, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্র ও জনগণের যে কোন প্রয়োজনে পুলিশ পাশে থাকবে :  এসএমপি কমিশনার সিলেট-ঢাকা ৬ লাইন মহাসড়ক কাজের দ্রুত অগ্রগতির ব্যাপারে প্রশাসন অত্যন্ত আন্তরিক : ইউএনও ঊর্মি রায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস খাদে পড়ে আহত ৩০ ইলিয়াস আলীকে কারা গুম করেছিল, ‘বের করা হয়েছে’ : ট্রাইব্যুনালে প্রসিকিউটরের ঘোষণা সিলেটে ঘর থেকে তুলে নিয়ে প্রাণে মারার হুমকি দিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ আজ রোববার সিলেটে একঘন্টার জন্য বন্ধ থাকবে দোকানপাট, চলবে না যানবাহন উইমেন ফর উইমেন রাইটস’র মতবিনিময় সভা অনুষ্ঠিত বিএনপি ক্ষমতায় গেলে কর্মহীন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এডভোকেট জেবুন নাহার সেলিম সিলেটে সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রির দাবিতে সভা অনুষ্ঠিত আট দফা দাবিতে ১ নভেম্বর থেকে সিলেটে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ

মৌলভীবাজার থেকে সিলেটে এনে তরুণীকে ধর্ষণ, প্রাইভেটকার চালক গ্রেফতার

মৌলভীবাজারের এক কিশোরীকে (১৭) ধর্ষণ ও প্রতারণার অভিযোগে প্রাইভেটকার চালক আক্তার আলী (২৮)কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সিলেট থেকে ট্রেনে করে মায়ের সাথে বাড়ি ফেরার পথে কিশোরীটি ভুল স্টেশনে নেমে যায়। পরে এক গাড়িচালকের হাতে ধর্ষণ ও আর্থিক প্রতারণার শিকার হয়।

জানা যায়, কিশোরী ও তার মা সিলেট থেকে ভানুগাছ স্টেশনের আসনবিহীন টিকিট কেটে ট্রেনে ওঠেন। ট্রেনে প্রচণ্ড ভিড়ের মধ্যে কুলাউড়া স্টেশনে এসে কিশোরী ভানুগাছ মনে করে নেমে যায়। ট্রেন চলে যাওয়ার পর সে মাকে খুঁজে না পেয়ে হতাশ হয়ে পড়ে। পরবর্তী ট্রেনের অপেক্ষা করার সময় প্রাইভেটকার চালক আক্তার আলী তার সাথে কথা বলে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে তুলে নেয়। আক্তার আলী কিশোরীকে সিলেট শহরের একটি হোটেলে নিয়ে যায় এবং পরে তাকে একাধিকবার ধর্ষণ করে। এছাড়া, কিশোরীর মোবাইল ফোন কেড়ে নিয়ে তার এক আত্মীয়ের সাথে ইমো অ্যাপে যোগাযোগ করে ২০ হাজার টাকা দাবি করে।

কিশোরীর পরিবার পুলিশে অভিযোগ করলে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সোমবার রাতে সিলেটের কদমতলী এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় এবং এ সময় আক্তার আলীকে গ্রেফতার করা হয়।

কুলাউড়া রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) দিপক দেওয়ান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া আক্তার আলী তার অপরাধ স্বীকার করেছেন। তাকে মৌলভীবাজারের আদালতে পাঠানো হয়েছে। এছাড়া শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ওই কিশোরীকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

রাষ্ট্র ও জনগণের যে কোন প্রয়োজনে পুলিশ পাশে থাকবে :  এসএমপি কমিশনার

মৌলভীবাজার থেকে সিলেটে এনে তরুণীকে ধর্ষণ, প্রাইভেটকার চালক গ্রেফতার

প্রকাশের সময় : ০৪:০৬ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

মৌলভীবাজারের এক কিশোরীকে (১৭) ধর্ষণ ও প্রতারণার অভিযোগে প্রাইভেটকার চালক আক্তার আলী (২৮)কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সিলেট থেকে ট্রেনে করে মায়ের সাথে বাড়ি ফেরার পথে কিশোরীটি ভুল স্টেশনে নেমে যায়। পরে এক গাড়িচালকের হাতে ধর্ষণ ও আর্থিক প্রতারণার শিকার হয়।

জানা যায়, কিশোরী ও তার মা সিলেট থেকে ভানুগাছ স্টেশনের আসনবিহীন টিকিট কেটে ট্রেনে ওঠেন। ট্রেনে প্রচণ্ড ভিড়ের মধ্যে কুলাউড়া স্টেশনে এসে কিশোরী ভানুগাছ মনে করে নেমে যায়। ট্রেন চলে যাওয়ার পর সে মাকে খুঁজে না পেয়ে হতাশ হয়ে পড়ে। পরবর্তী ট্রেনের অপেক্ষা করার সময় প্রাইভেটকার চালক আক্তার আলী তার সাথে কথা বলে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে তুলে নেয়। আক্তার আলী কিশোরীকে সিলেট শহরের একটি হোটেলে নিয়ে যায় এবং পরে তাকে একাধিকবার ধর্ষণ করে। এছাড়া, কিশোরীর মোবাইল ফোন কেড়ে নিয়ে তার এক আত্মীয়ের সাথে ইমো অ্যাপে যোগাযোগ করে ২০ হাজার টাকা দাবি করে।

কিশোরীর পরিবার পুলিশে অভিযোগ করলে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সোমবার রাতে সিলেটের কদমতলী এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় এবং এ সময় আক্তার আলীকে গ্রেফতার করা হয়।

কুলাউড়া রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) দিপক দেওয়ান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া আক্তার আলী তার অপরাধ স্বীকার করেছেন। তাকে মৌলভীবাজারের আদালতে পাঠানো হয়েছে। এছাড়া শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ওই কিশোরীকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে পাঠানো হয়েছে।