, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আজ রোববার সিলেটে একঘন্টার জন্য বন্ধ থাকবে দোকানপাট, চলবে না যানবাহন উইমেন ফর উইমেন রাইটস’র মতবিনিময় সভা অনুষ্ঠিত বিএনপি ক্ষমতায় গেলে কর্মহীন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এডভোকেট জেবুন নাহার সেলিম সিলেটে সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রির দাবিতে সভা অনুষ্ঠিত আট দফা দাবিতে ১ নভেম্বর থেকে সিলেটে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ সিলেটে অধ্যাপক ফজলুর রহমানের ‘ধর্মনিরপেক্ষ মুসলমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন সিলেটে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বিশেষ কল্যাণ সভায় হাইওয়ে পুলিশের সেবার মানোন্নয়ন প্রত্যয়ে অঙ্গীকার সিলেটে গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক পরামর্শ কর্মশালা ১৭ বছর বয়সে বিমানের পাইলট সিলেটের আহনাফ

মানবিক কর্মকাণ্ডে জকিগঞ্জে প্রশংসায় ভাসছেন ডিসিসহ উপজেলার শীর্ষ তিন কর্মকর্তা

সিলেটের জকিগঞ্জে এক মানবিক পদক্ষেপে আলোড়ন সৃষ্টি করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমসহ উপজেলা প্রশাসনের শীর্ষ ৩ কর্মকর্তা। দীর্ঘ ছয় মাস অবরুদ্ধ থাকার পর প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে মুক্তি পেলেন জেসমিন আক্তার ও তার পরিবার। এই উদ্যোগের ফলে জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস এবং জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না সর্বমহলে প্রশংসায় ভাসছেন।

গত বুধবার (২৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের নির্দেশে পৌর এলাকার বিলেরবন্দ গ্রামে প্রভাবশালী এমাদ উদ্দিন ও তার ভাই এনাম আহমদের নির্মিত অমানবিক দেয়াল ভেঙে অসহায় জেসমিন আক্তারের পরিবারের চলাচলের পথ উন্মুক্ত করেন ইউএনও, এসিল্যান্ড, পৌর প্রশাসক ও থানা পুলিশ। দেয়াল অপসারণের মুহূর্তে স্বস্তি ও আনন্দে চোখ ভিজে ওঠে উপস্থিত মানুষের। অনেকেই বলছিলেন—“এ যেন ন্যায় ও মানবতার বিজয়।”

এ দৃশ্যের ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। জকিগঞ্জ আই টিভি ও জকিগঞ্জ নিউজের ফেসবুক পেইজে প্রকাশিত ভিডিওটি ইতোমধ্যে এক মিলিয়নের বেশি মানুষ দেখেছেন। মন্তব্যে সাধারণ মানুষ প্রশাসনের এই সাহসী ও মানবিক পদক্ষেপকে স্বাগত জানান। তাদের মতে, প্রশাসনের এ উদ্যোগ শুধু একটি পরিবারকে নয়, বরং পুরো এলাকাকে অন্যায়ের হাত থেকে মুক্ত করেছে।

এ ঘটনাকে ঘিরে সামাজিক ও জাতীয় পর্যায়ে ব্যাপক সাড়া পড়ে। বৃহস্পতিবার অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা জেলা প্রশাসকসহ চার কর্মকর্তাকে ধন্যবাদ জানান।

জকিগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য সাংবাদিক কেএম মামুন বলেন, “আমরা শুরু থেকেই এ ঘটনাটি তুলে ধরেছিলাম। তবে জেলা প্রশাসকের নির্দেশে যে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া হলো, তা প্রমাণ করে মানুষ প্রশাসনের কাছেই নিরাপদ। এ ধরনের দৃঢ় অবস্থান ভবিষ্যতে অন্যায়-অবিচার রুখে দাঁড়াতে সহায়ক হবে।”

মুক্তির পর আবেগাপ্লুত কণ্ঠে জেসমিন আক্তার বলেন, “আমার সন্তানরা অবশেষে মুক্ত হলো। এখন তারা আবার স্কুলে যেতে পারবে। আমি ডিসি স্যার, ইউএনও, এসিল্যান্ড এবং ওসি, জকিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দের কাছে চিরকৃতজ্ঞ।”

এলাকার প্রবীণ নোমান উদ্দিন বলেন, “একটি পরিবারকে টাকার জোরে বন্দি রাখা ভয়াবহ অমানবিক কাজ। প্রশাসনের দৃঢ় পদক্ষেপে তাদের মুক্তি—এটি আমাদের জন্য স্বস্তির খবর।”

প্রসঙ্গত, জকিগঞ্জ পৌর এলাকার বিলেরবন্দ গ্রামে আজিজিয়া কমিউনিটি সেন্টারের মালিক প্রভাবশালী এমাদ উদ্দিন ও তার ভাই এনাম আহমদ জেসমিন আক্তারের বাড়ির প্রবেশপথ বন্ধ করে পাঁচ ফুট উঁচু দেয়াল নির্মাণ করেছিলেন। এর ফলে জেসমিন, তার চার সন্তান, বৃদ্ধা শাশুড়ি ও মানসিক ভারসাম্যহীন স্বামীকে ছয় মাস ঘরবন্দি জীবন কাটাতে হয়। অসহায় জেসমিন বারবার স্থানীয় প্রভাবশালীদের কাছে কাকুতি-মিনতি করেও সাড়া পাননি। বরং তার অসুস্থ স্বামীকে অপমান করে ফিরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে এবং শেষমেশ প্রশাসনের দ্রুত পদক্ষেপে মুক্তি মেলে পরিবারের।

জনপ্রিয়

আজ রোববার সিলেটে একঘন্টার জন্য বন্ধ থাকবে দোকানপাট, চলবে না যানবাহন

মানবিক কর্মকাণ্ডে জকিগঞ্জে প্রশংসায় ভাসছেন ডিসিসহ উপজেলার শীর্ষ তিন কর্মকর্তা

প্রকাশের সময় : ০৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

সিলেটের জকিগঞ্জে এক মানবিক পদক্ষেপে আলোড়ন সৃষ্টি করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমসহ উপজেলা প্রশাসনের শীর্ষ ৩ কর্মকর্তা। দীর্ঘ ছয় মাস অবরুদ্ধ থাকার পর প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে মুক্তি পেলেন জেসমিন আক্তার ও তার পরিবার। এই উদ্যোগের ফলে জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস এবং জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না সর্বমহলে প্রশংসায় ভাসছেন।

গত বুধবার (২৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের নির্দেশে পৌর এলাকার বিলেরবন্দ গ্রামে প্রভাবশালী এমাদ উদ্দিন ও তার ভাই এনাম আহমদের নির্মিত অমানবিক দেয়াল ভেঙে অসহায় জেসমিন আক্তারের পরিবারের চলাচলের পথ উন্মুক্ত করেন ইউএনও, এসিল্যান্ড, পৌর প্রশাসক ও থানা পুলিশ। দেয়াল অপসারণের মুহূর্তে স্বস্তি ও আনন্দে চোখ ভিজে ওঠে উপস্থিত মানুষের। অনেকেই বলছিলেন—“এ যেন ন্যায় ও মানবতার বিজয়।”

এ দৃশ্যের ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। জকিগঞ্জ আই টিভি ও জকিগঞ্জ নিউজের ফেসবুক পেইজে প্রকাশিত ভিডিওটি ইতোমধ্যে এক মিলিয়নের বেশি মানুষ দেখেছেন। মন্তব্যে সাধারণ মানুষ প্রশাসনের এই সাহসী ও মানবিক পদক্ষেপকে স্বাগত জানান। তাদের মতে, প্রশাসনের এ উদ্যোগ শুধু একটি পরিবারকে নয়, বরং পুরো এলাকাকে অন্যায়ের হাত থেকে মুক্ত করেছে।

এ ঘটনাকে ঘিরে সামাজিক ও জাতীয় পর্যায়ে ব্যাপক সাড়া পড়ে। বৃহস্পতিবার অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা জেলা প্রশাসকসহ চার কর্মকর্তাকে ধন্যবাদ জানান।

জকিগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য সাংবাদিক কেএম মামুন বলেন, “আমরা শুরু থেকেই এ ঘটনাটি তুলে ধরেছিলাম। তবে জেলা প্রশাসকের নির্দেশে যে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া হলো, তা প্রমাণ করে মানুষ প্রশাসনের কাছেই নিরাপদ। এ ধরনের দৃঢ় অবস্থান ভবিষ্যতে অন্যায়-অবিচার রুখে দাঁড়াতে সহায়ক হবে।”

মুক্তির পর আবেগাপ্লুত কণ্ঠে জেসমিন আক্তার বলেন, “আমার সন্তানরা অবশেষে মুক্ত হলো। এখন তারা আবার স্কুলে যেতে পারবে। আমি ডিসি স্যার, ইউএনও, এসিল্যান্ড এবং ওসি, জকিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দের কাছে চিরকৃতজ্ঞ।”

এলাকার প্রবীণ নোমান উদ্দিন বলেন, “একটি পরিবারকে টাকার জোরে বন্দি রাখা ভয়াবহ অমানবিক কাজ। প্রশাসনের দৃঢ় পদক্ষেপে তাদের মুক্তি—এটি আমাদের জন্য স্বস্তির খবর।”

প্রসঙ্গত, জকিগঞ্জ পৌর এলাকার বিলেরবন্দ গ্রামে আজিজিয়া কমিউনিটি সেন্টারের মালিক প্রভাবশালী এমাদ উদ্দিন ও তার ভাই এনাম আহমদ জেসমিন আক্তারের বাড়ির প্রবেশপথ বন্ধ করে পাঁচ ফুট উঁচু দেয়াল নির্মাণ করেছিলেন। এর ফলে জেসমিন, তার চার সন্তান, বৃদ্ধা শাশুড়ি ও মানসিক ভারসাম্যহীন স্বামীকে ছয় মাস ঘরবন্দি জীবন কাটাতে হয়। অসহায় জেসমিন বারবার স্থানীয় প্রভাবশালীদের কাছে কাকুতি-মিনতি করেও সাড়া পাননি। বরং তার অসুস্থ স্বামীকে অপমান করে ফিরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে এবং শেষমেশ প্রশাসনের দ্রুত পদক্ষেপে মুক্তি মেলে পরিবারের।