যাগ করে সসম্মানে চলে যান। আর নাহয় পদত্যাগে বাধ্য হবেন।