সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম (পিপিএম সেবা) বলেছেন, রোটারিয়ানরা সুন্দর পৃথিবী গড়তে মানবতার সেবায় কাজ করেন। নিজস্ব দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাড়ান। এটা সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য অনুস্বরনীয় ও অনুকরণীয়।তিনি সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠনে সকলকে কাজ করার আহবান জানান।
তিনি শনিবার বিকেলে নগরীর এয়ারপোর্ট রোডস্হ সিলসিলা বাগান বাড়ীতে রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রীজের
এন্যুয়াল এওয়ার্ড সিরিমনি ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রোগ্রাম চেয়ার জহিরুল কবির চৌধুরী শিরুর সভাপতিত্বে ও সিপি এম এ ওয়াদুদ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, ডি ৬৫ এর ডেপুটি কোর্ডিনেটর পিডিজি এম আতাউর রহমান পীর।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কামরুজ্জামান চৌধুরী রুম্মন,এসএমপির ডিসি উত্তর সজিব খান।
বক্তব্য রাখেন, ক্লাব প্রসিডেন্ট (২০২৪-২৫) রোটারিয়ান মো কয়েছ আহমেদ,সভাপতি সিদ্দিকুর রহমান জম্মুন, জাকির আহমদ চৌধুরী, আরিফ আহমদ চৌধুরী, আবু সালেহ এহিয়া, আবদুল বাসিত, পিপি ডঃ কামরুল ইসলাম, পিপি মওদুদ আহমেদ, পিপি আবুল কালাম, পিপি ফখরুল ইসলাম, মোঃ মামুন রশিদ, ক্লাব সেক্রেটারি রেজাউল করিম আবু সুফিয়ান, ক্লাব ট্রেজারার রেজুয়ানুল আজিজ সজিব, রোটারিয়ান মোঃনাছিম আহমদ, মোহাম্মদ মুমিন,দাদুল,পারভেজ আলম, উসমান সুলতান, কাবির আহমদ, সাইরুল ইসলাম চৌধুরী, নারগিছ আক্তার, সুমি বেগম।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন
এ কে এম লোকমান। জাতীয় সংগীত পরিবেশন করেন রোটাঃ পিপি ফখরুল ইসলাম, রোটারি প্রত্যয় পাঠ করেন রোটাঃ সিপি এম এ ওয়াদুদ আল মামুন,স্বাগত বক্তব্য রাখেন, রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রীজের প্রসিডেন্ট রোটাঃ মোহাম্মদ কয়েছ।