, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ডাক্তারী পেশা পৃথিবীর অন্যতম মহৎ ও মানবিক পেশা : ফখরুল ইসলাম মৌলভীবাজারে প্রেমিকার আপত্তিকর ছবি ফেসবুকে প্রকাশ করায় প্রেমিক গ্রেপ্তার রাষ্ট্র ও জনগণের যে কোন প্রয়োজনে পুলিশ পাশে থাকবে :  এসএমপি কমিশনার সিলেট-ঢাকা ৬ লাইন মহাসড়ক কাজের দ্রুত অগ্রগতির ব্যাপারে প্রশাসন অত্যন্ত আন্তরিক : ইউএনও ঊর্মি রায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস খাদে পড়ে আহত ৩০ ইলিয়াস আলীকে কারা গুম করেছিল, ‘বের করা হয়েছে’ : ট্রাইব্যুনালে প্রসিকিউটরের ঘোষণা সিলেটে ঘর থেকে তুলে নিয়ে প্রাণে মারার হুমকি দিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ আজ রোববার সিলেটে একঘন্টার জন্য বন্ধ থাকবে দোকানপাট, চলবে না যানবাহন উইমেন ফর উইমেন রাইটস’র মতবিনিময় সভা অনুষ্ঠিত বিএনপি ক্ষমতায় গেলে কর্মহীন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এডভোকেট জেবুন নাহার সেলিম

মৌলভীবাজারে প্রেমিকার আপত্তিকর ছবি ফেসবুকে প্রকাশ করায় প্রেমিক গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ৫ ঘন্টা আগে
  • ১৬ পড়া হয়েছে

মৌলভীবাজারে প্রেমিকার আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশের অভিযোগে প্রেমিককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। শনিবার (১১ অক্টোবর) রাতে রাজনগর উপজেলার কলেজ পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, ভিকটিম মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর এলাকার বাসিন্দা। স্থানীয় এক ব্যক্তির বাড়িতে কাজ করার সুবাদে তার সঙ্গে পরিচয় হয় রাজনগরের মসুদ মিয়ার পুত্র নাহিদ মিয়া (২৫)-এর। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে বিবাহের প্রলোভন দেখিয়ে নাহিদ মিয়া একাধিকবার ভিকটিমকে ধর্ষণ করেন, ফলে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

পরে সে ভিকটিমকে বাধ্য করে তার আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে রাখে। পরবর্তীতে বিবাহের চাপ দিলে নাহিদ তাকে ভ্রূণ নষ্টকারী ওষুধ সেবনে বাধ্য করে। বিষয়টি জানাজানি হলে শালিস বৈঠকে বিবাহে সম্মতি দিলেও পরবর্তীতে অস্বীকৃতি জানায়।

গত ১১ জুন রাত ১১টার দিকে ভিকটিম জানতে পারেন যে, একটি ফেসবুক আইডি থেকে তার নগ্ন ছবি প্রকাশ করা হয়েছে। পরে এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার পর র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাহিদকে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃতকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

জনপ্রিয়

ডাক্তারী পেশা পৃথিবীর অন্যতম মহৎ ও মানবিক পেশা : ফখরুল ইসলাম

মৌলভীবাজারে প্রেমিকার আপত্তিকর ছবি ফেসবুকে প্রকাশ করায় প্রেমিক গ্রেপ্তার

প্রকাশের সময় : ৫ ঘন্টা আগে

মৌলভীবাজারে প্রেমিকার আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশের অভিযোগে প্রেমিককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। শনিবার (১১ অক্টোবর) রাতে রাজনগর উপজেলার কলেজ পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, ভিকটিম মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর এলাকার বাসিন্দা। স্থানীয় এক ব্যক্তির বাড়িতে কাজ করার সুবাদে তার সঙ্গে পরিচয় হয় রাজনগরের মসুদ মিয়ার পুত্র নাহিদ মিয়া (২৫)-এর। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে বিবাহের প্রলোভন দেখিয়ে নাহিদ মিয়া একাধিকবার ভিকটিমকে ধর্ষণ করেন, ফলে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

পরে সে ভিকটিমকে বাধ্য করে তার আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে রাখে। পরবর্তীতে বিবাহের চাপ দিলে নাহিদ তাকে ভ্রূণ নষ্টকারী ওষুধ সেবনে বাধ্য করে। বিষয়টি জানাজানি হলে শালিস বৈঠকে বিবাহে সম্মতি দিলেও পরবর্তীতে অস্বীকৃতি জানায়।

গত ১১ জুন রাত ১১টার দিকে ভিকটিম জানতে পারেন যে, একটি ফেসবুক আইডি থেকে তার নগ্ন ছবি প্রকাশ করা হয়েছে। পরে এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার পর র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাহিদকে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃতকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।