সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে হামলা ও ভাংচুরের শিকার হওয়া পাপড়ি রেস্টুরেন্ট পরিদর্শন করেছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।
রবিবার (১৭ আগস্ট) বিকালে তারা এ রেস্টুরেন্ট পরিদর্শন করেন এবং এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সিলেট জেলা শাখার আইন উপদেষ্টা এডভোকেট অরুপ শ্যাম বাপ্পী, সভাপতি খালেদ আহমদ, সাধারণ সম্পাদক নুরুজ্জামান সিদ্দিকী, সহ সভাপতি সালাউদ্দিন বাবলু, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, দক্ষিণ সুরমা মালিক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা কমিটির কার্যকরী সদস্য আব্দুস সামাদ আজাদ, সদস্য শামিম আহমদ সুহানুর আহমদ সানুর প্রমুখ।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, স্থানীয় বিবাদমান বিষয়কে পুঁজি করে কতিপয় দুর্বৃত্ত লালাবাজারে পাপড়ি রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুরের মত জঘন্যতম কর্মকাণ্ড ঘটিয়েছে। এতে এই রেস্টুরেন্টের মালিকের ব্যাপক ব্যবসায়িক ও অর্থনৈতিক ক্ষতি হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।
সেই সাথে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। সিলেট জেলা শাখা এ ঘটনার সঙ্গে জড়িতদের অতি শিগগিরই আটক ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।